প্রতীকী ছবি
বাজেটের আগে ছিল চর্চা। বাজেটের পরেও হয়েছে চর্চা। কিন্তু বাজেটের নিরিখে লগ্নির চালচিত্রে কোনও বদল কি হয়েছে? গ্রাহক তাঁর নিজস্ব ফিনান্সিয়াল পরিকল্পনায় কি কোনও পরিবর্তন আনবেন বাজেটের পরিপ্রেক্ষিতে? সেক্ষেত্রে কী কী যোগ হতে পারে, নতুন কী হতে পারে, তা নিয়েই তিনটি জরুরি পরামর্শ সাজিয়ে দিল টিম সঞ্চয়
(১) “সবসে পহলে লাইফ ইনসিওরেন্স” শীর্ষক বার্তা দিয়েছেন নুভামা ওয়েলথ (এডেলওয়াইস হিসাবে যা পরিচিত ছিল আগে)। বাজেটের পরবর্তী অধ্যায়ে জীবন বিমা কিভাবে ব্যবহৃত হতে পারে তা বোঝানোর জন্য এই প্রচেষ্টা। গ্রাহকের নিজের ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের ক্ষেত্রে বিমার বড় ভূমিকা আছে, তাঁর পরিবারের সুরক্ষার প্রশ্ন যেখানে বিশেষভাবে জড়িত। লাইফ কভার (সঙ্গে নির্দিষ্ট ট্যাক্স সংক্রান্ত সুবিধা) সম্বন্ধে সতর্ক করেছেন অনেকেই। যথেষ্ট পরিমাণে কভার না থাকলে ভুগতে হতে পারে, এই তত্ত্বটি আজ সকলেরই জানা। তবে ট্যাক্স বেনিফিট (প্রসঙ্গ : সেকশন ৮০ সি এবং সেকশন ১০ (১০ডি)) সম্বন্ধে এবং সংশ্লিষ্ট ইস্যুগুলো নিয়ে বাজেট ঠিক কী জানিয়েছেন অর্থমন্ত্রী, তা জেনে নিতে হবে।
(২) সিপ টপ-আপ নিয়মিতভাবে করতে হবে, এই মর্মে লগ্নিকারীর কাছে বিশেষ মেসেজ পৌঁছে দিল এইচএসবিসি মিউচুয়াল ফান্ড। সিপ শুধু সাধারণ একমাত্রিকভাবে চালিয়ে গেলে রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে বটে, তবে সেই রিটার্ন আরও তেজি হতে পারে যদি টপ-আপ করেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে টপ-আপ করা উচিত, এমন অভিমত সব বিশেষজ্ঞদেরই। ইদানিং বিনিয়োগকারীরা যথেষ্ট অনুশাসিত হয়ে টপ-আপের অভ্যাস আরম্ভ করেছেন, বজায় রাখছেন একইভাবে। বছরে এক-দুবার টপ-আপ করা কাম্য বলে মানেন তাঁদের একাংশ, এবং পেশাদার অ্যাডভাইজাররাও সেইভাবে পরামর্শ দেন তাঁদের ক্লায়েন্টদের।
(৩) একগুচ্ছ নতুন ফান্ডের প্রস্তাব চলে এসেছে বিভিন্ন অ্যাসেট ম্যানেজমেন্ট সংস্থার দৌলতে। সেবির কাছে এগুলোর ড্রাফ্ট অফার ডকুমেন্ট পাঠানো হয়েছে অনুমোদনের জন্য। প্রসঙ্গত, নতুন প্রস্তাবের একটি বড় অংশ ইনডেক্স ফান্ড অথবা ইটিএফ। সঙ্গের তালিকায় বিশেষ কিছু নতুন নাম দেওয়া রইল।
সূত্র : সেবি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.