গুরুপরবে জনসেবায় অভিষেকজায়া রুজিরা বন্দ্যোপাধ্যায়।
শহিদ মিনার চত্বরে গুরুনানক জন্মবার্ষিকী পালন করলেন তিনি।
লঙ্গরখানায় নিজের হাতে রুটি বানালেন রুজিরা।
সঙ্গে ছিল তাঁর দুই সন্তান-আজানিয়া ও আয়াংশ।
প্রার্থনাও করেন তাঁরা।
মায়ের সঙ্গে রুটি তৈরিতে হাত লাগিয়েছিল আজানিয়াও।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.