Advertisement
Advertisement

Breaking News

2014 TET

খাবার-জল প্রত্যাখ্যান, নিয়োগের দাবিতে দ্বিতীয় দিনেও সল্টলেকের রাস্তায় চাকরিপ্রার্থীরা

চাকরিপ্রার্থীদের দাবি মানতে নারাজ প্রাথমিক শিক্ষা পর্ষদ।

নিয়োগের দাবিতে সল্টলেকের করুণাময়ীর এপিসি ভবনের সামনে আমরণ অনশনে চাকরিপ্রার্থীরা। নিজস্ব চিত্র।

সোমবার দুপুর একটা থেকে চলছে অবস্থান বিক্ষোভ। নিয়োগপত্র না পাওয়া আমরণ অনশনের ডাক দিয়েছেন তারা।

২০১৪ সালের টেট উত্তীর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত নট-ইনক্লুডেড চাকরিপ্রার্থীদের অভিযোগ, দুবার ইন্টারভিউ দিয়েও নিয়োগপত্র মেলেনি।

নয়া নিয়োগ প্রক্রিয়ায় তাঁরা অংশ নেবেন না। সরাসরি নিয়োগ দিতে হবে তাঁদের। এই দাবিতে সল্টলেকের রাস্তায় রাতভর অবস্থান করেছেন তাঁরা।

সোমবার আন্দোলনকারীদের চার প্রতিনিধি প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি জমা করেন।

খাবার-জল বয়কট করে অবস্থান করছেন চাকরিপ্রার্থীরা। অবস্থান চলাকালীন অসুস্থও হয়ে পড়েছেন অনেকে।

রাস্তায় উপর ডাঁই করা খাবার-জলের বোতল।

পুলিশ বারবার মাইকিং করেও আন্দোলনকারীদের সরাতে ব্যর্থ।