দেশের সবচেয়ে বড় ৩০টি শেয়ারে লগ্নি করতে ইচ্ছুক? হাত ধরতে পারেন এসবিআই-এর এনএফও-র। ন্যূনতম লগ্নি করা যাবে ৫,০০০ টাকা। তথ্য সংকলনে টিম সঞ্চয়
এবারের উঠতি তারা একটি এনএফও-SBI S&P BSE Sensex Index Fund। প্যাসিভ ফান্ডের ক্রমবর্ধমান জগতে আর একটি সাবেকি সূচকের ভিত্তিতে এই ফান্ড সাধারণ বিনিয়োগকারীকে দেশের সব থেকে বড় ৩০টি শেয়ারে লগ্নির সুযোগ দেবে। সমগ্র মার্কেটের ৪০ শতাংশ এতে কভার করা যাবে-অর্থাৎ মোট মার্কেট ক্যাপিটালাইজেশনের অনেকটাই এই ফান্ডের আওতায় আসবে।
সেনসেক্সে অন্তর্ভুক্ত স্টকগুলির প্রত্যেকটাই নামী এবং আর্থিকভাবে দৃঢ় বলে এসবিআই মিউচুয়াল ফান্ডের কর্তৃপক্ষ জানাচ্ছেন। প্যাসিভ ফান্ডের চরিত্র অনুযায়ী মোট খরচ থাকবে কম-তুলনায় স্বল্প ট্র্যানজ্যাকশন কস্ট হবে এই ফান্ডটির ক্ষেত্রে। বলা বাহুল্য, সেনসেক্স অনুসরণ করবেন ফান্ড ম্যানেজার, তবে রিটার্নের কোনও প্রতিশ্রুতি দেওয়া হবে না। ন্যূনতম ৯৫ শতাংশ অ্যাসেট লগ্নি করা হবে সেনসেক্স স্টকগুলিতে। এবং সর্বোচ্চ ৫ শতাংশ থাকবে বাছাই করা কিছু ঋণপত্রে। ইনভেস্টররা ৫,০০০ টাকায় (ন্যূনতম লগ্নির পরিমাণ) এই ফান্ডে বিনিয়োগ করতে পারবেন।
এসবিআই মিউচুয়াল ফান্ডের মতে, দেশে প্যাসিভ ফান্ডের সুযোগ বাড়ছে, ইনভেস্টররা (যাঁরা আগে অ্যাক্টিভ ফান্ডেই বিশ্বাস রাখতেন) এখন নতুন বিকল্প খুঁজছেন। আগামিদিনে ইনডেক্স ফান্ডে বিনিয়োগ বাড়বে। এছাড়াও নতুন ইনডেক্সের ব্যবহার বাড়বে ভারতীয় লগ্নির বাজারে। ফান্ড হাউসটি ইতিমধ্যে একগুচ্ছ প্যাসিভ ফান্ড ম্যানেজ করছে। সূচকগুলির মধ্যে আছে Nifty Next 50, Nifty Bank, S&P BSE 100 ইত্যাদি।
ইনডেক্স ফান্ড তথা ইটিএফ যে ইতিমধ্যেই নজর কাড়তে সক্ষম হয়েছে, তা সাম্প্রতিক পরিসংখ্যান থেকেই স্পষ্ট। অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়ার সংকলিত তথ্যের ভিত্তিতে বোঝা যাচ্ছে, এই শ্রেণির ফান্ডের ক্ষেত্রে গড় লগ্নির পরিমাণ বাড়ছে। নতুন প্রজন্মের একাংশ হয়তো ফান্ডের বাজারে প্রথম পা ইনডেক্স-ভিত্তিক ফান্ডের মাধ্যমে রাখতে চাইছেন, এমনই মনে করছেন বিশেষজ্ঞরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.