জন্মদিনের দিনই বিয়ের কথা ঘোষণা করেছিলেন অভিনেত্রী কাজল আগরওয়াল।
ব্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে চারহাত এক হতে চলেছে বলেই নিজেই জানান বছর পঁয়ত্রিশের অভিনেত্রী।
বিয়ের আগে বুধবার ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে শান্ত থাকার কথা ক্যাপশনে লেখেন তিনি।
বৃহস্পতিবার হলদি অনুষ্ঠানে হলুদ পোশাক এবং ফুলের সাজে অনবদ্য লাগছিল তাঁকে।
হলদি অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
গায়ে হলুদের দিন নিজের দুষ্টু মিষ্টি ছবি শেয়ার করেন কাজল। ক্যাপশনে লেখেন #kajgautkitched।
গৌতমের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কাজল।
পূর্ণতা পেল কাজল ও গৌতমের ভালবাসা। সুখের হোক দাম্পত্য জীবন।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.