প্রতীকী ছবি
নিউ ইস্যুর জন্য অফার ডকুমেন্ট দাখিল করেছে এথার এনার্জি লিমিটেড। বাজারে ইভি এবং সংশ্লিষ্ট ব্যবসার প্রতি আগ্রহী লগ্নিকারীদের সংখ্যা প্রচুর। আর উৎসাহও বাড়ছে এই সমস্ত সংস্থার স্টকে। এই বিষয়টি খেয়াল রেখে আজকের প্রতিবেদন।
সূত্র : সেবির কাছে ফাইল করা অফার ডকুমেন্ট।
১. বেঙ্গালুরু-স্থিত কোম্পানির ফ্রেশ ক্যাপিটাল ইস্যু এবং অফার ফর সেল
২. শেয়ারের ফেস ভ্যালু ১ টাকা
৩. প্রোমোটার গোষ্ঠীর একাংশ বিক্রি করা হবে অফার ফর সেলের মাধ্যমে। আর প্রায় ২২,০০০,০০০ ইক্যুইটি শেয়ারের নতুন ইস্যু হবে।
৪. সংস্থার বক্তব্য অনুযায়ী, খুব কম্পিটিটিভ অটো মার্কেটে তাঁরা নতুন প্রযুক্তির উপর নির্ভর করে ইলেক্ট্রিক টু-হুইলার মডেল আনছেন। এই যুগের জন্য ইভি নির্মাতা এবং সাবেকি যানবাহন নির্মাতা, দুই-ই এখানে বর্তমান। আগামিদিনে প্রতিযোগিতা বাড়তে চলেছে। তবে বাজারের চাহিদাও বাড়বে ভবিষ্যতে। কারণ অনেক গ্রাহক ইলেকট্রিক ভেহিক্যলে অভ্যস্ত হয়ে উঠবেন, নতুন টু-হুইলার কিনতে চাইবেন। ইতিমধ্যেই অন্যান্য সংস্থা এই বাজারে পা রাখার কথা ঘোষণা করেছে।
উল্লেখ্য, সংস্থাটির মডেল ই-স্কুটার রিৎজ নিয়ে ঘোষণা ইতিমধ্যেই খবরের শিরোনামে এসেছে।
বাজারে কান পাতলে যা শুনতে পাওয়া যাচ্ছে :
ক) হিরো মোটোকর্প এই সংস্থার অন্যতম পৃষ্ঠপোষক। হিরোর নিজস্ব পরিকল্পনা আছে ইভি-র জন্য।
খ) অনেকের মতে, উচ্চ ভ্যালুয়েশনে নতুন লগ্নির জন্য সব ধরনের লগ্নিকারী তেমন তৈরি নয়। কিন্তু নতুন শ্রেণির এনার্জির নিজস্ব জায়গা তৈরি করে নিতে পেরেছে। আগামিদিনে এই ট্রেন্ড বাড়বে।
গ) এনার্জির প্রয়োগ বা ব্যবহারের ধরন-ধারণ বদলাচ্ছে। পুরো অটোমোবাইল ইন্ডাস্ট্রিতেই এর প্রতিফলন দেখতে পাওয়া যাবে। তবে ই-স্কুটার ইত্যাদির ক্ষেত্রে বৃহৎ প্লেয়াররাও তৈরি আগামিদিনের চাহিদা মেটানোর জন্য।
ওলা ইলেকট্রিক
সদ্য লিস্টিং হয়েছে ওলা ইলেক্ট্রিক শেয়ার। প্রথম দিকে উঁচুর দিকে চড়লেও গত কয়েক দিন ধরে দাম কমে আসছে। গত সপ্তাহের মাঝামাঝি স্টকটির দাম ১১৫-র কাছাকাছি ঘোরাফেরা করছে। কয়েকটি তথ্য :
১. ৫২ সপ্তাহের হাই বা লো : ১৫৭.৪০ টাকা এবং ৭৬ টাকা
২. ডেলিভারি : ট্রেড : আন্দাজ ৪৫%
৩. শেয়ারের ফেস ভ্যালু : ১০ টাকা
৪. মার্কেট ক্যাপ : ৫০ হাজার ১৫০ কোটি
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.