প্রতীকী ছবি
প্রাইমারি মার্কেটে পা রাখতে চলেছে এনটিপিসি গ্রিন এনার্জি। তাদের আইপিও নিয়ে উৎসাহ তুঙ্গে। খোঁজখবর নিল টিম সঞ্চয়।
এনটিপিসি গ্রিন এনার্জি শীঘ্রই প্রাইমারি মার্কেটে পা রাখতে চলেছে। বাজারের খবর অনুযায়ী, রিনিউএবল এনার্জি সংস্থাটি (যেটি সরকারী কোম্পানি NTPC-র সাবসিডিয়ারি হিসাবে পরিচিত) ১০ হাজার কোটি টাকার আইপিও (ইনিশিয়াল পাবলিক অফার) আনবে। এই প্রাইমারি অফারটি ফ্রেশ ইস্যু হবে বলে জানানো হয়েছে। বলা বাহুল্য, আইপিও’র বাজার সরগরম থাকার কারণে, এই অফারের খবরটিতে ইতিমধ্যে আগ্রহ প্রকাশ করেছেন ইনভেস্টরদের এক বড় অংশ।
এই প্রসঙ্গে কয়েকটি তথ্য:
১. পুরনো ঋণ শোধ করার জন্য এবং অন্যান্য কারণে এই ইস্যুর প্রয়োজনীয়তা নিয়ে এনটিপিসি কর্তৃপক্ষ জানিয়েছেন।
২. সংস্থাটির রিনিউএবল এনার্জির ব্যবসা (যাতে সোলার এবং উইন্ড, দুই-ই আছে) এখন ছটি রাজ্যে আছে। ভবিষ্যতে সম্প্রসারণ হওয়া অবশ্যই সম্ভবপর বলে জানা যাচ্ছে।
৩. দেশের সামগ্রিক ইনস্টলড ক্যাপাসিটি বাড়ছে এনার্জি সেক্টরে। এখানে রিনিউএবল এনার্জির ভূমিকা উল্লেখযোগ্য। মোট পাওয়ার জেনেরেশনের প্রায় ৪০% এখন রিনিউএবলের দৌলতে পাওয়া যাচ্ছে। এখানে সোলারই মূল ভূমিকায়।
যাঁরা NTPC-র শেয়ার নিয়েছেন, তাঁদের হয়তো অ্যালটমেন্ট পাওয়ার সম্ভাবনা বেশি অন্য রিটেল ইনভেস্টরদের তুলনায়। তাঁরা রিটেল ক্যাটেগরিতে দুলক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। এছাড়াও NTPC-র শেয়ার থাকলে বিশেষ স্পেশাল ক্যাটেগরিতে অ্যালটমেন্টের জন্য চেষ্টা করতে পারেন। সঙ্গের চার্টে NPTC-র স্টকটি নিয়ে কিছু সাম্প্রতিক তথ্য দেওয়া হল।
NTPC
১. ক্লোজিং প্রাইস : ৪২৩ টাকা
২. ৫২ সপ্তাহের
হাই বা লো : ৪৩১.৮৫/ ২২৭.৭৫ টাকা
৩. ট্রেডেড ভলিউম : ৩৬১ লক্ষ
৪. ট্রেডেড ভ্যালু : ১,৫২৬ কোটি টাকা
৫. মার্কেট ক্যাপ : ২,০০৯৮৩ কোটি টাকা
৬. ডেলিভারি : ট্রেড : ৪৪.৯৩%
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.