Advertisement
Advertisement
Indian Overseas Bank

কেমন পারফরম্যান্স, খতিয়ান দিল ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক

নেট প্রফিট বাড়ল অনেকটাই।

Performance of Indian Overseas Bank ended December 2023। Sangbad Pratidin

ফাইল চিত্র।

Published by: Biswadip Dey
  • Posted:January 25, 2024 4:50 pm
  • Updated:January 25, 2024 4:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের রিপোর্ট পেশ করল ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক (Indian Overseas Bank)। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়কালে নেট প্রফিটের অঙ্ক ৭২৩ কোটি টাকা। গত বছরের এই সময়ের হিসেবের তুলনায় অনেকটাই বেড়েছে এনপিএ।

ব্যাঙ্কের ওয়েবসাইটে প্রকাশিত পরিসংখ্যানের তালিকা থেকে জানা যাচ্ছে, গতবার অর্থাৎ গত অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের শেষে এনপিএ ছিল ০.৬২ শতাংশ। যা এবার বেড়ে হয়েছে ২.৪৩ শতাংশ। গত বার নেট প্রফিট ছিল ৫৫৫ কোটি টাকা। এবার তাও বেড়েছে ১৬৮ কোটি টাকা।

Advertisement

[আরও পড়ুন: দুর্ঘটনায় প্রাণ হারালেন শ্রীলঙ্কার জলসম্পদ মন্ত্রী]

অনেকটা বেড়েছে মোট রোজগারও। দ্বিতীয় ত্রৈমাসিকের শেষে, অর্থাৎ ৩০ সেপ্টেম্বরের শেষে যা ছিল ৬ হাজার ৯৩৫ কোটি টাকা। তা এখন দাঁড়িয়েছে ৭ হাজার ৪৩৭ কোটি টাকা।

[আরও পড়ুন: নিজের দেশেই বিপাকে মুইজ্জু! কেন চাপে মালদ্বীপের ‘চিনপন্থী’ প্রেসিডেন্ট?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement