Advertisement
Advertisement
Personal Finance

কোন বয়সে কেমন লগ্নি করবেন, অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলি

রিটায়ারমেন্ট ফান্ডের সৌজন্যে অবসরকালীন জীবন অনেকটাই চাপমুক্তভাবে কাটানো সম্ভব।

Know how much to invest at what stage to make attain maximum gain | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:August 3, 2021 7:28 pm
  • Updated:August 3, 2021 8:07 pm  

অবসর-জীবন সুখময় করতে লগ্নি কোথায়, কীভাবে করতে পারেন, তা তো জানলেন। কিন্তু কোন বয়সে কেমন লগ্নি করলে, লাভের ফল সবচেয়ে সুমিষ্ট হবে, জরুরি সেই তথ্য জানাও। তাই, চোখ রাখুন এই বিশেষ প্রতিবেদনে।

 

Advertisement

রিটায়ারমেন্ট ফান্ডের সৌজন্যে অবসরকালীন জীবন অনেকটাই চাপমুক্তভাবে কাটানো সম্ভব। তবে এই খাতে বিনিয়োগ করার আগে, আমাদের এটা অবশ্যই জানা দরকার যে, অবসরকালের কথা ভেবে আমাদের ঠিক কতটা লগ্নি করা উচিত হবে। রিটায়ার করার সময় কতই বা লাগবে, এবং রিটায়ার করার পাঁচ, দশ, পনেরো বছরে আমাদের বিনিয়োগের পরিমাণ (ভ্যালু) কত বাড়তে পারে। 

  দৃশ্য ১
২৫ বছর বয়স
দৃশ্য ২
বয়স ৪০
দৃশ্য ৩
বয়স ৫৫
রিটায়ারমেন্টের বয়স ৫৮ ৫৮ ৫৮
প্রতি মাসে খরচ হবে
(আজকের ভ্যালুতে)
৫০,০০০ ১,০০,০০০ ১,৫০,০০০
যে বয়স পর্যন্ত পেনশন
/পেমেন্ট দরকার
৭০বছর ৭০ বছর ৭০ বছর
এখন কত লগ্নি করা যাবে ৫ লক্ষ ২০ লক্ষ ৫০ লক্ষ

আমরা তিনটি পৃথক দৃশ্য তুলে ধরছি–যেখানে বিনিয়োগকারীর বয়স যথাক্রমে ২৫, ৪০ এবং ৫৫ বছর। বয়স ছাড়াও যে শর্তগুলি জানা দরকার, সেগুলি হল:
1. কত বছর বয়সে রিটায়ার হবেন
2. রিটায়ারমেন্টের পর মাসে আনুমানিক খরচ কেমন হবে
3. কোন বয়স পর্যন্ত পেনশন বা অনুরূপ পেমেন্ট দরকার হবে
4. আজ কত টাকা এককালীন ভিত্তিতে লগ্নি করা যাবে

  দৃশ্য ১
২৫ বছর বয়স
দৃশ্য ২
বয়স ৪০
দৃশ্য ৩
বয়স ৫৫
কত বছর ধরে সিপ
করা উচিত
৩৩ ১৮
প্রতি মাসে কত সিপ ১৭,৩৭১ টাকা ৪৮,০০৪ টাকা ৪,৩৫,৬৬ টাকা
বেঞ্চমার্ক ইনডেক্সের
ভিত্তিতে ভবিষ্যতে
ভ্যালু কত দাঁড়াতে পারে
৫.৮৯ কোটি ৪.১০ কোটি ২.৪৩ কোটি

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement