Advertisement
Advertisement

Breaking News

Personal Finance

শুধু অবসর নয়, নিন ‘স্মার্ট’ অবসর

বেছে নিতে পারেন এসবিআই লাইফ ইনসিওরেন্সের ‘রিটায়ার স্মার্ট’।

Plan for a better future with this pension plan | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:May 15, 2023 5:18 pm
  • Updated:May 15, 2023 5:18 pm

হয়ে যবে উপার্জন বন্ধ হবে, তবে অবসর জীবন নিয়ে ভাবব-এই মনোভাব থাকলে এখনই সতর্ক হোন। বেছে নিতে পারেন এসবিআই লাইফ ইনসিওরেন্সের ‘রিটায়ার স্মার্ট’। কেন? তারই উত্তর সংকলন করল টিম সঞ্চয়

 

Advertisement

সবিআই লাইফ ইনসিওরেন্সের ‘রিটায়ার স্মার্ট’ এবার আমাদের কলমের প্রধান আকর্ষণ। নিজেদের পেনশনের প্ল‌্যান যাঁরা করেন, তাঁদের জন‌্য এমন বিমার প্রয়োজনীয়তা থাকতে পারে। অবসরের পর, মার্কেটে অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে, রিটায়ারমেন্টের জন‌্য পরিকল্পনার বিকল্প নেই। SBI Life-এর এই প্রোডাক্ট সেই আঙ্গিকেই দেখা দরকার। যখন অ‌্যাক্টিভ ইনকাম বন্ধ হয়ে যাবে, তখনকার কথা ভেবে অনেক মধ‌্যবয়সী ইনভেস্টর এই ধরনের প্ল‌্যান খুঁজছেন বলে জানা যাচ্ছে।

বৈশিষ্ট‌্য:
# ইউনিট লিঙ্কড প্ল‌্যান
# নন-পার্টিসিপেটিং
উদ্দেশ‌্য : পেনশনের বন্দোবস্ত করা

কেন কিনবেন ইনভেস্টর?
SBI Life-এর মতে সন্ধানী লগ্নিকারী নিজের রিটায়ারমেন্ট কর্পাস তৈরি করে রাখতে চাইবেন। যদি যথেষ্ট আগে তা করা তিনি শুরু করেন, তাহলে সুবিধাও তাড়াতাড়ি পাবেন। এর রিটার্ন মার্কেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকবে। তবে গ‌্যারান্টিড ম‌্যাচুরিটি বেনিফিট থাকবে-তা নিয়ে নির্দিষ্টভাবে জেনে নেওয়া দরকার গোড়াতেই। শর্তাধীনভাবে গ‌্যারান্টিড অ‌্যাডিশন থাকতে পারে, ২১০ শতাংশ পর্যন্ত (অ‌্যানুয়াল প্রিমিয়ামের) তা হওয়া সম্ভব।

[আরও পড়ুন: স্টক ব্যবহার করে লোন নেবেন? জেনে নিন পদ্ধতি]

প্রিমিয়াম কীভাবে কষে নিতে হবে তা জানতে সংস্থার সঙ্গে যোগাযোগ করা দরকার। প্রিমিয়াম ক‌্যালকুলেটর ব‌্যবহার করতে পারেন বিনিয়োগকারী। পলিসি টার্ম, অ‌্যানুইটির বিকল্প, প্রিমিয়ামের ফ্রিকোয়েন্সি ইত‌্যাদি জরুরি শর্ত প্রথমেই অালোচনা করে নিতে হবে বলে বিমা বিশেষজ্ঞরা বলেন। মনে রাখা দরকার, প্রথম পাঁচ বছরে কোনও লিকুইডিটি আশা করা উচিত নয়। পলিসি হোল্ডাররা এই সময়ের মধ্যে নিজেদের পলিসি সারেন্ডার করতে পারবেন না, এবং কোনও টাকা উইথড্র-ও করতে পারবেন না। যেহেতু এটি মূলত পেনশন প্ল‌্যান, সেহেতু অ‌্যানুইটির উপর গ্রাহকের নজর থাকবে বলে মনে করা হচ্ছে।

অন‌্যদিকে একই সংস্থার রিটায়ার স্মার্ট প্লাস সম্বন্ধে বলতে গেলে প্রথমেই এটির নানাবিধ ফান্ড অপশন নিয়ে বলা প্রয়োজন। সাত ধরনের বিকল্প আছে, গ্রাহক বেছে নিতে পারেন। ফ্রি সুইচ করা যেতে পারে প্রয়োজন মাফিক। প্রসঙ্গত, অ‌্যানুইটি হতে পারে দুই ধরনের-ইমিডিয়েট এবং ডেফার্ড। দরকার মতো তা বেছে নেবেন লগ্নিকারী। সেই কৌশল তার রিটায়ারমেন্ট পরিকল্পনার সঙ্গে সাযুজ‌্য রেখেই করা উচিত।

[আরও পড়ুন: লগ্নিতেই লক্ষ্মীলাভ, রইল ডেট ফান্ডের খুঁটিনাটি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement