Advertisement
Advertisement
Personal Finance

স্বচ্ছতা ও লিকুইডিটির আশ্বাস, জেনে নিন UTI-র সর্বশেষ প্রোডাক্টের বিশেষত্ব

ফিক্সড ম্যাচুরিটি প্ন্যান অর্থাৎ এফএমপি সম্বন্ধে আগ্রহী?

UTI Fixed Term Income Fund is a very good option for investors | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:March 3, 2023 6:24 pm
  • Updated:March 3, 2023 9:36 pm  

ফিক্সড ম‌্যাচুরিটি প্ল‌্যান অর্থাৎ এফএমপি সম্বন্ধে আগ্রহী? খোঁজ নিতে পারেন ইউটিআই মিউচুয়াল ফান্ডের সর্বশেষ প্রোডাক্ট নিয়ে। ইউটিআই ফিক্সড টার্ম ইনকাম ফান্ড, সিরিজ XXXVI-1 (1574 Days) নিয়ে বিস্তারিত তথ‌্য সংকলনে টিম সঞ্চয়

 

Advertisement

ফিক্সড টার্ম ইনকাম ফান্ড নিয়ে সম্প্রতি উৎসাহিত হয়েছেন এক শ্রেণির ইনভেস্টর। FMP অথবা ‘ফিক্সড ম‌্যাচুরিটি প্ল‌্যান’ নিয়ে যাঁরা ইদানীং জানতে চাইছেন, তাঁরাই এবার ইউটিআই মিউচুয়াল ফান্ডের সর্বশেষ প্রোডাক্ট, UTI Fixed Term Income Fund, Series XXXVI-I (1574 Days) সম্বন্ধে জেনে নিতে পারেন।

অন‌্যান‌্য FMP-বা ঋণপত্র ভিত্তিক স্কিমের মতই, এখানেও প্রধানত জি-সেক (অর্থাৎ গর্ভমেন্ট সিকিউরিটিজ) এবং কিছু স্বল্পমেয়াদী ইনস্ট্রুমেন্টসে বিনিয়োগ করা হবে বলে UTI কর্তৃপক্ষ জানাচ্ছেন। ফান্ডের ম‌্যাচুরিটির তারিখ (২১শে জুন, ২০২৭) প্রথমেই পরিস্কারভাবে জেনে নিতে হবে ইনভেস্টরদের।

এই জাতীয় স্কিমের উদ্দেশ‌্য বেশ স্বচ্ছ-লগ্নি করা হয় এমনভাবে যে পোর্টফোলিওর অন্তর্গত ঋণপত্র ম‌্যাচুরিটি ডেটের সঙ্গে তাল মিলিয়ে থাকে। অবশ‌্য রিটার্নের কোনও প্রতিশ্রুতি কখনই দেওয়া হয় না। UTI-এর স্কিমটির ক্ষেত্রেও তা নেই।

[আরও পড়ুন: বুঝেশুনে লগ্নি করুন F&O-তে, মাথায় রাখুন এই বিষয়গুলি]

বিনিয়োগকারীদের খেয়াল রাখতে হবে যে লংটার্ম ক‌্যাপিটাল গেনের ক্ষেত্রে ইনডেক্সেশনের সুবিধা তাঁরা পেতে পারেন। এই স্কিমের জন‌্য পাঁচটি ইনডেক্সেশনের সুযোগ থাকবে। লিস্টিং করা হবে স্কিমটির, তাই লিকুইডিটি পাওয়া সম্ভব হবে বলে কর্তৃপক্ষ দাবি করছেন।

কারা লগ্নি করবেন এই ধরনের প্রোডাক্টে? নিচের পয়েন্টগুলি এই বিষয়ে প্রাসঙ্গিক হবে।
# যে ইনভেস্টররা বেশি ক্রেডিট রিস্ক চাইছেন না, তাঁরা এই ধরনের ফান্ডের প্রতি নজর দিতে পারেন।
# যে লগ্নিকারী পোর্টফোলিওতে সুরক্ষিত (তুলনামূলকভাবে) সিকিউরিটিজ চাইছেন, তাঁদের জন‌্য বিশেষভাবে এর দরকার পড়বে।
# ট‌্যাক্স-এফিসিয়েন্ট কিন্তু মাঝারি মাপের রিটার্ন দিতে পারবে এমন ফান্ড। কাজেই আয়কর সম্বন্ধে সতর্ক ইনভেস্টররাও বেছে নিতে পারেন।

ইউটিআই মিউচুয়ালের মতে :–
(ক) ন্যুনতম লগ্নির পরিমাণ ৫,০০০ টাকা
(খ) কোনও এক্সিট লোড হবে না।
(গ) Crisil Medium To Long Term Debt Index এই ফান্ডের বেঞ্চমার্ক হিসাবে গণ‌্য হবে।
(ঘ) অন্তত ৯৫ শতাংশ অ‌্যাসেট বিনিয়োগ করা হবে জি-সেক এবং স্টেট ডেভলপমেন্ট লোনে।
(ঙ) স্কিমের মেয়াদ : ১৫৭৪ দিন।

[আরও পড়ুন: প্রতারকদের ফাঁদ থেকে চিট ফান্ডের টোপ, টাকা সুরক্ষিত রাখতে জেনে নিন এই বিষয়গুলি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement