প্রতীকী ছবি
তিন কুড়ি পেরিয়েছেন মানেই কি জীবন শেষ? আজ্ঞে না! যাপনের আসল আনন্দ উপভোগ করার সময় তো এখনই। পরিকল্পনা এতদিন ধরে যা করেছেন, এখন সময় তারই সুফল কুড়িয়ে নেওয়ার। লিখছেন অরূপ দাশগুপ্ত
অবসরেও থাকুন সেরা ফর্মে। হন ‘গ্রে অ্যান্ড গর্জাস’! এক সময় দেশের একটি বিখ্যাত সাবান প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনী ‘জিঙ্গল’ছিল এই লাইনটি। বোঝাই যাচ্ছে, লাইনটি ‘সিনিয়র সিটিজেন’দের উদ্দেশ্য করে তৈরি। ভারতীয় জনসংখ্যার প্রায় ১১ শতাংশই এই শ্রেণিভুক্ত। অর্থাৎ ষাট বা ষাটোর্ধ্ব। তবে বয়স তিন কুড়ি পেরিয়েছে মানেই যে জীবনসায়াহ্নে এসে দাঁড়িয়েছেন, এই ধারণা বস্তাপচা। বরং ‘ট্রেন্ডিং’হাওয়া হল, জীবন এই তো সবে শুরু!
তবে একটা কথা ভুললে চলবে না। বয়স কুড়ি-তিরিশের কোঠায় থাকলে যেভাবে ফিনান্সিয়াল প্ল্যানিং করা হয়, তার সঙ্গে ষাট পেরোলে করা পরিকল্পনার মিল না থাকাটাই বাঞ্ছনীয়। কারণ, বয়সভেদে চাহিদারও ফারাক হয়। তাই সময় থাকতে থাকতে যখন অবসর-পরিকল্পনা করবেন, স্বাস্থ্যবিমা প্রভৃতি করবেন, তখন কিছু জিনিস তালিকায় যেন অবশ্যই থাকে।
মনে রাখবেন, নিজের জন্য সেরা স্বাস্থ্যবিমা পলিসি বেছে নিতে হলে কয়েকটি শর্তপূরণ অনস্বীকার্য। যেমন–
ক) প্রি এবং পোস্ট হসপিটালাইজেশন এক্সপেন্সেস কভারেজ।
খ) হসপিটাল রুম রেন্ট
গ) ডে কেয়ার প্রসিডিওর
ঘ) একাধিক রোগ-ব্যাধি যেন কভারেজের তালিকাভুক্ত থাকে।
ঙ) ডমিসিলিয়ারি ট্রিটমেন্ট
চ) অ্যাম্বুল্যান্স পরিষেবা
ছ) নির্দিষ্ট ব্যবধানে বিনামূল্যে হেলথ চেক আপ
জ) অলটারনেটিভ তথা বিকল্প চিকিৎসার ব্যবস্থা
ঝ) অ্যাড অন কভারস
ঞ) ক্যাশলেস ক্লেম প্রসেস এবং হসপিটাল নেটওয়ার্ক।
বর্তমানে হেলথ ইনসিওরেন্স পলিসিতে ‘পোর্টেবিলিটি’ বৈশিষ্ট্য থাকে। এর সুবিধা নিতে ভুলবেন না। এছাড়াও ফ্যামিলি ফ্লোটার পলিসিতে নিজের জীবনসঙ্গীর নাম নথিভুক্ত অবশ্যই করবেন।
একইসঙ্গে দেখে নেবেন, নিচের বৈশিষ্ট্যগুলো আপনার বেছে নেওয়া পলিসিতে আছে কি না।
১. ইনিশিয়াল ওয়েটিং পিরিয়ড (নম্বর অফ কভার ডে’জ)
২. ডিজিজ স্পেসিফিক ওয়েটিং পিরিয়ড
৩. বিলস কভারড
৪. কো-পেমেন্ট
৫. ডক্টর কনসালটেশন ফি
যদি সাশ্রয়ী প্যাকেজ খোঁজেন, অবশ্যই বেছে নিতে পারেন ‘আয়ুষ্মান ভারত প্রকল্প’ (কেন্দ্রীয় সরকারের প্রকল্প) অথবা ‘স্বাস্থ্য সাথী প্রকল্প’ (রাজ্য সরকারের প্রকল্প)।
অবসর-পরবর্তী জীবন সুখে-স্বাচ্ছন্দের কাটানোর জন্য ভালো পেনশন প্ল্যান থাকাটা খুব জরুরি। এক্ষেত্রে বিশ্বাসযোগ্য, বাজারে যথেষ্ট সুনাম আছে এমন সংস্থার প্ল্যান বেছে নিতে পারেন, যেমন আইসিআইসিআই প্রুডেনসিয়াল, এলআইসি কিংবা টাটা এআইএ প্রভৃতি। পেনশন প্ল্যানের নানা রকমফের আছে, আপনার কোনটা প্রয়োজন, বুঝে নিন। নিচে সবচেয়ে জনপ্রিয়, চার ধরনের বিকল্পের উল্লেখ রইল। বিশদে জানতে পেনশন বিশেষজ্ঞ বা পরামর্শদাতার সঙ্গে যোগাযোগ করুন।
১) সারাজীবনের জন্য পেনশন
২) জয়েন্ট লাইফ পেনশন
৩) ইনক্রিজিং পেনশন
৪) পেনশন উইথ রিটার্ন অফ পারচেজ প্রাইস
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.