Advertisement
Advertisement

Breaking News

Sohini Sarkar

ছিমছাম অনুষ্ঠানে বিয়ে সারলেন সোহিনী-শোভন, দেখুন অ্যালবাম

এদিনের নিমন্ত্রিতদের তালিকায় টলিউড তারকার সংখ্যা ছিল হাতেগোনা। 

পরিবার-বন্ধুদের সাক্ষী রেখেই চার হাত এক হল সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়ের।

বাওয়ালি ফার্মহাউসে সেজে ওঠে বিয়ের আসর। সইসাবুদ করে বিয়ে তারকা যুগলের।

বেনারসি পরে কনের সাজে সেজে ওঠেন সোহিনী। শোভনের পরনে ছিল ম্যাচিং ধুতি ও পাঞ্জাবি। 

সোহিনীর সিঁথিতে সিঁদুর পরিয়েই  চুমু শোভনের।

সুযোগ পেয়ে বিশেষ ফটোশুটেও অংশ নিলেন সোহিনী-শোভন।

ক্যামেরার সামনেই কপাল চুমু খেয়ে সোহিনীকে জীবনসঙ্গী হিসেবে মেনে নিলেন শোভন।

সোমবার সন্ধে নাগাদ সব প্রেম জল্পনা, গুঞ্জনকে ইতি দিয়ে নতুন জীবনে পা রাখলেন শোভন-সোহিনী।