জীবনের প্রতিটি ক্ষেত্রেই নিরাপত্তার কদর অপরিহার্য। বাড়ি থেকে কেরিয়ার, স্বাস্থ্য থেকে ভ্রমণ–সব কিছুই নিরাপদ হোক, বাধা-বিপত্তিহীন হোক, সুচারু হোক, এটাই সকলে চান। উপার্জনের নিরাপত্তাও তাহলে বাদ যায় কেন! বিমার বাজারে এমন অনেক প্ল্যান পাবেন, যা ‘ইনকাম প্রোটেকশন’ দিতে সক্ষম বলে ঘোষণা করেছে। তারা ঠিক কী কী সুবিধা দিতে সক্ষম, আর তাতে কীভাবেই বা উপকৃত হতে পারেন সাধারণ গ্রাহক, বিশ্লেষণ করলেন নীলাঞ্জন দে
‘ইনকাম প্রোটেকশন’ তথা উপার্জনের নিরাপত্তা দিচ্ছে, এমন বেশ কিছু প্ল্যান বিমার বাজারে পাবেন গ্রাহক। ইনসিওরেন্স সেক্টরের সঙ্গে জড়িত আধিকারিকরা প্রোটেকশন নিয়ে জোরালো বক্তব্য রাখতে চান আগামিদিনের কাস্টমারদের জন্য। এবারের আলোচনা মূলত তাই নিয়ে। গ্রাহকের উপার্জন যাতে সুরক্ষিত থাকে, যাতে পরিবারের কিছুটা সুরাহা হয়, বিমা (Insurance) সংস্থার এমনই উদ্দেশ্য। এই শ্রেণির প্ল্যানে একাধিক বেনিফিট দেওয়াও সম্ভব, তাই গ্রাহকদের কাছে এগুলো যথেষ্ট গ্রহণযোগ্য বিমা প্রকল্প হিসাবে। বিশদে বলার আগে দৃষ্টান্ত হিসাবে দুটি প্রকল্পের কথা বলা যায় – কোনও পক্ষপাত ছাড়াই।
l ICICI Prudential iProtect
Smart Plan
l SBI Life eShield Next
প্রথমটির ক্ষেত্রে লাইফ কভারের সঙ্গে কিছু রাইডার নেওয়া যেতে পারে (যেমন ক্রিটিকাল ইলনেসের জন্য)। আগামিদিনে ‘ইনফ্লেশন’ অথবা মুদ্রাস্ফীতি থাকবেই। তারই মধ্যে ‘কোয়ালিটি অফ লাইফে’ যাতে বেশি তারতম্য না হয়, তা নিশ্চিত করতে চাইবেন মানুষ। উল্লেখ্য, তিরিশটির বেশি অসুখের জন্য কভারেজ থাকতে পারে। সংস্থার মতে ডায়াগনসিস রিপোর্টের ভিত্তিতেই বিমা প্রক্রিয়া সম্পন্ন করা যাবে (শর্তাধীনভাবে) গ্রাহক একাধিক ভাবে পেআউট করতে পারেন। লাম্পসাম অপশন এগুলির মধ্যে সর্বাধিক জনপ্রিয় বলে গণ্য। এছাড়াও অ্যাক্সিডেন্টাল কভারের জন্য আলাদা সুবিধা নেওয়া যেতে পারে।
দ্বিতীয়টির ক্ষেত্রেও একাধিক রাইডারের বিকল্প আছে। স্পাউসের জন্য আলাদা বেনিফিট নেওয়া যেতে পারে বলে সংশ্লিষ্ট সংস্থা জানাচ্ছে। সব ‘অপশন’-এর মধ্যেই ‘টার্মিনাল ইলনেস বেনিফিট’ থাকতে পারে। গ্রাহক যদি চান তাহলে এককালীন প্রিমিয়াম দিতে পারেন। এছাড়াও লিমিটেড পিরিয়ডের জন্য পেমেন্ট করতে পারেন তিনি।
উদ্দেশ্য যাই হোক, প্রোটেকশন গোত্রের পলিসির আলাদা এক প্রয়োজনীয়তা আছে এই যুগে, এমনই বলে থাকেন বিমা ইন্ডাস্ট্রির বিশেজ্ঞরা। তাঁরা এ-ও জানাচ্ছেন যে গ্রাহকরা যেন সমস্ত বিষয়ে অবগত থাকেন, সব দরকারি শর্তগুলি বুঝে নেন। ডেথ বেনিফিট কী হতে পারে, অসুস্থতার হেতু কী বেনিফিট পাওয়া যাবে, অন্য কোন রাইডারের ক্ষেত্রে কী সুযোগ পাওয়া সম্ভব, এই সবই যেন গ্রাহকদের জানা থাকে।
ভারতী অ্যাক্সা-র প্রোটেকশন প্ল্যানও উদাহরণ হিসাবে দেখা যেতে পারে। যে প্রকল্পটির কথা বলছি তা হল ‘ফ্লেক্সি টার্ম প্রো’। দুটি প্রিমিয়াম সংক্রান্ত বৈশিষ্ট্যের কথাই ধরা যাক।
l With Return of Premium
l Without Return of Premium
দ্বিতীয় অপশনে, গ্রাহকের জন্য সিঙ্গল লাইফ কভারের বিকল্প দেবে ভারতী অ্যাক্সা। অবশ্য জয়েন্ট লাইফ কভারও নেওয়া যাবে। প্রধানত, সব মিলিয়ে Flexi Term Pro-কে একটি নন-লিঙ্কড, নন-পার্টিসিপেটিং পিওর রিস্ক পলিসি হিসাবে গণ্য করা যেতে পারে। যদি কেউ ‘হোল লাইফ’ কভার চান, তাও পাবেন তিনি। সেক্ষেত্রে ৯৯ বছর বয়স পর্যন্ত সুবিধা পাওয়া যাবে।
ডেথ বেনিফিটের তিন শ্রেণি
শুরুতেই বিমা সংস্থা চাইছেন যে পলিসিহোল্ডার যেন যে কোনও একটি অপশন বেছে নেন।
l লাম্পসাম: এখানে ডেথ বেনিফিটের ১০০ শতাংশই দেওয়া হবে পলিসি হোল্ডারের মৃতু্য হলে।
l মান্থলি ইনকাম: প্রতি মাসে সাম অ্যাসুয়র্ডের ১.০৪ শতাংশ দেওয়া হবে দশ বছর ধরে। অর্থাৎ ১২০ টি ইনস্টলমেন্টে পাবেন।
l লাম্পসাম প্লাস মান্থলি ইনকাম: এখানে অাগের দুটি অপশনের মিশ্রণ। ডেথ বেনিফিটের অর্ধেক, ৫০ শতাংশ, পাবেন মৃতু্যর সঙ্গে সঙ্গে। বাকি অর্ধেক প্রতি মাসে ০.৯৩ শতাংশ হারে পাওয়া যাবে পাঁচ বছর ধরে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.