ছবি: প্রতীকী
এনপিএস তথা ন্যাশনাল পেনশন সিস্টেম নিয়ে গ্রাহক মহলে আগ্রহের শেষ নেই। হালে অ্যানুইটি রেট বেড়েছে। এই প্রেক্ষিতে আকর্ষণীয় প্রকল্প বাছার হিড়িকও বেড়েছে। আলোচনায় টিম সঞ্চয়
ইনসিওরেন্স সংস্থাগুলি বিভিন্ন অ্যানুইটি প্রকল্প নিয়ে আসায় এনপিএস বা ন্যাশনাল পেনশন সিস্টেমের গ্রাহকদের সুবিধা বেড়েছে, অ্যানুইটির রেটও কিছুটা বেড়েছে একই সঙ্গে। এ কথা জানিয়েছেন শ্রী বলরাম ভগৎ, চিফ এক্সিকিউটিভ, ইউটিআই রিটায়ারমেন্ট সলিউশনস লিমিটেড। সম্প্রতি ICAA (ইনভেস্টমেন্ট কনসালট্যান্টস অ্যান্ড অ্যাডভাইসরস অ্যাসোসিয়েশন) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি যা যা বলেছেন, তার নির্যাস অনেকটা এইরকম-
বিমা গ্রাহকরা সাধারণভাবে লাম্পসাম দিয়ে অথবা ইনস্টলমেন্ট (ভাগে ভাগে) টাকা জমিয়ে কর্পাস তৈরি করেন। এই কর্পাস থেকেই ইনসিওরেন্স কোম্পানি অ্যানুইটি মারফত পেমেন্টের ব্যবস্থা করেন। ন্যূনতম ও সর্বোচ্চ বয়স, মিনিমাম পারচেজ প্রাইস এবং মিনিমাম অ্যানুইটির পরিমাণ ইত্যাদি শর্তাবলী প্রযোজ্য হয়। রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের জন্য, বিশেষত অবসরকালীন নিয়মিত ইনকাম খোঁজার তাগিদে, গ্রাহকরা এই ধরনের প্রকল্প বেছে নেন। উল্লেখ্য, অ্যানুইটির রেট এখানে খুব জরুরি এক শর্ত। বিমা গ্রাহকরা অনেক সময় বিভিন্ন কোম্পানির রেট পাশাপাশি ফেলে তুলনামূলক বিশ্লেষণ করেন, আর তার ভিত্তিতেই সিদ্ধান্ত নেন।
নিজের বক্তব্যে শ্রী ভগৎ জানালেন, অ্যানুইটির রেট নিয়ে ইদানিং খুব আলোচনা হচ্ছে। রেট বেড়ে যাওয়ার প্রেক্ষিতে এনপিএস-এর ভূমিকা আছে তিনি বলেছেন। তাঁর মতে, “গ্রাহকরা ভাল রেট অবশ্যই খোঁজেন। তাঁরা চান আকর্ষণীয় বিমা প্রকল্প যাতে তাঁদের রিটায়ারমেন্ট প্ল্যান আরও কয়েক পা এগিয়ে যেতে পারে।”
প্রসঙ্গত বিভিন্ন ধরনের অ্যানুইটি ‘অপশন’ বেছে নিতে পারেন গ্রাহকরা। এগুলির মধ্যে আছে:
# আজীবন অ্যানুইটি, সমান রেট
# নির্দিষ্ট মেয়াদের জন্য (৫,১০,১৫,২০ বছর) অ্যানুইটি
# গ্রাহকের মৃত্যুতে ‘রিটার্ন অফ পারচেজ প্রাইস’
# স্পাউসের (স্বামী বা স্ত্রীর জন্য) ক্ষেত্রে ৫০% বা ১০০% অ্যানুইটি, যা আজীবন পাবেন তিনি (যদি গ্রাহক মারা যান)।
এই মুহূর্তে বেশ কিছু ইনসিওরেন্স সংস্থা এনপিএসের সঙ্গে সংযুক্ত বলে জানা গেছে। শ্রী ভগতের মতে, আগামিদিনে পেনশনের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হবেন অনেক নতুন গ্রাহক। ভারতে তথা তৃতীয় বিশ্বের বহু দেশে অবসর নিয়ে চিন্তিত সাধারণ নাগরিক, বিশেষত যাঁরা সোশ্যাল সিকিউরিটির পরিসরের বাইরে। ICAA সদস্যদের তিনি জানিয়েছেন-
(ক) এনপিএস একটি ‘ডিফাইনড কনট্রিবিউশন’ প্রকল্প, যেটি PFRDA নিয়ন্ত্রণ করে।
(খ) গ্রাহকদের সুবিধার জন্য ইদানিং কয়েকটি রিফর্ম ঘোষণা করা হয়েছে, নীতি পরিবর্তনের ফলে আগামিদিনে সুযোগ বাড়বে।
(গ) ভবিষ্যতে রিটার্ন ভাল হওয়ার সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা, দীর্ঘমেয়াদী ইনভেস্টরদের জন্য তা ইতিবাচক হবে।
(ঘ) এনপিএসের অন্যতম প্রধান বৈশিষ্ট্য স্বল্প খরচ বা লো কস্ট- অবশ্যই পরের প্রজন্মের লগ্নিকারীদের আকর্ষণ করবে।
‘সঞ্চয়’-এর সংযোজন :- শ্রী বলরাম ভগতের বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে আমরা মনে করি। এমনিতেই রিটায়ারমেন্টের প্রেক্ষিতে সাধারণ মানুষের মাথাব্যথা বাড়ছে, বিশেষ করে মুদ্রাস্ফীতির অভিঘাত নিয়ে তাঁদের দুঃশ্চিন্তা। ইদানীং ‘মিনিমাম অ্যাসুয়র্ড রিটার্ন’ সম্বন্ধে সচেতনতা বাড়ায় আরও একটি বিকল্পের কথা ভাবা হচ্ছে বলে খবরে প্রকাশ। ন্যূনতম রিটার্নের প্রতিশ্রুতি পেলে এক শ্রেণির রক্ষণশীল বিনিয়োগকারী লাভবান হবেন, তাঁদের জন্য পেনশনের পরিকল্পনা করা আরও সুবিধাজনক হবে বলে আমাদের বিশ্বাস।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.