Advertisement
Advertisement

Breaking News

Personal Finance

বিমা থেকে ডিপোজিট, অবশ্যই জানতে হবে এই তথ্যগুলো

ব্যাঙ্ক ডিপোজিটের সুরক্ষা নিয়ে প্রশ্নের শেষ নেই।

Personal Finance: This to know about insurance and deposit | Sangbad PratidinPersonal
Published by: Monishankar Choudhury
  • Posted:November 27, 2023 3:27 pm
  • Updated:November 27, 2023 3:27 pm  

ব‌্যাঙ্ক ডিপোজিটের সুরক্ষা নিয়ে প্রশ্নের শেষ নেই। কিন্তু যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সকলেরই মনে জাগে, সাধারণভাবে যার উত্তর পাওয়া যে কোনও লগ্নিকারীর হক, এই লেখায় রইল তারই সন্ধান। ডিসিআইজিসি-র তরফে লব্ধ তথ্যের ভিত্তিতে উত্তর সাজাল টিম সঞ্চয়

ব‌্যাঙ্কের আমানত কত খানি সুরক্ষিত? কোনওদিন যদি টাকা ফেরৎ পেতে অসুবিধা হয়, তাহলে কী করণীয়? ব‌্যাঙ্কের কাছে গচ্ছিত রাখা ডিপোজিট কি বিমার মাধ‌্যমে কভার করা? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে অনেকেই চান। আর উত্তর দিচ্ছেন DGIGC কর্তৃপক্ষ। সংস্থার পুরো নাম : Deposit Credit and Insurance Guarantee Corporation.

Advertisement

হ্যাঁ, শর্তাধীনভাবে আমানতে বিমার সংস্থান করা আছে। সেভিংস, ফিক্সড, কারেন্ট এবং রেকারিং ডিপোজিট কভারেজ পাবেন গ্রাহক। বিশেষ করে কমার্শিয়াল ব‌্যাঙ্কের জন‌্য তা বলবৎ। কো-অপারেটিভ ব‌্যাঙ্কের জন‌্যও তাই-ই। তবে প্রাইমারি কো-অপারেটিভ সোসাইটির ক্ষেত্রে এই নিয়ম চালু নেই। প্রত্যেক ডিপোজিটর পাঁচ লক্ষ‌ টাকা পর্যন্ত বিমার সুবিধা পাবেন, আমানত এবং সুদ সমেত। একটি ব্রাঞ্চে ছাড়াও যদি অন‌্য ব্রাঞ্চে আপনার টাকা আমানত হিসাবে থাকে, তাহলেও ওই পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আপনার বিমা সীমিত থাকবে। এই প্রসঙ্গে কিছু প্রশ্ন-উত্তর।

প্রশ্ন : বিভিন্ন ব‌্যাঙ্কে রাখা ডিপোজিট হলে কী হবে?
উত্তর : আপনার একাধিক ব‌্যাঙ্কে অ‌্যাকাউন্ট থাকতেই পারে। বিমার কভারেজের লিমিট আলাদাভাবে প্রতি ব‌্যাঙ্কের জন‌্য প্রযোজ‌্য।

[আরও পড়ুন: সুরক্ষার সঙ্গে ‘বোনাস’ এবং নজরকাড়া রিটার্ন, জেনে নিন ফান্ডের ফান্ডা]

প্রশ্ন : আমার দুটো ব‌্যাঙ্কে অ‌্যাকাউন্ট, দুটোই একই দিনে, একই সঙ্গে প্রশ্ন বন্ধ হল। কী হবে?
উত্তর : হ্যাঁ, আপনার টাকা আলাদা আলাদাভাবে বিমার আওতায় আছে। এখানে বন্ধ হওয়ার তারিখ বা সময় কোনও জরুরি শর্ত বলে গণ‌্য হবে না।

প্রশ্ন : বিমা সংক্রান্ত খরচ কে বহন করবে?
উত্তর : ইনসিওরেন্স প্রিমিয়াম দেওয়ার দায়িত্ব ব‌্যাঙ্কের, আপনার তাতে কোন ভূমিকা নেই। ডিপোজিট ইনসিওরেন্স আবশ্যিক, কোনও ব‌্যাঙ্ক এর আওতা থেকে বেরিয়ে আসতে পারে না।

প্রশ্ন : DICGC কি সরাসরি ডিপোজিটরদের সঙ্গে আলোচনা করে?
উত্তর : না, যদি ব‌্যাঙ্ক বন্ধ হয়ে যায়, তাহলে আমানতের তালিকা তৈরি করে DICGC-র কাছে পাঠানো হয় পরীক্ষার জন‌্য। সংস্থা এখন Liquidator-কে নির্দেশ দেয় বিমার টাকা দেওয়ার জন‌্য। যদি দুই ব‌্যাঙ্কের মার্জার/আমালগ‌্যামেশন হয়, তাহলে, প্রতিটি আমানতকারীর ক্ষেত্রে এই টাকা দেওয়া হয় Transferee Bank-কে।

[আরও পড়ুন: বিনিয়োগে কতটা ঝুঁকি নেবেন? রইল মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডের ফান্ডা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement