Advertisement
Advertisement
Personal Finance

‘কদম কদম বাড়ায়ে যা…’, রকেট গতিতে উত্থান ডিফেন্স স্টকের

ডিফেন্স স্টকের রকেট গতিতে উত্থান সত্যিই মার্কেটের নজর কেড়েছে ইদানীং।

Things to know about defence stock

প্রতীকী ছবি

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:June 26, 2024 7:21 pm
  • Updated:June 26, 2024 7:21 pm

বাজার বিশেষজ্ঞরা একমত যে, দুরন্ত গতিতে এগোচ্ছে ডিফেন্স স্টক। এমনিতেই বাজেটে দেশের সুরক্ষা খাতে বরাদ্দ বাড়াচ্ছে সরকার। তার উপর জানা যাচ্ছে, এই সেক্টরের স্টকের নতুন ভ‌্যালুয়েশনেরও সুযোগ রয়েছে। বিস্তারিত ব‌্যাখ‌্যায় টিম সঞ্চয়

সামরিক ক্ষেত্রে লগ্নির ব‌্যাপারে সাধারণ লগ্নিকারীরা যে ঠিক কতখানি উৎসাহী, তা আগেই সক্রিয়ভাবে দেখিয়ে দিয়েছিল HDFC Mutual Fund-এর অন্তর্গত ডিফেন্স ফান্ড। ডিফেন্স স্টকের রকেট গতিতে উত্থান সত্যিই মার্কেটের নজর কেড়েছে ইদানীং। গত কয়েক কোয়ার্টার ধরেই সামরিক ক্ষেত্রে বিনিয়োগ এসেছে প্রচুর, সরকারী নীতির উপর নির্ভর করে সাধারণ লগ্নিকারী হাত খুলে অ‌্যালোকেশন দিয়েছেন। দ্রুত বেড়েছে একগুচ্ছ স্টক, হিন্দুস্তান এ‌্যারোনটিক্স থেকে শুরু করে গার্ডেন রিচ শিপবিল্ডার্স, নতুন রেকর্ড তৈরি হতে সময় লাগেনি। তবে ডিফেন্স সেক্টরে স্টকের সংখ‌্যা তুলনায় অল্প – এও জেনে গিয়েছেন বিনিয়োগকারীরা।

Advertisement

পেশাদাররা বলেন, স্টকের সংখ‌্যা রাতারাতি বাড়বে না। কিন্তু এখনও নতুন ভ‌্যালুয়েশনের সুযোগ আছে। সামরিক ক্ষেত্রে নতুন সংস্কার এনেছেন সরকার, দেশের সুরক্ষা খাতে বাজেটের বড় অংশ খরচ হচ্ছে, আমদানি কমিয়ে দেশজ পণ্যের ব‌্যবহার বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে নীতি পরিবর্তন করে।

Advertisement

[আরও পড়ুন: ইটিএফ ও মিউচুয়াল ফান্ডে ইনডেক্সের ব্যবহার, কীভাবে ঝুঁকি মেপে, লগ্নি করবেন?

এই পরিস্থিতিতে নতুন হাওয়া বইয়ে দিতে চলেছে মোতিলাল অসওয়ালের ডিফেন্স ইনডেক্স ভিত্তিক নিউ ফান্ড অফার। কয়েকটি প্রাসঙ্গিক তথ‌্য, তার পর আরও কিছু জরুরি বিষয় নিয়ে আলোচনা।

১.নিফটি ইন্ডিয়া ডিফেন্স ইনডেক্স এখানে প্রধান প্রতিপাদ‌্য। নতুন প্রস্তাবিত ফান্ডটি এই সূচকটি অনুসরণ করবে।
২. এনএফওটি খোলা থাকবে ২৭ শে জুন পর্যন্ত।
৩. এক্সিট লোড : কেবল ১৫ দিনের জন‌্য। অর্থাৎ যদি ১৫ দিনের আগে কেউ রিডিম করেন, তাহলে ১% লোড ধার্য করা হবে।
৪. ইনডেক্স ফান্ডের ধর্ম অনুযায়ী, ফান্ড ম‌্যানেজার নিজের বেঞ্চমার্কটি কেবল মাত্র অনুসরণ করবেন, হারিয়ে দেওয়ার কোন প্রচেষ্টা থাকবে না।
৫. নূন্যতম লগ্নি : এনএফও এবং সিপ, দুক্ষেত্রেই অন্তত ৫০০ টাকা দিয়ে শুরু কতে পারেন।

নিফটি ইন্ডিয়া ডিফেন্স ইনডেক্স
প্রধান দশটি স্টক :-

সিপ রিটার্নস
যদি ইনডেক্সটিতে সিপ করতেন আপনি, কত রিটার্ন পেতে পারতেন আজ?

বিঃ দ্রঃ – ১) ৩১ শে মে, ২০২৪ অনুযায়ী।
২) প্রতি মাসের প্রথম ওয়ার্কিং ডে’তে ১০,০০০ টাকা লগ্নি করা হয়েছে।
৩) পুরনো পারফরম‌্যান্স আগামী দিনে না-ও আসতে পারে, এ কথা ভুললে চলবে না।
HDFC Defence Fund
গত বছর যাঁরা HDFC-র ডিফেন্স ফান্ডে লগ্নি করেছিলেন তাঁদের অভিজ্ঞতা খুব ভালো। অনেক লাভবান তাঁরা ইতিমধ্যেই হয়েছেন। রেগুলার প্ল‌্যান দেখলে বোঝা যাবে, গ্রোথ অপশনের নেট অ‌্যাসেট ভ‌্যালু এখনই ২১ টাকার উপর চলে গেছে। তবে, উল্লেখযোগ‌্যভাবে, HDFC-র ফান্ডটি অ‌্যাক্টিভ ম‌্যানেজমেন্টে বিশ্বাসী। এটি প‌্যাসিভ, অর্থাৎ ইনডেক্স-ধর্মী নয়।

[আরও পড়ুন: পোর্টফোলিওর মধ্যমণি করুন কোয়ান্টকে, জেনে নিন খুঁটিনাটি

ডিফেন্স সেক্টর ইমার্জিং ট্রেন্ড
১. সুরক্ষা খাতে মোটা খরচ, বড়মাপের পলিসি-নির্ভর পদক্ষেপ।
২. ডিফেন্সে খরচ করলে অর্থনীতির নানা অংশে ইতিবাচক ফল দেখা যায়।
৩. বিদেশি সাপ্লায়ারদের উপর নির্ভরতা কমিয়ে দেশি সংস্থাকে অর্ডারের বরাত, তাতে ইমপোর্ট বিল কমবে।
৪. ভারতীয় ডিফেন্স রফতানি গত পাঁচ বছরে ৩০০% বেশি বেড়েছে। এখন আমরা ৭৫টির বেশি দেশে রফতানি করি। তালিকায় আছে
– ইউটিলিটি এয়ারক্রাফট, আর্টিলারি গান, ব্রাহ্মস মিসাইল

নতুন সরকারের ডিফেন্স
নীতি একই থাকবে, এমনই বিশ্বাস করেন বাজারে অনেকেই। পাঁচ বছরের এক্সপোর্ট টার্গেট ইতিমধ্যে ঘোষিত হয়েছে, গত কয়েকদিন ধরেই বিশেষ কিছু স্টকের দাম বেড়েছে। উদাহরণ হিসাবে Paras Defence and Space Technologies-এর কথা বলা চলে। তবে বিনা পক্ষপাতে চিহ্নিত করা নামটির বিষয়ে যেন পাঠক আলাদাভাবে পেশাদারের পরামর্শ নিয়ে নেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ