ভারতীয় ক্রিকেটাররা অনেকেরই আইকন। কিন্তু জানেন কি আপনার প্রিয় আইকন ক্রিকেটারের অন্দরমহল কেমন দেখতে? জেনে নিন ২০২৫ সালের হিসেবে ভারতীয় ক্রিকেটারদের মালিকানাধীন ১০টি ব্যয়বহুল বাংলোর হদিশ।
মহেন্দ্র সিং ধোনি: তাঁর ফার্মহাউসের নাম কৈলাসপতি। যার ঠিকানা রাঁচি। মূল্য শুনেও চমকে উঠবেন। ১০০ কোটি। ফার্মহাউসটি ৭ একর জমির উপর নির্মিত। এখানে রয়েছে তাঁর বাইক ও গাড়ির জন্য মস্ত বড় গ্যারেজ। এখানেই শেষ নয়। রয়েছে একটি জিম, সুইমিং পুল। ইন্ডোর গেমের রয়েছে। বাড়িটি দেখতে কিন্তু অসাধারণ।
বিরাট কোহলি: কাচের দেওয়াল সমৃদ্ধ গুরুগ্রামের এই বিরাট প্যালেস। যার মূল্য ৮০ কোটি। তাছাড়াও রয়েছে একটি বড় হল, দারুণ এক সুইমিং পুল, একটি অভিনব বার। খুবই আড়ম্বরপূর্ণ এই আবাস। সমুদ্র সৈকতের কাছে আলিবাগেও জমি রয়েছে তাঁর।
যুবরাজ সিং: মুম্বাইয়ের ওরলিতে রয়েছে তাঁর অ্যাপার্টমেন্ট। যার মূল্য ৬৪ কোটি টাকা। যুবরাজের অ্যাপার্টমেন্টটি একেবারে ২৯ তলায়। এখান থেকে আরব সাগর দেখতে লাগে অসধারণ। এর আয়তন ১৬ হাজার বর্গফুট। আধুনিক আসবাবপত্রে ঠাসা তাঁর আবাস। দেওয়ালে টাঙানো অপূর্ব সব চিত্রকর্ম।
শচীন তেণ্ডুলকর: মুম্বাইয়ের বান্দ্রায় রয়েছে লিটল মাস্টারের প্রাসাদ। মূল্য ৩৮ কোটি টাকা। শচীনের ৫ তলা বাড়িটিতে রয়েছে একটি মন্দির। রয়েছে একটি সুন্দর বাগান। আর থাকার জায়গা তো বিশাল। প্রাসাদটির নকশায় মিশে আছে ঐতিহ্য এবং আধুনিকতার ছোঁয়া।
রোহিত শর্মা: রোহিতের ফ্ল্যাটটি আহুজা টাওয়ার্সের ২৯তম তলায়। মূল্য ৩০ কোটি। এতে রয়েছে স্মার্ট প্রযুক্তি। একটি বিজনেস রুম। সমুদ্রের অপরূপ দৃশ্যও দেখা যায় এই ফ্ল্যাট থেকে।
সুনীল গাভাসকর: তাঁর এই ভিলাটি নিরিবিলি পরিবেশে। রয়েছে সাজানো বাগান, সুইমিং পুল এবং পুরনো ধাঁচের আসবাবপত্র। ছুটি কাটানোর জন্য যেমন বাড়ি আমরা সচরাচর কল্পনা করি, এই ভিলা অনেকটা তেমনই। ভিলার মূল্য ২০ কোটি।
সুরেশ রায়না: তাঁর বাংলোর মূল্য ১৮ কোটি। ফুলের নকশা দিয়ে সাজানো সেটি। বাইরে রয়েছে সবুজের সমারোহ। ভেতরে একটি জিম রয়েছে। পরিবারের জন্য আদর্শ এই আবাস।
সৌরভ গাঙ্গুলি: ৬০ বছরের পুরনো মহারাজের আবাস। যার মূল্য ১০ কোটি। বাড়িতে রয়েছে ক্রিকেট পিচ, একটি ট্রফি রুম এবং বিশাল বাগান। সৌরভ এখানেই দীর্ঘদিন থাকেন।
রবীন্দ্র জাদেজা: তাঁর জামনগরের বাংলোর মূল্য ১০ কোটি। যা দেখতে একেবারে রাজকীয়। সেখানে রয়েছে বড় বড় দরজা, ঝাড়বাতি এবং সবুজ লন। বাংলোটিকে প্রাসাদের মতো মনে হয়।
হার্দিক পাণ্ডিয়া: তাঁর বরোদার পেন্টহাউসের মূল্য ৪ কোটি টাকা। তাঁর বাড়িটি ৪টি ফ্ল্যাটের একত্রিত সমন্বয়। এতে রয়েছে একটি জিম, একটি থিয়েটার। বিভিন্ন স্টাইলের কক্ষও রয়েছে। ঘরগুলি খুবই বিলাসবহুল।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.