প্রতীকী ছবি
অজানাকে জানা, অদেখাকে দেখার নেশা সর্বাঙ্গীণ। বয়সের বাঁধন ছাপিয়ে এই নেশাই মানুষকে ঘরছাড়া করে। বাজার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, টুরিজম সেক্টরে কার্যকলাপ বাড়ছে। আগ্রহ বৃদ্ধি করছে টুরিজম সেক্টরের স্টকও। তাই এবার এই নিয়ে আলোচনায় টিম সঞ্চয়
ট্র্যাভেল অ্যান্ড টুরিজম নিয়ে লগ্নিকারীদের কৌতুহল ইদানীং বাড়ছে বলে খবরে প্রকাশ। টুরিজম স্টকস নিয়ে ইতিমধ্যে কার্যকলাপ বেড়েছে। এমনিতেই হোটেল এবং এন্টারটেনমেন্ট সেক্টরে লিস্টেড শেয়ারের সংখ্যা বাড়ছে। কিছু কিছু ক্ষেত্রে সময় বিশেষে বিনিয়োগের পরিমাণও চড়েছে বলে জানা যাচ্ছে। এমন অবস্থায় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বিশেষভাবে টুরিজম স্টকস নিয়ে আলাদা ইনডেক্স আনার চেষ্টা করেছে।
বিশদে সবার আগে কয়েকটি তথ্য :
-ট্র্যাভেল এবং টুরিজম সেক্টরে এখন ভালো গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে। কোভিডের পরবর্তী সময়ে এই গ্রোথের প্রসঙ্গটি ইতিবাচক বলে ধরে নেওয়া যেতে পারে।
-হোটেল এবং আনুষঙ্গিক ব্যবসার সম্প্রসারণ হয়েছে মূলত ডোমেস্টিক ডিমান্ড বাড়ার কারণে। সাধারণ ভারতীয় আজকাল বেশি ট্র্যাভেল করছেন বলে মনে করেন অনেকে। ট্রেন এবং প্লেন যাত্রীর সংখ্যা থেকে এই ট্রেন্ডটি স্পষ্ট। টিকিটের খরচ, সঙ্গে অন্যান্য খরচও, বেড়েছে বলে জানা যাচ্ছে। সব মিলিয়ে উপকৃত হচ্ছেন ট্র্যাভেল সংস্থাগুলো।
-কয়েকটি বিশেষ ক্ষেত্রে বিনিয়োগ বাড়ার সম্ভাবনা নিয়ে সেক্টরের অনেকেই নিশ্চিত। ইকো-টুরিজম, অ্যাডভেঞ্চার টুরিজম, ওয়েলনেস ইত্যাদির কথা এই বিষয়ে জানা যাচ্ছে। এইসব সংক্রান্ত পরিকাঠামো এখন তৈরি হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়।
নিফটি ইন্ডিয়া টুরিজম ইনডেক্স
প্রশ্ন : কীভাবে গঠিত ?
উত্তর : নিফটি ৫০০ ইনডেক্সের অন্তর্গত স্টক থেকে বাছাই করা শেয়ার নিয়ে তৈরি হয়েছে এই সূচকটি।
প্রশ্ন : সংশ্লিষ্ট শেয়ারগুলো কোন কোন ক্ষেত্র থেকে নেওয়া?
উত্তর : তিরিশটি অগ্রণী স্টক বেছে নেওয়া হয়েছে একগুচ্ছ সেক্টর থেকে। গত ছয় মাসের ফ্রি-ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন এখানে প্রধান নির্ধারক। প্রতিটি স্টকের ক্ষেত্রে সর্বোচ্চ ওয়েটেজ হল ২০%।
প্রশ্ন : ইনডেক্সের ঠিক কতগুলো স্টক আছে ?
উত্তর : মোট ১৭টি শেয়ার আছে এখানে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ মোট তিনভাবে এগুলো ভাগ করেছে –
টুরিজম সূচক – কে কোথায়?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.