বাজারে নজর কাড়ছে এলআইসি ধন বর্ষা। নন-পার্টিসিপেটিং সেভিংস স্কিম হিসাবে পরিচিতি বাড়ছে এটির। যাঁরা নতুন সিঙ্গল প্রিমিয়াম লাইফ ইনসিওরেন্স খুঁজছেন, তাঁরা বেছে নিতে পারেন এটি। তথ্য সংকলনে টিম সঞ্চয়
নতুন সিঙ্গল প্রিমিয়াম জীবন বিমার সন্ধানে থাকেন যাঁরা, তাঁরা লাইফ ইনসিওরেন্স কর্পোরেশনের ধন বর্ষা প্রকল্পের দিকে নজর দিতে পারেন। একটি নন-পার্টিসিপেটিং সেভিংস স্কিম হিসাবে এলআইসির প্রোডাক্টটি ইতিমধ্যে খবরের শিরোনামে। গ্যারান্টিড লাম্পসাম পাওয়া যাবে ম্যাচুরিটি ডেটে। তবে লাইফ অ্যাসুর্ডর যদি প্ল্যান চলাকালীন (পলিসি টার্মের মধ্যে) প্রয়াত হন, তাহলে পরিবার ক্লেম করতে পারেন-সেক্ষেত্রে ‘ফাইন্যান্সিয়াল সাপোর্ট’ পাওয়া যাবে প্রকল্পের শর্ত অনুযায়ী। জীবন বিমা সংস্থাটির মতে ধন বর্ষা প্রকল্পটি একটি ক্লোজ-এন্ড প্ল্যান। কেবল মাত্র ৩১ শে মার্চ ২০২৩ পর্যন্ত এটি কেনা সম্ভব হবে। অনলাইন মাধ্যমে (www.licindia.in ব্যবহার করে) এবং অফলাইন, অর্থাৎ ইন্টারমিডিয়ারির সাহায্য নিয়ে, এই পলিসিটি কিনতে পারবেন গ্রাহক।
প্ল্যানটির প্রধান বৈশিষ্ট্যগুলি :-
# মার্কেট লিঙ্কড নয়, পার্টিসিপেটিংও নয়।
# সিঙ্গল প্রিমিয়াম, একবারেই দিতে হবে.
# দুটি অপশন : (ক) সাম অ্যাসুর্ড ১.২৫ টাইমস, (খ) ১০ টাইমস
এখানে ট্যাবুলার প্রিমিয়াম (সাম অ্যাসুর্ড অনুযায়ী) সম্বন্ধে বলা হচ্ছে।
# যদি ‘এজ অফ এন্ট্রি’ ৮ বছরের কম হয়, তাহলে রিস্ক কভার শুরু হওয়ার শর্তগুলি আলাদাভাবে জেনে নেওয়া দরকার।
বেস প্ল্যানটির সুবিধা
ক) ম্যাচুরিটি বেনিফিট যদি লাইফ অ্যাসুর্ড ম্যাচুরিটি পর্যন্ত সারভাইভ করেন
খ) গ্যারান্টিড অ্যাডিশন
প্রতি পলিসি বছরের শেষে গ্যারান্টিড অ্যাডিশন যোগ করা হবে (পুরো পলিসি টার্ম তা বলবৎ থাকবে)
অন্যান্য কিছু জরুরি বিষয় :
যদি পলিসি হোল্ডার প্রয়াত হন, তাহলে গ্যারেন্টেড অ্যাডিশন (মৃত্যুর সময় থেকে ধরে) পুরো পলিসি বছরের জন্য ধার্য করা হবে। সাম অ্যাসুর্ডের বিকল্পটি বেছে নিতে হবে আগেই (1.25 times বা 10 times of Tabular Premium)। মনে রাখতে হবে যে ট্যাবুলার প্রিমিয়াম নির্ভর করবে তিনটি শর্তের উপর –
# এজ অফ এন্ট্রি
# পলিসি টার্ম
# যে বিকল্পটি বেছে নেওয়া হয়েছে
উল্লেখ্য, প্রিমিয়াম ধার্য করার সময় কোন ট্যাক্স (বা রাইডারের জন্য আলাদা যে টাকা দিতে হবে) তার আওতায় রাখা হয় না।
লাইফ ইনসিওরেন্স কোম্পানি জানাচ্ছে যে লোনের সুবিধা পাওয়া সম্ভব হবে ধন বর্ষার গ্রাহকদের। ইস্যুর তিন মাস পরই এমন লোন নিতে পারেন তাঁরা। সর্বোচ্চ লোনের হিসাব এইভাবে হবে, অন্যান্য শর্ত
# ন্যূনতম বেসিক সাম অ্যাসুর্ড : ১,২৫,০০০ টাকা
# সর্বোচ্চ বেসিক সাম আসুর্ডও : কোনও লিমিট নেই।
# ১৫ বছরের টার্ম নিলে, মিনিমাম এজ অফ এন্ট্রি যেন তিন বছরের হয়
# মিনিমাম ম্যাচুরিটি এজ: ১৮ বছর
# ম্যাক্সিমাম ম্যাচুরিটি এজ: Option 1 – এর ক্ষেত্রে ৭৫ বছর Option 2-র ক্ষেত্রে ৫০ বছর।
# অ্যাক্সিডেন্টাল ডেথ এবং ডিজেবিলিটি রাইডার কেনা সম্ভব। তার জন্য অ্যাডিশনাল প্রিমিয়াম দিতে হবে।
সঞ্চয় এর বক্তব্য: যদি সিঙ্গল প্রিমিয়াম আপনার পছন্দসই হয়, তাহলে এমন প্ল্যান কেনার বিষয়ে ভাবতে পারেন, তবে সার্বিক পরিস্থিতি বুঝেই সিদ্ধান্ত নেবেন। যদি প্রয়োজনীয় মনে করেন, তাহলে গ্যারান্টি বেনিফিটগুলির শর্তাবলী ভালভাবে পড়ে নিন। কোন পলিসি টার্ম (দশ বা পনেরো বছর) উপযুক্ত হবে তাও ঠিক করুন একই সঙ্গে। ডেথ বেনিফিট কী থাকবে তা জেনে রাখুন, ক্লেম হলে কী করতে হবে, তা পরিবারের কাছের মানুষদের জানিয়ে রাখুন। এই কথাটি অবশ্য সমস্ত ধরনের জীবন বিমা প্রকল্পের জন্যই প্রযোজ্য। বিশেষত খুঁটিনাটি বুঝতে, পেশাদারের সাহায্য নেওয়াই উচিত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.