Advertisement
Advertisement
Personal Finance

চকচক করলে রুপোও হয়, জেনে নিন লগ্নির নতুন পথ

রুপোয় লগ্নি বাড়াতে সাহায্য করবে এইচডিএফসি-র ‘লেটেস্ট’ অফার।

Invest in silver for better return | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:October 24, 2022 4:56 pm
  • Updated:October 24, 2022 4:56 pm  

এইচডিএফসি সিলভার এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড এফওএফ। বাজারে এক্কেবারে নতুন। বিনিয়োগকারীরা মনে করছেন, এইচডিএফসি-র ‘লেটেস্ট’ অফার রুপোয় লগ্নি বাড়াতে সাহায‌্য করবে। তথ‌্য সংকলনে টিম সঞ্চয়

 

Advertisement

তুন ইনডেক্স-ভিত্তিক প্রোডাক্টের মিছিলে সামিল হল এইচডিএফসি সিলভার এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড নির্ভর এই এফওএফ। HDFC-র সর্বশেষ অফার রুপোয় লগ্নি বাড়াতে সাহায‌্য করবে বলেই বিনিয়োগকারীদের ধারণা। এই ওপেন-এন্ড প্রোডাক্টটির পাখির চোখ হবে HDFC-রই নিজস্ব সিলভার ইটিএফ। লংটার্ম ক‌্যাপিটাল গ্রোথই এই নতুন ফান্ডের প্রধান উদ্দেশ‌্য। বিনিয়োগকারীরা এর মাধ‌্যমে রুপোয় দীর্ঘমেয়াদী অ‌্যালোকেশনের কথা চিন্তাভাবনা করতে পারেন বলে ফান্ড হাউসটি জানাচ্ছে।

নতুন প্রজন্মের কাছে ইটিএফ এখন বেশ পরিচিত। ইতিমধ্যেই এক শ্রেণির ইনভেস্টর এক্সচেঞ্জ ট্রেডেড হওয়ার সুবিধা নিতে আগ্রহী এবং ভবিষ‌্যতে এই ইতিবাচক ট্রেন্ড জারি থাকবে বলেই ফান্ড বিশেষজ্ঞরা মনে করেন। সিলভার নিয়ে উৎসাহ জোরদার হবে, বিশেষত যেখানে রুপো ব‌্যবহারের বৃহৎ পরিধির কথা ইতিমধ্যেই সকলের জানা। সোলার পাওয়ার, ইলেকট্রিক ভেহিক‌্যাল, সুইচ ইত‌্যাদি ক্ষেত্রে সিলভারের ভূমিকা বাড়বে।

[আরও পড়ুন: আর্থিকভাবে কতটা স্ব-নির্ভরশীল ভারতের মহিলারা? কী বলছে সমীক্ষা]

নতুন FOF-এর কিছু বৈশিষ্ট‌্য :–
#প‌্যাসিভ গোত্রের ফান্ড/ইনডেক্সের সুযোগ।
#ব‌্যবহার করতে পারেন কৌশলী বিনিয়োগকারী।
#এনএফও বন্ধ হবে ২১ শে অক্টোবর। তারপর সাধারণভাবে বেচাকেনা করতে পারবেন লগ্নীকারীরা।
#মূল ইনডেক্স-নির্ভর ফান্ডটি এক্সচেঞ্জে ট্রেডেড হবে, সেটি নিতে ব্রোকারের সাহায‌্য লাগবে।
#উৎসবের মরশুমে ‘স্ট্র‌্যাটেজিক’ কারণে সিলভারের প্রতি যদি আস্থাশীল হন, তাহলে কার্যকরী সিদ্ধান্ত নিতে পারেন বিনিয়োগকারী।

সঞ্চয়-এর বক্তব‌্য : ইদানিং প্রচুর নতুন ফান্ড-বিমা-ইস্যু মার্কেটে আসার দরুন, বিকল্পের সন্ধান সহজতর হলেও, সঠিক সিদ্ধান্ত নেওয়া সোজা নয়। কোনটা ছেড়ে কোনটার দিকে মন দেবেন, সেই পরিকল্পনা সম্পূর্ণ আপনার। ‘উঠতি তারা’ একেবারেই কোনও ধরনের কেনা (বা না-কেনা) সংক্রান্ত পরামর্শ নয়। কোনও বিশেষ পক্ষপাত আমাদের কখনওই থাকে না, এখানেও এর ব‌্যতিক্রম হবে না।

[আরও পড়ুন: এগোন পরিকল্পনা করে, সঠিক ফিন্যানন্সিয়াল প্ল্যানিংয়েই সুরক্ষিত থাকবে ভবিষ্যৎ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement