ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সালটা ২০২১। দেশজুড়ে যখন করোনার দাপট ভয়াবহ আকার নিয়েছে। সেই দুর্ভিক্ষের বাজারে দালাল স্ট্রিট কাঁপিয়েছিল ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটোর আইপিও। শেয়ার বাজারে পা রেখেই বিনিয়োগকারীদের অর্থ দ্বিগুন করে দেয় এই সংস্থাটি। দালাল স্ট্রিটের ভাষায় যা হয়ে ওঠে ‘মাল্টিবাগার স্টক’। প্রায় ৩ বছর পর ফের শেয়ারবাজারে পা রাখতে চলেছে আরও এক জনপ্রিয় ফুড ডেলিভারি সংস্থা সুইগি। স্বাভাবিকভাবেই প্রত্যাশার পারদ চড়ছে এই আইপিওকে কেন্দ্র করে।
সংস্থার তরফে জানা যাচ্ছে, আইপিও-র মাধ্যমে বাজার থেকে ১১৩০০ কোটি টাকা তুলবে এই সংস্থা। এর মধ্যে ৪৫০০ কোটি টাকা সংগ্রহ করবে নতুন শেয়ার ইস্যু করার মাধ্যমে এবং বাকি ৬৮০০ কোটি টাকা সংগ্রহ করবে অগফার ফর সেলের মাধ্যমে। এই আইপিওর ইস্যু প্রাইস থাকছে ৩৯০ টাকা। সর্বনিম্ন একটি লটে থাকবে ৩৮টি শেয়ার অর্থাৎ রিটেলে একটি লটের জন্য দাম পড়বে ১৪৮২০ টাকা। পাশাপাশি স্মল এনআইআই ক্যাটাগরিতে ১৪টি (৫৩২ শেয়ার) লটের দাম পড়বে ২,০৭,৪৮০ টাকা। বিগ ক্যাটাগরিতে ৬৮টি (২,৫৮৪ শেয়ার) লটের দাম পড়বে ১০,০৭,৭৬০ টাকা।
আগামী ৬ নভেম্বর থেকে এই আইপিও-র জন্য আবেদন করতে পারবেন বিনিয়োগকারীরা। আবেদনের শেষ তারিখ ৯ নভেম্বর। ১১ নভেম্বর জানা যাবে এই আইপিওর জন্য আপনি মনোনিত হয়েছেন কিনা। না হলে ১২ নভেম্বর ফেরত দেওয়া হবে টাকা। আর মনোনীত হলে ওইদিনই আপনার ডিম্যাট অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে শেয়ার। এবং ১৩ নভেম্বর আনুষ্ঠানিকভাবে শেয়ার বাজারে পা রাখবে আইপিওটি।
তবে জোম্যাটোর সঙ্গে এই আইপিওর তুলনা করা হলেও সুইগিকে নিয়ে খুব একটা আশাবাদী নন বিশেষজ্ঞরা। রেকর্ড বলছে গত ৩ বছর ধরে লোকশানে চলছে সুইগি। শনিবারের গ্রে মার্কেট রিপোর্ট বলছে, ৩৯০ টাকার শেয়ার, বাজারে নামার পর এর দাম হতে পারে ৪১২ টাকা। অর্থাৎ শেয়ার পিছু ২২ টাকা। শতাংশের হিসেবে ৫.৬৪ শতাংশ। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে সেদিনের বাজার পরিস্থিতিও প্রভাব ফেলতে পারে শেয়ারে। সেক্ষেত্রে লাভের চেয়ে লোকসানের পথে ঘুরতে পারে কাঁটা। ফলে সবদিক বিচার বিবেচনা করে এই শেয়ারে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.