Advertisement
Advertisement

Breaking News

TFCIL

ট্যুরিজম ফিন্যান্স কর্পোরেশনে বড় রদবদল, পদত্যাগ দুই শীর্ষকর্তার

২৮ মার্চ এবং ৫ এপ্রিল পদত্যাগ করেন দুই শীর্ষকর্তা।

Tourism Finance Corporation India undergoes leadership shift
Published by: Kishore Ghosh
  • Posted:April 8, 2024 6:17 pm
  • Updated:April 8, 2024 6:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্যুরিজম ফিন্যান্স কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেডের (Tourism Finance Corporation of India Limited) নেতৃত্বে বড় রদবদল। সংস্থার তরফে জানানো হল, যথাক্রমে ২৮ মার্চ এবং ৫ এপ্রিল পদত্যাগ করেছেন TFCIL-এর দুই শীর্ষকর্তা জিডি মুন্দ্রা ও কুপারা সঞ্জীব থমাস।

TFCIL গত মার্চে ২২,২৩,০০০ টি শেয়ার স্থানান্তরের বিষয়ে বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশানাল স্টক এক্সচেঞ্জকে অবগত করেছিল। প্রতিটির দর ২২৫ টাকা। সংস্থার বার্ষিক সাধারণ সভায় এই বিষয়ে কোম্পানির পরিচালকরা একমত হন। বর্তমান পরিস্থিতিতে আদিত্য কুমার হালওয়াসিয়ার হাতে শেয়ার বেড়ে হল ১৫.৫০ শতাংশ।

Advertisement

 

[আরও পড়ুন: তৃণমূল নয়, বাংলায় ১ নং বিজেপি! লোকসভা ভোটের প্রাক্কালে ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের]

TFCIL একটি খ্যাতনামা পাবলিক ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন। যারা ভারতে পর্যটন খাতে অর্থ ও উপদেষ্টা পরিষেবা প্রদান করে থাকে। সংস্থার সাম্প্রতিক পরিবর্তনের পর আদিত্য কুমার হালওয়াসিয়ার বলেন, “আমি বোর্ডের দক্ষতা এবং TFCIL-এর ব্যবস্থাপনার উপর পূর্ণ আস্থা রাখি। আমি একজন স্টেকহোল্ডার হতে পেরে গর্বিত এবং কোম্পানির আগামী যাত্রায় বিষয়ে উৎসাহী।

 

[আরও পড়ুন: কংগ্রেসের পর সিপিএম, ভোটের আগে প্রায় ৫ কোটি টাকা ফ্রিজ আয়কর দপ্তরের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement