ফান্ডের ইউনিট যদি থাকে, তবে তা রিডিম না করে তার বদলে লোন নেওয়াকে মার্কেটের ভাষায় বলা হয় লিয়েন। কীভাবে লিয়েনে লোন নিতে পারেন, সরেজমিনে জানাল টিম সঞ্চয়
মিরে অ্যাসেট ফিনান্সিয়াল সার্ভিসেস
ফান্ডের ইউনিট আছে? বিক্রি না করে অর্থাৎ রিডিম না করে তার বদলে লোন চান? মিরে অ্যাসেটের পরিষেবার বিষয়ে জেনে নিতে পারেন। অনলাইনে সহজেই পেতে পারেন, তবে প্রথমে কয়েকটি খুঁটিনাটি জানা উচিত।
পদ্ধতির নাম লিয়েন। যার দ্বারা ইউনিট বাঁধা দিয়ে লোন নেওয়া সম্ভব।
কেওয়াইসি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য লাগবে অ্যাপ্লিকেশনের জন্য। নির্দিষ্ট অ্যাপ আছে, ডাউনলোড করে নেবেন।
সুদের হার ৯% থেকে শুরু, মিরে অ্যাসেট জানাচ্ছে।
লোন পাবেন ওভারড্রাফ্ট হিাবে। কোনও লুকোনো খরচ অর্থাৎ ‘হিডেন চার্জ’ নেই, সংস্থা জানিয়েছে।
পয়লা ফেব্রুয়ারি গ্রাহক একটি মেসেজ পাবেন, যাতে যথেষ্ট ব্যালেন্স তাঁর ব্যাঙ্কে রাখা থাকে।
সুদ হবে
[(৯%/৩৬৫) x {(৫ x ১,০০,০০০)+
(১০ x ২,০০,০০০) + (৫ x ১,০০,০০০)}]
= ৭৩৯.৭৩ টাকা
এই ৭৩৯.৭৩ টাকা টাকা তাঁর অ্যাকাউন্ট থেকে ডেবিট হবে।
কীভাবে সুদ কষা হয়? কীসের ভিত্তিতে চার্জ নেওয়া হয়?
কত দিনের জন্য লোন নেওয়া হচ্ছে, তা স্বাভাবিকভাবেই খুব জরুরি। সুদ ধার্য করা হয় ব্যবহৃত অংশের উপর। প্রতিদিনের হিসাব এখানে প্রাসঙ্গিক হয়ে ওঠে।
ফর্মূলা: (Utilised Amount x Interest Rate) 365/ রেজিস্টার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সুদ ডেবিট করা হবে বলে সংস্থা বলছে। সেই জন্য নির্দিষ্ট দিনে (মাসের প্রথম ওয়ার্কিং ডে এখানে উল্লেখ্য) অ্যাকাউন্টে যেন যথেষ্ট ব্যালেন্স রাখেন গ্রাহক। মিরে অ্যাসেট বলছে, মার্চ থেকে সুদের হার ৯.৫% হয়ে গিয়েছে। তার মানে প্রতি ১ লক্ষ টাকার লোনের জন্য গ্রাহককে প্রতি মাসে ৪২ টাকা সুদ হিসাবে বেশি দিতে হবে।