Advertisement
Advertisement
Personal Finance

ডিজিটাল যুগে বিনিয়োগ করার রুটম্যাপ কী? সঠিক সূত্র দিলেন বিশেষজ্ঞ

ডিজিটাল দুনিয়ার উপর নির্ভরশীল সব ব্যবসাই।

What is the correct way of investment in digital age

প্রতীকী ছবি

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:October 30, 2024 8:38 pm
  • Updated:October 30, 2024 8:38 pm

বর্তমান সময়ে ডিজিটাল প্রযুক্তির প্রভাব উপেক্ষা করা সম্ভব নয়। যুগটাই ‘ডিজিটালি রানিং’। এই পরিস্থিতিতে পেশাদার লগ্নিকারীরাও তাই ডিজিটাল সেক্টরে সুযোগ খুঁজছেন স্বাভাবিক ছন্দ বুঝেই। কিন্তু এগোবেন কীভাবে? ডিজিটাল ক্ষেত্রে বিনিয়োগ করার সঠিক রুটম‌্যাপ কী? সূত্র দিলেন লেখক লগ্নি পরামর্শদাতা নীলাঞ্জন দে

ডিজিটাল দুনিয়ার উপর নির্ভরশীল সব ব‌্যবসাই। পেশাদার লগ্নিকারীরা ডিজিটাল সেক্টরে সুযোগ খোঁজেন প্রায়ই, এই জন‌্য বিশেষ কয়েকটি পোর্টফোলিও ইতিমধ্যেই উপস্থিত। কী দেখে বিনিয়োগ করবেন ইনভেস্টররা ডিজিটাল ক্ষেত্রে? কোন ধরনের ব‌্যবসা-বাণিজ‌্য নজর কাড়ছে? এবারের এই বিশেষ প্রতিবেদনে রইল কয়েকটি জরুরি তথ‌্য :

Advertisement

ডিজিটাল-ভিত্তিক সংস্থাগুলোর গ্রোথ নিয়ে আশাবাদী লগ্নিকারীরা। তাঁদের মতে ভারতীয় জিডিপি (Gross Domestic Product) এই জাতীয় সংস্থার উপর ভরসা করে এগিয়ে যাবে। লগ্নির সুযোগ পাওয়া যাবে নানা ক্ষেত্রে। কয়েকটি পরিচিত সেক্টরে এর কারণে পরিবর্তনে আসবে দ্রুত। উদাহরণ হিসাবে নাম করা যায় UPI তথা পেমেন্ট ব‌্যবস্থার কথা অথবা স্মার্টফোনের বহু-ব‌্যবহারের কথা।

এছাড়াও যে সব বিশিষ্ট পরিষেবার কথা বলা যেতে পারে-
১. বিটুসি ই-কমার্স (B2C)
২. অনলাইন ট্র‌্যাভেল
৩. অনলাইন ফুড ডেলিভারি
৪. OTT এবং এন্টারটেনমেন্ট-সংক্রান্ত পরিষেবা
৫. ফিনান্সিয়াল সার্ভিসেস এবং হেলথ সার্ভিসেস সংক্রান্ত সুবিধা যা ইন্টারনেটের মাধ‌্যমে গ্রাহকের কাছে পৌঁছে যাচ্ছে।

অ‌্যাসেট ম‌্যানেজমেন্ট কোম্পানি মোতিলাল আসওয়ালের মতে, ডিজিটাল দুনিয়ার ব‌্যাপ্তি বাড়ছে – তবে এত কিছু সত্বেও ভারতীয় ক্ষেত্রে ডিজিটাল ব‌্যবসার প্রসার এখনও তুলনায় কম। এখানে সমগ্র আইটি সেক্টরের ভূমিকার উল্লেখ করেছেন মোতিলাল অসওয়াল কর্তৃপক্ষ। বিএসই ৫০০ সূচক অনুযায়ী আইটির ভূমিকা খুব বেশি নয়। সঙ্গের চার্টে এই প্রসঙ্গটি বিশেষভাবে ধরা পড়েছে। জনপ্রিয় কয়েকটি সূচক এখানে দেখানো হয়েছে।

ডিজিটাল জগতে সাম্প্রতিককালে পা রাখা কয়েকটি বিশেষ সংস্থার নামও এই প্রসঙ্গে উঠে আসছে, মোতিলাল অসওয়ালের একটি ফান্ডের (NFO-ডিজিটাল ইন্ডিয়া ফান্ড) প্রেক্ষাপটে। সঙ্গে তালিকায় এই সব বাছাই করা কোম্পানির রেভিনিউ গ্রোথ (আর্থিক বর্ষ ২০২০ থেকে আর্থিক বর্ষ ২০২৪ পর্যন্ত) বোঝানো হয়েছে। সংস্থার পক্ষ থেকে স্ষ্টষ্টভাবে জানানো হয়েছে যে এই স্টকগুলো কেবলমাত্র উদাহরণ হিসাবে উল্লেখিত, পরিস্থিতি বোঝানোর জন‌্য। কোনও রেকমেন্ডশন বা পরামর্শ নয়, এবং ওই সব স্টক পোর্টফোলিওর অংশ নাও হতে পারে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement