Advertisement
Advertisement

Breaking News

Personal Finance

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে ইচ্ছুক? রইল ফান্ডা

রইল চারটি সেরা ফান্ডের হদিশ।

Personal Finance: Things to know before investing in mutual funds | Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:December 14, 2023 4:34 pm
  • Updated:December 14, 2023 4:34 pm  

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে ইচ্ছুক? আপনার বাছাই করা ফান্ড, অন‌্যদের থেকে কীসে আলাদা, দেখে নিতে ভুলবেন না। বৈচিত্রে‌ এগিয়ে, বাজারের এমন চারটি সেরা ফান্ডের হদিশ দিচ্ছে টিম সঞ্চয়

মিউচুয়াল ফান্ডের পৃথিবীতে বৈচিত্রের অভাব নেই, নানা ধরনের প্রকল্পের সমাহারের কারণে বাছাই পর্বে অনেক সময় ভুল হওয়া অস্বাভাবিক নয়। স্রেফ বৈচিত্র‌ যদি নির্বাচনের মূলে থাকে, তাহলে কাজটা সহজ হয়ে যেতে পারে সাধারণ লগ্নিকারীর পক্ষে। আজ চারটি বিশেষ এবং ব‌্যতিক্রমী ফান্ডের কথা আলাদাভাবে উল্লেখ করছে টিম সঞ্চয়

Advertisement
  • Sundaram Services Fund
  • Invesco India PSU Equity Fund
  • UTI Core Equity Fund
  • Mirae Asset Great Consumer Fund

Sundaram Services Fund :

  • কেবল পরিষেবা যেখানে গণ‌্য, সেখানে বেশ কিছু সংখ‌্যক সার্ভিসেস থেকে স্টক বেছে নিয়েছেন ফান্ড ম‌্যানেজার। কোনও মার্কেট ক‌্যাপের সীমা এখানে প্রযোজ‌্য নয়।
  • বেঞ্চমার্ক ইনডেক্স : Nifty Service Sector Index
  • সাম্প্রতিক কালের হোল্ডিং : ICICI Bank, Bharti Airtel, HDFC Bank, Apollo Hospitals

লার্জ এবং স্মল ক‌্যাপের প্রাধান‌্য/ফিনান্স, হেলথকেয়ার, রিটেল, ট্রান্সপোর্ট এবং ইনফোটেকের দিকে নজর রেখেছেন ফান্ড ম‌্যানেজার। গত পাঁচ বছর প্রায় ২০% গ্রোথ পাওয়া গিয়েছে।     

  • Invesco India PSU Equity Fund: কেবল মাত্র সরকারি সংস্থার স্টকে লগ্নি করা হয়। উদ্দেশ‌্য একটি ডাইভারসিফায়েড পোর্টফোলিও গঠন করা। কোনওরকম মার্কেট ক‌্যাপ (অথবা সেক্টর) ‘বায়াস’ নেই কর্তৃপক্ষের।
  •  বেঞ্চমার্ক ইনডেক্স : S&P BSE PSU Index

[আরও পড়ুন: কতটা ঝুঁকি নিতে সক্ষম, বুঝে নিয়ে বিনিয়োগ করলেই মুঠোয় আসবে ‘লাভের কড়ি’]

সাম্প্রতিক কালের কিছু হোল্ডিং :
NTPC
State Bank of India
Bharat Electronic
Power Grid Corporation
Bank of Baroda

পাবলিক সেক্টরের মধ্যে সীমাবদ্ধ থাকলেও স্টকের বৈচিত্র‌ টান পড়বে না। বহুবিধ সরকারিভাবে পরিচালিত ব‌্যবসা ইদানীং ভাল লাভ করছে, পরিসর বাড়াচ্ছে। ডিফেন্স, ব‌্যাঙ্কিং, কমোডিটিজ ইত‌্যাদি সেগমেন্টে বিনিয়োগ ইনভেস্টরদের নতুন সুযোগ দেবে ভবিষ‌্যতে। 

UTI Core Equity Fund :

  •  লার্জ এবং মিড ক‌্যাপের সমষ্টি/কোনও বিশেষ সেক্টরের প্রতি পক্ষপাত নেই।
     
  • বেঞ্চমার্ক ইনডেক্স : Nifty Large Midcap250 Index

 সাম্প্রতিক কালের কিছু হোল্ডিং :
Federal Bank
Fortis Healthcare
Coromandel International
Max Financial Services

IndusInd Bank

ফিনান্সিয়াল সার্ভিসেস, অটো, ফার্মা তথা হেলথকেয়ার এবং ইনফোটেক সেক্টরের দিকে নজর দিয়েছেন ফান্ড ম‌্যানেজার। লগ্নিকারীরা একটি ডাইভারসিফায়েড পোর্টফোলিও পাবেন এই ফান্ডে।

[আরও পড়ুন: কেন জরুরি স্বাস্ব্যবিমা? এগোবেন কোন পথে]

Mirae Asset Great Consumer Fund :

  •  থিম-ভিত্তিক ফান্ড, ‘কনসাম্পশন’ সম্বন্ধীয় স্টকে লগ্নি করা হয় কোনও বিশেষ লিমিট না রেখে।
     
  • বেঞ্চমার্ক ইনডেক্স : Nifty India Consumption Index.
     
  • সাম্প্রতিককালের হোল্ডিং :
    ITC
    Hindustan Unilver
    Titan Co
    Bharti Airtel
    United Spirits.

বাজারে চাহিদা বাড়ছে বিভিন্ন কনজিউমার পণ্যের। টেক্সটাইলস, অটো, ফুড, টেলিকম ইকুইপমেন্ট এবং রিটেল – এই জাতীয় ক্ষেত্রে যথেষ্ট গতি এসেছে, লক্ষ‌্য করা গেছে। গত পাঁচ বছরে প্রায় ১৫% রিটার্ন দিয়েছেন ফান্ড ম‌্যানেজার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement