Advertisement
Advertisement
Samantha Ruth Prabhu

সারা শরীরে বুনো ঘ্রাণ! সোঁদা গন্ধে ভরা দক্ষিণী সুন্দরী সামান্থার অরণ্যের দিনরাত্রি

'চূড়ান্ত প্রেম', ক্যাপশনে এই কথা লিখেই ছবিগুলি শেয়ার করেছেন সামান্থা।

সামান্থা রুথ প্রভু। মাঝে মধ্যেই খবরের শিরোনামে উঠে আসেন দক্ষিণী এই অভিনেত্রীর নাম। কখনও সুপারহিট ‘পুষ্পা’ ছবির আইটেম গানের জন্য, আবার কখনও শারীরিক অসুস্থতা বা নাগা চৈতন্যের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ নিয়ে চর্চার কারণে।

এবার অবশ্য অন্য কারণে চর্চায় দক্ষিণী সুন্দরী। সারা শরীরে বুনো গন্ধ নিয়ে নিজের অরণ্য যাপনের ছবি শেয়ার করেছেন সামান্থা। তাতেই মন জয় করে নিয়েছেন।

'চূড়ান্ত প্রেম', ক্যাপশনে এই কথা লিখেই ছবিগুলি শেয়ার করেছেন সামান্থা। ঘন জঙ্গলের মাঝের জলাশয়ে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। যেন সেখানকার সোঁদা গন্ধেই জীবনের পরম শান্তি খুঁজে পেয়েছেন।

প্রাক্তন স্বামী নাগা চৈতন্যর বিপরীতেই নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন সামান্থা। সিনেমার নাম "ইয়ে মায়া ছেসাভে"। যার অর্থ 'এ কী মায়া করলে!'

এর পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি সামান্থাকে। একের পর এক তামিল-তেলুগু ছবিতে অভিনয় করেছেন তিনি। ২০২১ সালে 'পুষ্পা' সিনেমার 'উ আন্টাভা' গান ও 'দ্য ফ্যামিলি সিজন ২'র রাজি চরিত্র সামান্থাকে সারা দেশে জনপ্রিয়তা দেয়।

২০১৭ সালে নাগার্জুনের ছেলে তথা অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেন সামান্থা। ২০২১-এ দুজনের ডিভোর্স হয়। ২০২২ সালে আচমকাই সোশাল মিডিয়ায় নিষ্ক্রিয় হয়ে যান সামান্থা। তা নিয়ে নানা আলোচনা-পর্যালোচনা হয়।

পরে সামান্থা জানান, তিনি দুরারোগ্য ডার্মাটোমায়োসাইটিস রোগে আক্রান্ত। এটি একটি রেয়ার কন্ডিশন। যা ত্বক, মাসল, ফুসফুস-সহ শরীরের একাধিক অঙ্গকে প্রভাবিত করতে পারে। আর এই রোগের জেরেই সম্প্রতি 'দঙ্গল' খ্যাত অভিনেত্রী সুহানি ভাটনাগর মাত্র ১৯ বছরে প্রাণ হারিয়েছেন। তবে সামান্থা লড়াই করে চলেছেন।