Advertisement
Advertisement
Abhishek Banerjee

গুরুপরবে লঙ্গরখানায় অভিষেকজায়া রুজিরা, নিজের হাতে বানালেন রুটি

অভিষেকপত্নীর সঙ্গে ছিলেন দুই সন্তান।

গুরুপরবে জনসেবায় অভিষেকজায়া রুজিরা বন্দ্যোপাধ্যায়।

শহিদ মিনার চত্বরে গুরুনানক জন্মবার্ষিকী পালন করলেন তিনি।

লঙ্গরখানায় নিজের হাতে রুটি বানালেন রুজিরা।

সঙ্গে ছিল তাঁর দুই সন্তান-আজানিয়া ও আয়াংশ।

প্রার্থনাও করেন তাঁরা।

মায়ের সঙ্গে রুটি তৈরিতে হাত লাগিয়েছিল আজানিয়াও।