Advertisement
Advertisement

Breaking News

Personal Finance

কীভাবে নেবেন লিয়েনে লোন? জানুন খুঁটিনাটি

কীভাবে সুদ কষা হয়?

How to get Lien Loans, know about it

প্রতীকী ছবি

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:March 7, 2024 5:50 pm
  • Updated:March 7, 2024 5:50 pm  

ফান্ডের ইউনিট যদি থাকে, তবে তা রিডিম না করে তার বদলে লোন নেওয়াকে মার্কেটের ভাষায় বলা হয় লিয়েন। কীভাবে লিয়েনে লোন নিতে পারেন, সরেজমিনে জানাল টিম সঞ্চয়
 
মিরে অ‌্যাসেট ফিনান্সিয়াল সার্ভিসেস
ফান্ডের ইউনিট আছে? বিক্রি না করে অর্থাৎ রিডিম না করে তার বদলে লোন চান? মিরে অ‌্যাসেটের পরিষেবার বিষয়ে জেনে নিতে পারেন। অনলাইনে সহজেই পেতে পারেন, তবে প্রথমে কয়েকটি খুঁটিনাটি জানা উচিত।
 
  • পদ্ধতির নাম লিয়েন। যার দ্বারা ইউনিট বাঁধা দিয়ে লোন নেওয়া সম্ভব।
  • কেওয়াইসি এবং ব‌্যাঙ্ক অ‌্যাকাউন্টের তথ‌্য লাগবে অ‌্যাপ্লিকেশনের জন‌্য। নির্দিষ্ট অ‌্যাপ আছে, ডাউনলোড করে নেবেন।
  • সুদের হার ৯% থেকে শুরু, মিরে অ‌্যাসেট জানাচ্ছে।
  • লোন পাবেন ওভারড্রাফ্ট হিাবে। কোনও লুকোনো খরচ অর্থাৎ ‘হিডেন চার্জ’ নেই, সংস্থা জানিয়েছে।
সর্বোচ্চ লোনের পরিমাণ : 
–যদি ইক্যুইটি ফান্ড হয় : এক কোটি টাকা।
যদি ডেট ফান্ড হয় : তিন কোটি টাকা।
 

[আরও পড়ুন: নিজেই কষুন নিজের রিটার্নের অঙ্ক, জেনে নিন সঠিক উপায়]

  • সর্বনিম্ন লোনের পরিমাণ : ১০,০০০ টাকা।
  • লোনের মেয়াদ : ১২ মাস, তার পর রিনিউ করতে পারেন।
  • ফি : ৯৯৯ টাকা, সঙ্গে ট‌্যাক্স যোগ হবে।
  • যদি সুদ সময়মতো না দেন, তাহলে ডিফল্ট পিরিয়ডের জন‌্য সুদের হারের উপর ৪% পেনাল্টি দিতে হবে।
  • সুদ দেবেন কেবল ব‌্যবহৃত অ‌ংশের উপর। তার মানে যে অংশ এখনও ব‌্যবহৃত হয়নি, তার উপর সুদ ধার্য হবে না।
  • কেস স্টাডি: ধরা যাক, জনৈক গ্রাহক ৫০,০০০ টাকার লোন নিয়েছেন এক বছরের জন‌্য। 
বার্ষিক সুদের হার : ৯%
তাই প্রতি মাসে সুদ দিতে হবে: ৩৭৫ টাকা।
মোট পেমেন্ট: ৫৪,৫০০ (প্রিন্সিপ‌্যাল + ইন্টারেস্ট)
তাহলে মোট খরচ: সুদ – ৪,৫০০ টাকা
প্রসেসিং ফি – ৯৯৯ টাকা
স্ট‌্যাম্প ডিউটি-৫০০ টাকা
মোট – ৫,৯৯৯ টাকা।
 
  • গ্রাহক কী লিয়েন করেছেন – ইক্যুইটি ফান্ড
  • ফান্ডের ভ‌্যালু কত?        – ১০,০০,০০
  • এলিজিবিলিটি লিমিট কত? – ৪,৫০,০০০
  • ব‌্যবহার হয়েছে (৫ই জানুয়ারি) – ১,০০,০০০
  • আবার ব‌্যবহার হয়েছে (১০ জানুয়ারি) – ১,০০,০০০
  • রিপেমেন্ট হয়েছে  (২০শে জানুয়ারি) – ১,০০,০০০
  • আবার রিপেমেন্ট হয়েছে (২৫ জানুয়ারি)  – ১,০০,০০০

[আরও পড়ুন: ইনক্রেড মানি-র নাম শুনেছেন? জেনে নিন খুঁটিনাটি]

পয়লা ফেব্রুয়ারি গ্রাহক একটি মেসেজ পাবেন, যাতে যথেষ্ট ব‌্যালেন্স তাঁর ব‌্যাঙ্কে রাখা  থাকে।
সুদ হবে 
[(৯%/৩৬৫) x {(৫ x ১,০০,০০০)+
 (১০ x ২,০০,০০০) + (৫ x ১,০০,০০০)}] 
= ৭৩৯.৭৩ টাকা
এই ৭৩৯.৭৩ টাকা টাকা তাঁর অ‌্যাকাউন্ট থেকে ডেবিট হবে।  
 
কীভাবে সুদ কষা হয়? কীসের ভিত্তিতে চার্জ নেওয়া হয়?
কত দিনের জন‌্য লোন নেওয়া হচ্ছে, তা স্বাভাবিকভাবেই খুব জরুরি। সুদ ধার্য করা হয় ব‌্যবহৃত অংশের উপর। প্রতিদিনের হিসাব এখানে প্রাসঙ্গিক হয়ে ওঠে। 
ফর্মূলা: (Utilised Amount x Interest Rate) 365/ রেজিস্টার্ড ব‌্যাঙ্ক অ‌্যাকাউন্ট থেকে সুদ ডেবিট করা হবে বলে সংস্থা বলছে। সেই জন‌্য নির্দিষ্ট দিনে (মাসের প্রথম ওয়ার্কিং ডে এখানে উল্লেখ‌্য) অ‌্যাকাউন্টে যেন যথেষ্ট ব‌্যালেন্স রাখেন গ্রাহক। মিরে অ‌্যাসেট বলছে, মার্চ থেকে সুদের হার ৯.৫% হয়ে গিয়েছে। তার মানে প্রতি ১ লক্ষ টাকার লোনের জন‌্য গ্রাহককে প্রতি মাসে ৪২ টাকা সুদ হিসাবে বেশি দিতে হবে। 

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement