ফাইল ছবি
রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট অপরিবর্তিত রাখল। সর্বশেষ মানিটারি পলিসিতে ব্যাঙ্ক নিয়ন্ত্রক রেপো রেট অপরিবর্তিত রেখেছে। গত ৬ ডিসেম্বরের ঘোষণা অনুযায়ী রেপো ৬.৫০ শতাংশ রাখা হয়েছে। তবে ক্যাশ রিজার্ভ রেশিও (CRR) পঞ্চাশ বেসিস পয়েন্ট কমিয়ে আনার কথাও বলা হয়েছে।
পলিসির হাইলাইটস:
১- ক্যাশ রিজার্ভ রেশিও : ৪.৫% থেকে কমে ৪%।
২- রেপো : ৬.৫০%, কোনও বদল নেই।
৩- জিডিপি : গ্রোথ প্রোজেকশন ৭.২% থেকে কমে ৬.৬% আর্থিক বর্ষ ২০২৫ সালের জন্য।
৪- মুদ্রাস্ফীতি : আর্থিক বর্ষ ২০২৫ সালের জন্য ৪.৮%, আগের ৪.৫% থেকে বাড়িয়ে।
মার্কেটের বিভিন্ন বক্তব্য অনুযায়ী, আগামিদিনে ইনফ্লেশন চড়া থাকার সম্ভাবনা রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃপক্ষকে নতুনভাবে চ্যালেঞ্জ করবে। বিশ্বের সার্বিক ট্রেন্ড এখানে খুব প্রাসঙ্গিক হিসাবে গণ্য হবে। ভবিষ্যতে এখনই রেট কাট যে হবেই, তার স্থিরতা নেই। তবে বাজারের একটি বড় অংশ রেট কমানোর পক্ষে জোরে সওয়াল করছে। ইনভেস্টরদের লক্ষ্য, বন্ড মার্কেটের তরফ থেকে যথাযথ রিটার্ন পাওয়া আগামি কয়েকটি কোয়ার্টারে।
মিউল অ্যাকাউন্ট সম্বন্ধে সতর্কতা
রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃপক্ষ ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারদের ‘মিউল অ্যাকাউন্ট’ সম্বন্ধে বিশেষভাবে জানিয়েছেন। সতর্কবার্তার নির্যাস: কোনও গ্রাহক যেন অপর কোনও ব্যক্তি বা সংস্থাকে নিজের অ্যাকাউন্ট ব্যবহার না করতে দেন। মানি লন্ডারিং সংক্রান্ত কার্যকলাপ থেকে বিরত থাকার উপর জোর দিয়েছেন নিয়ন্ত্রক। এও জানা গিয়েছে যে, রিজার্ভ ব্যাঙ্ক কৃত্রিম মেধার সাহায্যে মিউল অ্যাকাউন্ড চিহ্নিত করার চেষ্টা করছেন। বিভিন্ন ব্যাঙ্কের সহযোগিতায় ‘MuleHunter.AI’–এই প্রচেষ্টার মাধ্যমে আর্থিক ফ্রড কমানোর কথা বলা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.