Advertisement
Advertisement

Breaking News

Personal Finance

খবরের শিরোনামে নতুন এক ইনডেক্স, জেনে নিন অটোমোবাইল সেক্টর সম্পর্কে

প্রায় ৬৮% স্টকই এই শ্রেণির বলে জানা যাচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূত্রে।

Things to know about automobile industry

প্রতীকী ছবি

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:September 25, 2024 4:41 pm
  • Updated:September 25, 2024 4:41 pm  

বিশেষজ্ঞরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, ইভি তথা ইলেকট্রিক ভেহিক‌্যালসই হল অটোমোবাইল সেক্টরের ভবিষ‌্যৎ। সেই নিয়েই বাজারে পা রেখেছে নতুন একটি ইনডেক্স। তথ‌্য সংকলনে টিম সঞ্চয়

বাজারে খবরের শিরোনামে নতুন এক ইনডেক্স Nifty EV & New Age Automative। দেশের ক্রমবর্ধমান ইভি (ইলেকট্রিক ভেহিক‌্যালস) দুনিয়ায় পা রাখছে যে সংস্থাগুলোর তাদের মধ্যে থেকে বেছে নেওয়া কিছু স্টক দিয়ে গঠিত এই সূচকটি। ‘নিউ এজ’ বলে চিহ্নিত করা সেক্টরটি এবং তারই সঙ্গে সংশ্লিষ্ট প্রযুক্তি কোম্পানিগুলো, এরই মধ্যে অগ্রণী ভূমিকায় দেখা যাবে বলে বিশ্বাস অনেকের। আজ খুঁটিয়ে দেখার চেষ্টায় এই বিশেষ প্রতিবেদন।

Advertisement

১. ইনডেক্সে কতগুলো স্টক: ৩৩
২. কবে শুরু হয়েছে: মে ৩০, ২০২৪
৩. মূল ভাবনা: হাইব্রিড, হাইড্রোজেন ফুয়েল-নির্ভর যানবাহন, বা ‘গ্রিন ভেহিক‌্যালস’ বলে পরিচিত, সেই সেগমেন্টের গ্রোথ ধরে নেওয়া। প্রথম পাঁচটি স্টক যেগুলো নতুন সূচকটিতে বড় ভূমিকায় থাকছে, সেগুলি হল :

টাটা মোটরস : ৯.৮৪%
বাজাজ অটো : ৮.৬১%
মারুতি সুজুকি : ৭.৮১%
এম অ‌্যান্ড এম : ৭.৩৬%
এল অ‌্যান্ড টি টেক : ৪.৫১%

বিশেষভাবে উল্লেখ করা যায় যে স্টকগুলো : Sona BLW Precision Forgings, Tata Elxsi, KPIT Technologies, Samvardhana Motherson International ইত‌্যাদি। এরই সঙ্গে বলা উচিত যে অটো/কম্পোনেন্টস শ্রেণির স্টকই এই সূচকের প্রধান উপকরণ। প্রায় ৬৮% স্টকই এই শ্রেণির বলে জানা যাচ্ছে ন‌্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূত্রে। নতুন সূচকের উপর নির্ভরশীল এক্সচেঞ্জ ট্রেন্ডেড ফান্ড ইতিমধ্যে এনেছেন মিরে অ‌্যাসেট কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে বলা উচিৎ যে তাঁরাই পথিকৃৎ, এখনও অন‌্য বড় মাপের ফান্ড হাউস বিশেষ কোন আগ্রহ দেখায়নি। তবে গ্রো আরও কয়েকটি নতুন সংস্থা এই ব‌্যাপারে আগ্রহী বলে বিশ্বাস।

Mirae Asset Nifty EV and New Age Automotive Exchange Traded Fund
১. নির্দিষ্টভাবে সূচকটিকে কেবল অনুসরণ করে এই ইটিএফ
২. উদ্দেশ‌্য: সূচকের সঙ্গে তাল মিলিয়ে চলা, ট্র‌্যাকিং এরর যথাসম্ভব এড়িয়ে যাওয়া।
৩. নূ‌ন্যতম বিনিয়োগ অঙ্ক: ৫,০০০/- টাকা
৪. এক্সিট লোড: নেই
৫. মিরে অ‌্যাসেটের বক্তব‌্য অনুযায়ী, দুভাবে ট্র‌্যানজাকশন করা সম্ভব এই ইটিএফটির জন‌্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement