Advertisement
Advertisement

Breaking News

Personal Finance

এলআইসি আইপিওতে লগ্নি করবেন? নজর রাখুন এই বিষয়গুলিতে

কী কী সুবিধা পেতে পারেন লগ্নিকারীরা?

Things to know about LIC IPO | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:February 21, 2022 4:11 pm
  • Updated:February 21, 2022 4:11 pm  

এলআইসির ড্রাফট ডকুমেন্ট প্রকাশিত হয়েছে। আগ্রহী লগ্নিকারীরা কোন কোন দিকে নজর রাখবেন, কী কী সুবিধা পেতে পারেন, সেই সমস্ত জরুরি তথ্যের সংকলন করল টিম সঞ্চয়

এলআইসি-র ড্রাফট ডকুমেন্ট, প্রত্যাশিতভাবেই ফাইল করা হয়েছে, গত সপ্তাহের শেষে সেবি (SEBI) তা প্রকাশও করেছে। আর আর সঙ্গেই ইতি টেনেছে যাবতীয় চিন্তাভাবনার-ভ্যালুয়েশন কী ধরনের হওয়া সম্ভব, সাধারণ বিনিয়োগকারীর জন্য কী নিয়ম হবে, কীভাবে সব কিছু সামলে দেশের বৃহত্তম বিমা কোম্পানি তার শেয়ার লিস্ট করবে। স্বাভাবিকভাবেই অফার ডকুমেন্টটি একটি তথ্যের খনি, লগ্নিকারীদের জন্য তার মধ্যে থেকে কিছু মূল্যবান মণিমাণিক্য তুলে আনা হল।

Advertisement

মোট অফার : ৩১৬,২৪৯,৮৮৫ ইকুইটি শেয়ার
মোট দুই ধরনের রিজার্ভেশন : এমপ্লয়িদের জন্য
পলিসি হোল্ডারদের জন্য

রিজার্ভেশন : ৫ শতাংশের বেশি নয় (পোস্ট অফার) পলিসি হোল্ডারদের ক্ষেত্রে
ফেস ভ্যালু : প্রতি শেয়ার ১০ টাকা
অ্যালটমেন্ট লট : ন্যূনতম একটি শেয়ার

[আরও পড়ুন: বাড়ির নিরাপত্তা নিয়ে গাফিলতি নয়, হোম ইনসিওরেন্সই দিতে পারে সুরক্ষা]

-সাধারণভাবে যাঁরা ‘এলিজেবল’ (গ্রাহক বা কর্মী) তাঁদের ‘বিড অ্যামাউন্ট’ দুই লক্ষ টাকার বেশি হবে না। তাঁদের ডিম্যাট অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে। স্বাভাবিকভাবে, কোনও লক-ইন নেই। মানে, অ্যালটমেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে বিক্রি করা যাবে।

-জয়েন্ট বিড হলে, প্রথম বিডার যেন ‘এলিজেবল’ হন। মনে করুন, আপনার স্ত্রী /স্বামীর সঙ্গে জয়েন্ট লাইফ পলিসি করা আছে এবং ইসু্যর জন্য অ্যাপ্লাই করতে চান। কেবল একজনই করতে পারবেন, অফার ডকুমেন্টে নির্দিষ্টভাবে জানানো হয়েছে।

-প্রথম অ্যাপ্লিক্যান্টের প্যান নাম্বার যেন পলিসি রেকর্ডে ‘আপডেট’ করানো থাকে। ডিম্যাট অ্যাকাউন্টে (যদি জয়েন্ট হয়) যেন তাঁরই প্রথম নামটি হয়।

-মনে করুন, আপনার মাইনর বাচ্চার পলিসির জন্য আপনিই ‘প্রপোজার’। সেক্ষেত্রে যেহেতু আপনি পলিসির মালিক বলে গণ্য, আপনি এলিজিবল হবেন এই ইসু্যর রিজার্ভেশনে।

-মনে করুন, আপনি মৃত স্বামী/স্ত্রীর (যিনি পলিসিহোল্ডার ছিলেন) জীবন বিমার জন্য অ্যানুইটি পাচ্ছেন। আপনি কিন্তু এলিজিবল হবেন না, কারণ এখানে আপনি ‘বেনিফিসিয়ারি’ মাত্র।

[আরও পড়ুন: চাঁদিতেই চাঁদমারি, রুপোতে লগ্নি দেখাতে পারে লাভের মুখ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement