প্রতীকী ছবি
দেশের প্রথম ট্যুরিজম ফান্ডের হদিশ দিয়েছে টাটা মিউচুয়াল ফান্ড। বেঞ্চমার্ক নিফটি ইন্ডিয়া ট্যুরিজম ইনডেক্স, সর্বোচ্চ স্টকের সংখ্যা ৩০। এনএফও বন্ধ ১৯ জুলাই। তথ্য সংকলনে টিম সঞ্চয়
কয়েক সপ্তাহ আগে আমরা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের গঠিত ট্যুরিজম ইনডেক্সের কথা লিখেছিলাম। দেশের প্রথম ট্যুরিজম ফান্ডের হদিশ এনে দিয়েছে টাটা মিউচুয়াল ফান্ড, ঠিক এই নতুন সূচকটির উপর নির্ভর করে। নিউ ফান্ড অফার (NFO) বন্ধ হওয়ার দিন ১৯ জুলাই।
১. বেঞ্চমার্ক : নিফটি ইন্ডিয়া ট্যুরিজম ইনডেক্স
২. ওপেন-এন্ড ইনডেক্স ফান্ড, তাই যথাযথভাবে সূচকের অনুসরণ করাই মুখ্য উদ্দেশ্য
৩. নূন্যতম লগ্নি : ৫০০০ টাকা
৪. লোড : যদি ১৫ দিনের আগে রিডিম করেন, তাহলে ০.২৫% এক্সিট লোড ধার্য করা হবে
৫. সর্বোচ্চ স্টকের সংখ্যা : ৩০
৬. ক্যাপিং : ২০%
স্টক বাছাই ইনডেক্সে কী আছে?
১. টিকিট এবং ট্র্যাভেল : IRCTC, BLS, Ease My Trip
২. ব্যাগ/লাগেজ : VIP
৩. ট্র্যাভেল-এয়ারপোর্ট সম্বন্ধীয় : IndiGo, GMR
৪. হোটেল : EIH Ltd, IHCL, Lemon Tree, Chalet Hotels, Club Mahindra
৫. রেস্তরাঁ : RBA, Devyani, Sapphire Foods, Westlife Foodworld,
Jubilant Foodworks
ফান্ডটির বিষয়ে জানানো হয়েছে যে লগ্নিকারীরা এই ক্রমবর্ধমান সেক্টরে বিনিয়োগ করে উপকৃত হবেন, ভ্যালুয়েশন বাড়ার সুযোগ থাকবে তাঁদের সামনে। বিভিন্ন সরকারী নীতির উল্লেখও করা হয়েছে এই প্রসঙ্গে।
১. ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট (FDI) : ১০০% অনুমতি দেওয়া আছে
২. ভিসা অন অ্যারাইভাল : ভারতীয় যাত্রীদের সুবিধার্থে
৩. উড়ান স্কিম : নতুন প্লেন রুট করা হয়েছে
৪. স্বদেশ দর্পণ প্রকল্প : নতুন টু্যরিস্টদের জন্য গন্তব্য খুঁজে নেওয়ার প্রচেষ্টা
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.