সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্থান-পতনের শেয়ার বাজারে অন্যতম সুখের দিন হল ‘মুহুরৎ ট্রেডিং’। ধনতেরাস উপলক্ষে বিশেষ এই দিনে শেয়ার কেনার ধুম পড়ে যায় বিনিয়োগকারীদের মধ্যে। বিশেষ এই দিনের আর্থিক লেনদেনকে অন্যতম ‘শুভ’ বলে মনে করেন বিনিয়োগকারীরা। চলতি বছরে ১ নভেম্বর এনএসই ও বিএসই’তে সন্ধে ৬টা থেকে ৭টা অবধি চলবে ‘মুহুরৎ ট্রেডিং’। এক ঘণ্টার জন্য চলা এই ট্রেডিং শুধু বিনিয়গের জন্যই নয়, ধর্মীয় ও সংস্কৃতির দিক থেকেও গুরুত্বপূর্ণ।
কেন গুরুত্বপূর্ণ ‘মুহুরৎ ট্রেডিং’?
বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) প্রতি বছর দীপাবলিতে অনুষ্ঠিত এক বিশেষ ট্রেডিং সেশন। মাত্র এক ঘণ্টার জন্য চলা এই ট্রেডিং হিন্দু সম্প্রদায়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিন্দুরা মনে করেন এই দিন থেকে শুরু হয় ‘সংবত’। ‘মুহুরৎ’ শব্দের অর্থ হল শুভ সময়। ফলে এই সময়ে নতুন কোনও আর্থিক পদক্ষেপ নেওয়াকে শুভ বলে মনে করা হয়।
বিরাট বড়সড় বিপর্যয় ছাড়া বছরের এই দিনে নিশ্চিত লাভের মুখ দেখেন বিনিয়োগকারীরা। তবে এই দিনে বিনিয়োগের কারণ শুধুমাত্র একদিনের জন্য লাভবান হওয়া নয়। সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক দিক থেকেই এই দিনের গুরুত্ব রয়েছে। মনে করা হয়, এই দিনে যে ব্যক্তি আর্থিক বিনিয়োগ করেন তিনি মা লক্ষ্মীর আশীর্বাদ পান। এবং তাঁর আগামী বছর সুন্দর ও লাভজনক হয়ে ওঠে।
হিন্দু ধর্মাবলিদের কাছে মুহুরৎ ট্রেডিংয়ের গুরুত্ব এতটাই, যে এই মুহূর্ত শুরুর আগে বিনিয়োগকারী ও ব্রোকাররা চোপড়া পুজো করেন। নিজের ব্যাঙ্কের পাসবই ও ট্রেডিংয়ের নানা উপকরণের পুজো করা হয়। বিনিয়োগকারীরা বিশ্বাস করেন এই আচার অনুষ্ঠানে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। অনেকে আবার এই বিশেষ দিনে লক্ষ্মী পুজো করেন।
বাজার বিশেষজ্ঞদের মতে, ব্যবসায় নতুন শুরুর জন্য আদর্শ সময় হিসাবে বিবেচিত হয় আলোর উৎসবের এই সময়টা। মনে করা হয়, এই সময় লেনদেন শুরু হলে গোটা বছরটাই লাভজনক হয়ে থাকে। যদিও অল্প সময়ের জন্য লেনদেন খোলায় বাজার অস্থির হওয়ার সম্ভাবনা থাকে। তথাপি, মাথায় রাখতে হবে যে ‘মুহুরৎ ট্রেডিং’ আদতে একটি প্রতীকী বিনিয়োগ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.