প্রতীকী ছবি
সম্প্রতি পেশ হয়েছে বেশ কিছু ড্রাফট অফার ডকুমেন্ট। তার মধ্যে থেকে কয়েকটি বেছে এই তালিকা প্রস্তুত করা হল সঞ্চয়-এর পাঠকদের জন্য। ইনভেস্টররা নজর রাখুন।
এনবিএসএল লঞ্চ করল মানি (BHIM) 3.0-র ভারত ইন্টারফেস
BHIM 3.0 ব্যবহারকারীদের উন্নততর ফিচার, ব্যবসা ও ব্যাঙ্কগুলিকে নতুন প্রস্তাব জোগাবে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই)-র সম্পূর্ণ মালিকানাধীন সংস্থা এনপিসিআই BHIM সার্ভিসেস লিমিটেড (NBSL) লঞ্চ করল মানি (BHIM) 3.0-র জন্য ভারত ইন্টারফেস। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক্সিকিউটিভডিরেক্টর বিবেক দীপ এই অ্যাপ্লিকেশন ও পরিষেবা লঞ্চ করলেন এনপিসিআইয়ের নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান ও ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর অজয় কুমার চৌধুরী এবং ব্যাঙ্কিংও ফিনটেক শিল্পের বর্ষীয়ান নেতৃত্বের উপস্থিতিতে।
২০১৬ সালে প্রধানমন্ত্রীর হাতে লঞ্চ হওয়ার পর থেকে এটা BHIM 3.0-র তৃতীয় পরিবর্তন। নতুন BHIM 3.0 অ্যাপ ক্রেতাবান্ধব এবং আরও বিশ্লেষণমূলক অভিজ্ঞতা জোগায়।
BHIM 3.0 এখন দিচ্ছে:
১। আরও বেশি ভাষা- আরও ভালো নাগালের জন্য ১৫+ ভারতীয় ভাষায় পাওয়া যাচ্ছে।
২। দুর্বল ইন্টারনেটসম্পন্ন জায়গাতেও কাজ করে এমনকি মন্থর বা অস্থির নেটওয়ার্ক কানেকশনেও নির্ঝঞ্ঝাট লেনদেনের জন্য সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন করে তোলা হয়েছে।
৩। টাকার আরও ভালো ব্যবস্থাপনা-সহজে খরচের হিসাব রাখা, ব্যবস্থাপনা করা এবং ভাগাভাগি করে নেওয়ার উন্নততর উপায় জোগানো হচ্ছে।
ব্যবহারকারীদের জন্য বর্ধিত বৈশিষ্ট্যগুলি কী কী:
৪। খরচ ভাগাভাগি এবার থেকে ব্যবহারকারীরা বন্ধুবান্ধব পরিবার পরিজনের সঙ্গে নির্ঝঞ্ঝাটে বিল ভাগাভাগি করে নিতে পারবেন। বাইরে খাওয়াদাওয়া, ভাড়া দেওয়া অথবা দলবদ্ধভাবে কিছু কেনা সবকিছুর জন্যই BHIM অ্যাপ ব্যবহারকারীরা খরচ ভাগাভাগি করে নিতে পারবেন এবং সরাসরি পেমেন্ট করতে পারবেন সহজেই।
৫। ফ্যামিলি মোড এবার থেকে ব্যবহারকারীরা পরিবারের সদস্যদের যোগ করে নিতে পারবেন, ভাগাভাগি করা খরচের হিসাব রাখতে পারবেন এবং নির্দিষ্ট পেমেন্ট অ্যাসাইন করতে পারবেন। এই ফিচারের ফলে আরও ভালো করে আর্থিক পরিকল্পনা সম্ভব হবে, কারণ পরিবারগুলো তাদের খরচের সম্মিলিত চিত্র দেখতে পাবে।
৬। স্পেন্ডস অ্যানালিটিক্স- নতুন ড্যাশবোর্ড একজন ব্যবহারকারীর BHIM অ্যাপের মাধ্যমে করা মাসিক খরচের প্যাটার্ন সম্পর্কে বিশ্লেষণ জোগাবে। এই অ্যাপ নিজে থেকেই খরচগুলোকে আলাদা আলাদা বিভাগে ভাগ করে, ফলে ব্যবহারকারীরা জটিল স্প্রেডশিট ছাড়াই তাঁদের বাজেটের বিশ্লেষণ করতে পারবেন।
৭। অ্যাকশন নিডেড একটি বিল্ট-ইন টাস্ক অ্যাসিস্ট্যান্ট BHIM অ্যাপের সঙ্গে লিংক করা বকেয়া বিলগুলির কথা ব্যবহারকারীদের মনে করিয়ে দেবে, তাঁদের UPI Lite চালু করার প্রম্পট দেবে এবং সেই অ্যাপের ব্যালান্স কমে এলে সতর্ক করে দেবে। এতে ব্যবহারকারীদের নিজের আর্থিক কাজকর্মের নিয়ন্ত্রণে থাকা নিশ্চিত করা সম্ভব হয়।
সমস্ত প্ল্যাটফর্মে ধাপে ধাপে BHIM 3.0 দেওয়া হবে। আশা করা হচ্ছে সর্বত্র এটি পাওয়া যাবে ২০২৫ সালের এপ্রিল মাসের মধ্যেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.