উচ্চমাধ্যমিকে দ্বিতায় স্থান অধিকারী নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের নীলাব্জ দাস। প্রাপ্ত নম্বর ৪৯৮।
৪৯৮ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিকে দ্বিতীয় স্থানে বনগাঁ উচ্চ বিদ্যালয়ের দেবার্ঘ্য চক্রবর্তী।
৪৯৭ পেয়ে তৃতীয় স্থান দখল করেছে বর্ধমান বিদ্যার্থী ভবনের পড়ুয়া শরণ্যা ঘোষ।
উচ্চমাধ্যমিকে তৃতীয় স্থানে চুঁচুড়ার স্মরজিৎ ধর, প্রাপ্ত নম্বর ৪৯৭।
৪৯৭ পেয়ে তৃতীয় স্থানে কালনার শীর্ষেন্দু সাহা।
চতুর্থ স্থানে তমলুকের রাজকুমারী সান্তনাময়ী গার্লস হাই স্কুলের শারমিন আখতার খান।
উচ্চমাধ্যমিকে চতুর্থ স্থান পেয়েছে পূর্ব মেদিনীপুরের দক্ষিণ ময়না হাই স্কুলের অনুপম পাঁজা। প্রাপ্ত নম্বর ৪৯৬।
৪৯৬ পেয়ে চতুর্থ হয়েছে আরামবাগ বয়েজ স্কুলের উদয় কুমার।
৪৯৫ পেয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অর্চিস্মান সাহা।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.