প্রতীকী ছবি
এনএফও তথা নিউ ফান্ড অফার নিয়ে লগ্নিকারীদের মধ্যে উৎসাহের অন্ত নেই। ম্যানুফ্যাকচারিংয়ের ভিত্তিতে এরকমই নিউ ফান্ড অফার নিয়ে এসেছে এলআইসি মিউচুয়াল। এ নিয়ে আগ্রহ বাড়ছে। তবে তাছাড়াও ম্যানুফ্যাকচারিং-সহ আরও নানা চর্চিত স্টকে বিনিয়োগের ক্ষেত্র আরও প্রসারিত হবে বলে জানাচ্ছেন ট্রেড পণ্ডিতরা। বাজারের লেটেস্ট হাল-হকিকত জানালেন নীলাঞ্জন দে
এলআইসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির নতুন প্রস্তাব ম্যানুফ্যাকচারিং ফান্ড অতি সম্প্রতি খুলেছে প্রাথমিক লগ্নির জন্য। এনএফও বা নিউ ফান্ড অফারের তালিকায় এলআইসি মিউচুয়ালের সর্বশেষ সংযোজনের মূল লক্ষ্য দীর্ঘমেয়াদী ক্যাপিটাল গ্রোথ, যা সংশ্লিষ্ট ফান্ড ম্যানেজার আনতে চান প্রধানত ইক্যুইটিতে বিনিয়োগ করে। ‘ভেরি হাই’ রিস্ক গোত্রের প্রকল্পটি গত ২০ সেপ্টেম্বর বাজারে চলে এসেছে।
ম্যানুফ্যাকচারিং সেক্টর ইদানিং খবরের শিরোনামে এসেছে নানা কারণে। সহায়ক সরকারি নীতির উপর ভর করে একাধিক ছোটবড় সংস্থা তাদের পণ্যবস্তু নির্মাণ ব্যবসার সম্প্রসারণ করতে পারছে। দেশের অভ্যন্তরীণ চাহিদা তথা রপ্তানি করার সুযোগ, দুই-ই বাড়ছে এই সমস্ত শিল্পের জন্য। অটোমোবাইল, ক্যাপিটাল গুডস, ইঞ্জিনীয়ারিং, টেক্সটাইলস, ইলেকট্রনিক্স ছাড়াও অন্যান্য পণ্য প্রস্তুতকারী ইন্ডাস্ট্রি এই পরিস্থিতিতে ভালো করবে বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ। ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে ভারতীয় সংস্থা আরও উন্নতি করবে সার্বিকভাবে, তাঁদের অভিমত। ইনভেস্টরদেরও আগ্রহ ক্রমশ বাড়ছে ম্যানুফ্যাকচারিং স্টকে, এমনও বোঝা যাচ্ছে।
এলআইসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কর্তৃপক্ষ কী বলছেন?
১. একগুচ্ছ ভিন্ন ভিন্ন মাপের সেগমেন্টের অন্তর্ভুক্তি নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন বিনিয়োগকারীরা।
২. কোনও মার্কেট ক্যাপ সম্বন্ধে বিশেষ পক্ষপাত দেখানো হবে না।
৩. গ্রোথ এবং ভ্যালু, এই দুই স্ট্র্যাটেজির সমন্বয় দেখা যাবে এই ফান্ডের পোর্টফোলিওর মধ্যে।
৪. নূন্যতম ৮০% অ্যাসেট দেওয়া হবে ইক্যুইটিতে, তা সর্বোচ্চ ১০০% হতে পারে পরিস্থিতি বুঝে।
৫. ফান্ডের প্রাথমিক বেঞ্চমার্ক : Nifty India Manufacturing Total Return Index.
৬. নূন্যতম লগ্নির পরিমাণ : এনএফও চলাকালীন ৫,০০০ টাকা মিনিমাম অ্যাপ্লিকেশন হিসাবে ধার্য করা হয়েছে।
৭. সিপের নূন্যতম পরিমাণ :
৮. ডেইলি সিপ : ৩০০ টাকা
৯. মান্থলি সিপ : ১,০০০ টাকা
১০. কোয়ার্টারলি সিপ : ৩,০০০ টাকা
এক্সিট লোড সংক্রান্ত নিয়ম:
(ক) যদি অ্যালটমেন্টের তিন মাসের মধ্যে (অর্থাৎ ৯০দিন) রিডিম করেন অথবা সুইচ করেন, তাহলে লোড দিতে হবে। তবে ইউনিটের ১২% পর্যন্ত লোড নেওয়া হবে না। এক শতাংশ লোড নেওয়া হবে ১২% ইউনিটের বেশি হলে।
(খ) যদি ইনভেস্টর ৯০ দিন পর রিডেম্পশন নেন অথবা সুইচ করেন, তাহলে কোনও লোড দিতে হবে না।
বেঞ্চমার্ক ইনডেক্স: Nifty India Manufacturing Index
তিনটি বিশেষ সূচক থেকে এই ইনডেক্সের স্টকগুলো বেছে নেওয়া হয়। এই তিন সূচক : Nifty 100, Nifty Midcap 150 এবং Nifty Small Cap 50.
প্রধান সেক্টর যেগুলো এই সূচকের সঙ্গে ‘কভার’ করা হয়েছে :
(ক) অটো/অটো কম্পোনেন্টস : ৩১%
(খ) ক্যাপিটাল গুডস : ১৯%
(গ) হেলথকেয়ার : ১৬ %
(ঘ) মেটালস/মাইনিং : ১২%
(ঙ) অয়েল/গ্যাস : ৯%
প্রথম দশটি ম্যানুফ্যাকচারিং স্টক
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.