Advertisement
Advertisement
Personal Finance

উৎসাহ বাড়ছে ফার্মা স্টক নিয়ে, বিনিয়োগ করতে পারেন আপনিও

ফার্মার দুনিয়া এই মুহূর্তে বেশ সরগরম।

Things to know for the investment in pharma sector

প্রতীকী ছবি

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:September 4, 2024 8:31 pm
  • Updated:September 4, 2024 8:31 pm  

মাঝের স্বল্প বিরতির পর ফের স্বমহিমায় ফিরছে ফার্মা সেক্টর। বহু লগ্নিকারীই আগ্রহ দেখাচ্ছেন এই সেক্টরে বিনিয়োগ করে এমন ফান্ডের দিকে। বিশেষ নজর কাড়ছে ছোট সংস্থাগুলোর স্টক। জানাচ্ছে টিম সঞ্চয়

১. এই পর্যন্ত চলতি বছরে নিফটি ফার্মা সূচক প্রায় ৩৫% বেড়েছে।
২. ছোট ফার্মা সংস্থা, মিড এবং স্মল ক‌্যাপ নিয়ে আশাবাদী বিভিন্ন ব্রোকিং ফার্মের অ‌্যানালিস্টরা
৩. যাঁরা সরাসরি বিনিয়োগ করতে চান না, তাঁদের জন‌্য আছে নানা ফার্মা ফান্ড।

Advertisement

কিছুদিন ঝিমিয়ে থাকার পর আবার ফার্মা স্টক নিয়ে উৎসাহী বিনিয়োগকারীদের একাংশ। বৃহৎ সংস্থার শেয়ারগুলি ছেড়ে তাঁদের নজর ফের ঘুরছে তুলনায় ছোটগুলোর দিকে। মিডক‌্যাপ ফার্মা স্টক বিশেষ করে এখন আবার তাঁদের লগ্নির তালিকায় চলে এসেছে, এমনই বিশ্বাস বাজারের। একই সঙ্গে একাধিক ফার্মা ফান্ডে টাকা ঢালছেন তাঁদের অনেকে।

এই চার্টে বিশেষ কিছু স্টকের নাম (কোনও রেকমেন্ডেশন নয়) দেওয়া রইল, (বিভিন্ন রিপোর্টের ভিত্তিতে) এই নামগুলোর দিকে চোখ রাখার কথা বলা হচ্ছে।

[আরও পড়ুন: রিটার্নের খুঁটিনাটি, ৩ জরুরি বিষয় জেনে নিন

এছাড়াও যে ফার্মা ফান্ডগুলোর কথা উঠে আসছে সেগুলোর মধ্যে আছে :
১. ICICI Prudential PHD Fund
২. Nippon India Pharma Fund
৩. HDFC Pharma & Healthcare Fund
একই সঙ্গে ইনভেস্টররা জানাচ্ছে যে ফার্মার দুনিয়া এই মুহূর্তে বেশ সরগরম। সাবেকি ওষুধ প্রস্তুত সংস্থা ছাড়াও নানা ধরনের সহযোগী ব‌্যবসার সম্প্রসারণ হচ্ছে। এই জাতীয় ব‌্যবসা ইতিমধ্যে ভালো লাভের মুখ দেখছে। দেশের অভ‌্যন্তরীণ চাহিদা তো আছেও। এবং এক্সপোর্ট মার্কেটে এদের একাংশ নাম করেছে বলে খবরে প্রকাশ।
Nifty Pharma Index
তিন প্রধান: Sun Pharma 24.7%
Dr Reddy’s 10.94%
Cipla 10.78%
রিটার্ন: এক বছরে : 45.25%
পাঁচ বছরে : 22.21%
গোড়া থেকে : 13.95%
স্টকের সংখ‌্যা : ২১
নতুন ফার্মা ফাণ্ডের প্রস্তাব : বাজাজ ফিনসার্ভ হেলথকেয়ার অ‌্যান্ড ওয়েলনেস মেগাট্রেন্ডস ফান্ড সেবির দ্বারস্থ হয়েছে বাজার ফিনসার্ভ কর্তৃপক্ষ এই অফার ডকুমেন্ট নিয়ে। দীর্ঘমেয়াদী ক‌্যাপিটাল গ্রোথ এর মুখ‌্য উদ্দেশ‌্য। BSE Healthcare Total Return Index এটির সূচক।

[আরও পড়ুন: বড় সঞ্চয় চাই? রিটায়ারমেন্ট ফান্ডস বেছে নিন

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement