Advertisement
Advertisement
Personal Finance

উদ্ভাবন ও প্রযুক্তির মিশেলে এসবিআই-এর নয়া ফান্ড, জানুন বিস্তারিত

বিভিন্ন সময় কর্পোরেট সেক্টরে ইনোভেশন নির্ভর কৌশল নেওয়া হয়।

Here is know about SBI new fund
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:June 5, 2024 6:31 pm
  • Updated:June 5, 2024 6:31 pm  

সুযোগ কখনও বলে আসে না। এ কথা যেমন সত‌্য, তেমনই বাজার অর্থনীতিতে ‘ইনোভেটিভ অপরচুনিটিজ’-এর ধারণার অস্তিত্ত্বও ভ্রান্ত নয়। এসবিআই-এর নতুন ফান্ড অফার পরিচালিত হবে এই আদর্শেই। বিস্তারিত জানাচ্ছে টিম সঞ্চয়

সবিআই মিউচুয়াল ফান্ডের নতুন প্রস্তাব। ইনোভেটিভ অপরচুনিটিজ ফান্ড। অতি সম্প্রতি ড্রাফ্ট অফার ডকুমেন্ট নিয়ে সেবির দরজায় কড়া নেড়েছেন ফান্ড ম‌্যানেজার। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, ইনোভেটিভ অপরচুনিটিজ আদতে ঠিক কী? আর কেনই বা সাধারণ ইনভেস্টর এমন একটি প্রস্তাবের ডাকে সাড়া দেবেন? সেবির কাছে পেশ হওয়া প্রস্তাবের দরদাম আজ উঠতি তারা হিসাবে পেশ করা হল।

Advertisement

১-থিমভিত্তিক ফান্ড। মূলত নির্ভর করবে ‘ইনোভেশন’ থিমের উপর।
২-ওপেন এন্ড। আর পাঁচটি ইক্যুইটি স্কিমের মতোই।
৩-উদ্দেশ‌্য : লং টার্ম ক‌্যাপিটাল গ্রোথ নিশ্চিত করা, তবে অবশ‌্যই এই বিষয়ে কোনও গ‌্যারান্টি দেওয়া হবে না।
৪-নূন্যতম লগ্নি : ৫০০০ টাকা। অ‌্যাডিশনাল পারচেজ ১,০০০ টাকা।
৫-বেঞ্চমার্ক ইনডেক্স : নিফটি ৫০০।
৬-পোর্টফোলিওর গঠন : অন্তত ৮০ শতাংশ অ‌্যাসেট ইক্যুইটিতে লগ্নি করা হবে। ফান্ড ম‌্যানেজার ইনোভেশনের চিহ্ন খুঁজে নেবেন।

[আরও পড়ুন: জীবনের জন্য জীবনবিমা, জেনে রাখুন গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য]

উল্লেখ‌্য, বিভিন্ন সময় কর্পোরেট সেক্টরে ইনোভেশন নির্ভর কৌশল নেওয়া হয়। সংস্থার কর্তৃপক্ষ পণ‌্য ও পদ্ধতি, দুই ক্ষেত্রেই নানা নতুন চিন্তা করেন। মার্কেটিংয়ের কৌশল বদলায়, রিসার্চের দ্বারা উদ্ভাবন শক্তি বাড়ে, প্রযুক্তির ব‌্যবহারে প্রফিট বাড়ার সম্ভাবনা দেখা দেয়। এই সবের দিকে লক্ষ‌্য রাখবেন ফান্ড কর্তৃপক্ষ।

এখানে বলা উচিত যে, ইনোভেশন-নির্ভর একাধিক ফান্ড এই মুহূর্তে বাজারে আছে। নিপ্পন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ডের কথা এই প্রসঙ্গে জানানো যেতে পারে। সম্প্রতি আসা সংস্থার এই ফান্ডটি বেশ ভালো ফল দেখিয়েছে ইতিমধ্যে। তবে প্রতিবারের মতো এবারেও আমরা সতর্ক করে দিতে চাই লগ্নিকারীদের। অন‌্য ফান্ডের রিটার্ন দেখে কোনও সিদ্ধান্ত নেবেন না। পুরোনো রিটার্ন আগামি দিনে নাও আসতে পারে। এই কথা মিউচুয়াল ফান্ডে লগ্নিকারীদের বার বার জানানো হচ্ছে ‘সঞ্চয়’-এর পাতায়।

কোথায় লগ্নি করেছে নিপ্পনের ইনোভেশন ফান্ডটি? পোর্টফোলিওতে নজর রাখুন, ধারণা পাবেন। ইনোভেশন নিয়ে সম্প্রতি বন্ধন মিউচুয়াল ফান্ডও আলাদা প্রকল্প এনেছে। ইতিমধ্যে অনগোয়িং বেসিসে তা কেনাবেচা করতে পারবেন ইনভেস্টর। বাজারের একাংশের মতে, এমন ফান্ডের পোর্টফোলিও বেশ ডাইভারসিফায়েড হওয়া সম্ভব।

[আরও পড়ুন: বাজার কাঁপাচ্ছে নতুন খেলোয়াড়রা, ফান্ড কর্তৃপক্ষের সন্ধানে লগ্নিকারীর দল

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement