Advertisement
Advertisement

Breaking News

Personal Finance

ইনডেক্সের জগতে দুরন্ত গতি! এসেছে এক ঝাঁক নতুন তারা

ইনডেক্স নিয়ে উঠেপড়ে লেগেছেন বাজারের এক বড় অংশ।

Know the information about index fund

ফাইল ছবি

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:June 7, 2024 3:39 pm
  • Updated:June 7, 2024 3:42 pm  

ইনডেক্স ফান্ডের জগতে সুযোগ ক্রমশ বাড়ছে। তালিকায় যুক্ত হয়েছে এক গুচ্ছ নতুন নাম। এরই অন‌্যতম নিফটি মিডস্মলক‌্যাপ ৪০০ মোমেনটাম কোয়ালিটি ১০০ ইনডেক্স। কী কী এর বিশেষত্ত্ব, তথ‌্য সংকলনে টিম সঞ্চয়।

নডেক্স নিয়ে উঠেপড়ে লেগেছেন বাজারের এক বড় অংশ। অ‌্যাক্টিভ ছেড়ে প‌্যাসিভের দিকে লক্ষ‌্য তাঁদের, সুযোগ বাড়ছে তাই ইনডেক্স ফান্ড এবং এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের জগতে। নতুন সূচক যেমন আসছে, তেমনই এগিয়ে আসছেন অনেক নতুন ইনভেস্টর। কার্যক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা যে সামান‌্য, পুরোনো ধরনের ইনডেক্স তো আছেই, সঙ্গে যোগ হচ্ছে একেবারে আনকোরা নতুন প্রজন্মের সূচক। অভিনব সূচকের আবির্ভাব সবে শুরু হয়েছে বলে জানাচ্ছেন ফান্ড ম‌্যানেজাররা। ভবিষ‌্যতে প্রচুর নয়া ইনডেক্স দেখতে পারবেন ভারতীয় বিনিয়োগকারীদের দল। ইনডেক্সের তালিকায় অন‌্যতম নতুন সংযোজন নিফটি মিডস্মলক‌্যাপ ৪০০ মোমেনটাম কোয়ালিটি ১০০ ইনডেক্স। ঘটনাচক্রে এরই ভিত্তিতে মিরে অ‌্যাসেটের দৌলতে পূর্ণাঙ্গ একটি ফান্ডও বাজারে চলে এসেছে। গত ৩১শে মে ছিল স্কিমের রি-ওপেনিং ডেট। অর্থাৎ এখন সাধারণভাবে ফান্ডটি বেচাকেনা করতে পারবেন লগ্নিকারীরা। বিশদে বুঝতে হলে সূচকটির সঙ্গে পরিচয় হওয়া দরকার।

Advertisement

[আরও পড়ুন: উদ্ভাবন ও প্রযুক্তির মিশেলে এসবিআই-এর নয়া ফান্ড, জানুন বিস্তারিত

১.নামেই বোঝা যাচ্ছে, মিড এবং স্মল ক‌্যাপ স্টক দ্বারা গঠিত।
২. প্রতিটি স্টকের ‘লিস্টিং হিস্ট্রি’ নূন্যতম এক বছরের।
৩. সূচকের অন্তর্ভুক্ত হতে গেলে দুই প্রাথমিক শর্ত পূরণ করতেই হবে–মোমেন্টাম এবং কোয়ালিটি। এই দুই পরীক্ষায় পাস করা দরকার।
৪. প্রতিটি স্টকের ‘মোমেন্টাম স্কোর’ থাকে। এক্ষেত্রে ছয় মাস এবং বারো মাসের প্রাইস রিটার্নের পরিসংখ‌্যান গণ‌্য করা হবে।
৫. কোয়ালিটি স্কোর পরখ করা হবে গত ৫ বছরের রিটার্ন অন ইক্যুইটি এবং ডেট-ইক্যুইটি রেশিও দেখে।
৬. ইনডেক্সের অন্তর্ভুক্ত কোনও স্টক ৫ শতাংশের বেশি হবে না।
Mirae Asset-এর মতে, সংশ্লিষ্ট ইনডেক্সটির রিটার্ন বেশ আশাব‌্যঞ্জক হয়েছে বিগত কয়েক বছরে। সঙ্গের চার্টে কয়েকটি তুলনামূলক পরিসংখ‌্যান দেওয়া হল। অন‌্য কয়েকটি সূচকের সঙ্গে তুলনা করা হয়েছে।
চার্ট–

 

প্রশ্ন করতে পারেন, সংশ্লিষ্ট ইনডেক্সে কোন সেক্টরগুলো প্রাধান‌্য পাচ্ছে? অথবা বড় সড় এক্সপোজার নেওয়া হয়েছে কোন ধরনের অর্থনৈতিক ক্ষেত্রে? নিচের চার্ট দেখলে বোঝা যাবে।
নিফটি মিডস্মলক‌্যাপ ৪০০ মোমেন্টাম কোয়ালিটি ১০০ ইনডেক্স

[আরও পড়ুন: জীবনের জন্য জীবনবিমা, জেনে রাখুন গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement