প্রতীকী ছবি
প্রিয় পাঠক,
স্বাধীনতার ৭৮-তম বর্ষে প্রত্যেক সঞ্চয়ীকে জানাই সাদর অভিনন্দন। একটা স্বপ্ন নিয়ে উড়ান মেলেছিলাম আমরা। উপার্জনের পাশাপাশি ‘সেভিংস’-এর গুরুত্ব সকলকে বোঝানো। সেই লক্ষ্যেই ‘সঞ্চয়’-এর জন্ম। দেখতে দেখতে আরও একটা ‘ইন্ডিপেন্ডেন্স ডে’-র মুখোমুখি হয়েছি আমরা। চলুন, নিজেই নিজেকে একটা প্রশ্ন করা যাক! আর্থিকভাবে কতটা স্বাধীন হতে পেরেছি আমরা? আদৌ কি আমরা সকলে প্রকৃত অর্থে ‘স্বাবলম্বী’? আমরা কি ‘ফিনান্সিয়াল ফ্রিডম’ পেয়েছি? আশা করি, উত্তরটা বেশিরভাগের ক্ষেত্রেই ইতিবাচক হবে।
কারণ হওয়াটা খুব দরকার। বিশেষ করে পরিবারের ‘মুখিয়া’দের জন্য। না, আমার চোখে কিন্তু পরিবারের ‘প্রধান’ তথা ‘মুখিয়া’, একমাত্র উপার্জনশীল বাবা কিংবা জ্যেষ্ঠ পুত্র কিংবা বড় কন্যা নন। আমার বিচারে প্রধান তিনি-ই, যিনি পরিবারের সকলের আর্থিক নিরাপত্তার দিকটি যত্ন সহকারে সুনিশ্চিত করেন। পরিবারের সকলের প্রয়োজন তথা স্বাচ্ছন্দ্যে খেয়াল রাখেন এবং দুর্দিনে, তাঁর দুরদর্শিতাতেই সামাল দেওয়া যায় ছোট-বড়, যে কোনও আর্থিক সমস্যা। হ্যাঁ, ঠিক ধরেছেন। আমি বাড়ির সেই সদস্যের কথা বলছি, যিনি সম্পর্কে কারও সহধর্মিণী, কারও জননী। গৃহলক্ষ্মী। স্বয়ংসিদ্ধা। সর্বজয়া। আমাদের ‘স্বাধীনতা-স্পেশাল’ সঞ্চয়ের এই সংস্করণটি সেই গৃহলক্ষ্মী, সেই সর্বজয়া, সেই স্বয়ংসিদ্ধাদেরই জন্য নিবেদিত।
মনে রাখবেন, শুধু আমি-আপনি নন। এবারের বাজেটেও সরকার বিশেষভাবে নজর দিয়েছে নারীকল্যাণে, নারীর ক্ষমতায়নে। আলাদা করে গুরুত্ব দেওয়া হয়েছে কর্মরতা মহিলাদের নানা সুযোগ-সুবিধা প্রদানের ক্ষেত্রে। অর্থমন্ত্রী জানিয়েছেন, দেশজুড়ে ‘ওয়ার্কিং ওম্যান’দের জন্য একাধিক হস্টেলের ব্যবস্থা করা হবে। এছাড়াও বাজেটে মহিলাদের বাড়ি কেনার ক্ষেত্রে ছাড় ঘোষণা করা হয়েছে। অর্থাৎ দেশের সরকারও অবগত, নারী এগোলে দেশও এগোবে। ভালো থাকবেন সকলে। সঞ্চয়ে থাকবেন। –ধন্যবাদান্তে
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.