ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের রিপোর্ট পেশ করল ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক (Indian Overseas Bank)। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়কালে নেট প্রফিটের অঙ্ক ৭২৩ কোটি টাকা। গত বছরের এই সময়ের হিসেবের তুলনায় অনেকটাই বেড়েছে এনপিএ।
ব্যাঙ্কের ওয়েবসাইটে প্রকাশিত পরিসংখ্যানের তালিকা থেকে জানা যাচ্ছে, গতবার অর্থাৎ গত অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের শেষে এনপিএ ছিল ০.৬২ শতাংশ। যা এবার বেড়ে হয়েছে ২.৪৩ শতাংশ। গত বার নেট প্রফিট ছিল ৫৫৫ কোটি টাকা। এবার তাও বেড়েছে ১৬৮ কোটি টাকা।
অনেকটা বেড়েছে মোট রোজগারও। দ্বিতীয় ত্রৈমাসিকের শেষে, অর্থাৎ ৩০ সেপ্টেম্বরের শেষে যা ছিল ৬ হাজার ৯৩৫ কোটি টাকা। তা এখন দাঁড়িয়েছে ৭ হাজার ৪৩৭ কোটি টাকা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.