অনেক পাঠকই জানতে চান, কীভাবে তাঁরা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্টের নিয়ম মেনে এনপিএস-এ লগ্নি করে বড় পেনশন তহবিল গঠন করতে পারবেন। তাঁদের জন্য কিছু সাধারণ বিষয়ের পাশাপাশি কয়েকটি জরুরি শর্তের কথাও জানালেন নীলাঞ্জন দে
প্রথমেই জানিয়ে রাখি, এনপিএস-এর টিয়ার ওয়ান এবং টিয়ার টু, দু’টির জন্যই মিনিমাম কনট্রিবিউশন সাধারণ মানুষের নাগালেই রাখা হয়েছে। ‘ডি-রেমিট’ সুবিধা ব্যবহার করে লগ্নি করতে পারেন, সাধারণভাবে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে যেভাবে সিপ করেন, প্রতি মাসে নির্দিষ্ট একটি টাকার অঙ্ক বিনিয়োগ করেন, এখানেও সেই স্টাইল অনুযায়ী করতে চাইলে কেউ বাধা দেবে না।
শুরু করার আগে এই বিশ্বাসে অটল থাকুন যে NPS-এর মাধ্যমে বড় মাপের সেভিংস অবশ্যই করতে পারবেন। এর ভিত্তিতেই পিআরএএন অর্থাৎ পার্মানেন্ট রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট নম্বর খুলুন। নিজের পিওপি বা পয়েন্ট অফ প্রেজেন্স বেছে নিন সুবিধামতো। যে ব্যাংকে নিজের এনপিএস অ্যাকাউন্ট খুলেছেন, সেখানে standing instruction নিশ্চয়ই দিয়েছেন এনপিএস-এ নিয়মিত পেমেন্ট করার জন্য? তাহলে সুষ্ঠুভাবে সবই হবে। এছাড়াও, ডিজিটাল মাধ্যমে ডি-রেমিট সুবিধা নিতে পারেন-এটি ২০২০ সালের শেষাশেষি চালু করা হয়েছিল, আগামিদিনে এর ব্যবহার বাড়তে চলেছে বলেই অনেকে মনে করেন, বিশেষত ইন্টারনেটের প্রসারের জন্য এর উপযোগিতা আরও বাড়বে।
একই দিনের ‘ন্যাভ’ (নেট অ্যাসেট ভ্যালু) পাওয়ার জন্য ডি-রেমিট খুব সুবিধার, এর জন্য আগে সময় বেশি লাগত। এই পদ্ধতিতে একটি ‘ভার্চুয়াল আইডি’ থাকবে, আপনি এটির মাধ্যমে নিজের কন্ট্রিবিউশন করতে পারবেন।
এই পন্থার আশ্রয় নিতে হলে আপনি রেকর্ড কিপিং এজেন্সি (যেমন Kfintech)-র সঙ্গে যোগাযোগ করুন এবং অ্যাকাউন্ট (টিয়ার ওয়ান বা টিয়ার টু) বেছে নিন।
টিয়ার ওয়ান অ্যাকাউন্ট
প্রাইমারি অ্যাকাউন্ট বলে চিহ্নিত।
উইথড্রয়ালের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে।
ষাট বছর বয়স এখানে একটি জরুরি শর্ত।
ন্যূনতম লগ্নি : ৫০০ টাকা, বছরে অন্তত ১০০০ টাকা। এর পর যত খুশি এবং যতবার ইচ্ছা।
টিয়ার টু অ্যাকাউন্ট
টিয়ার ওয়ান অ্যাক্টিভ থাকতে হবে, তাহলেই খোলা যাবে।
কোনও বিধিনিষেধ নেই, কোনও মিনিমাম ব্যালেন্সও নেই।
উইথড্রয়াল করা সম্ভব।
ডি-রেমিট বৈশিষ্ট্য
৫০০ টাকা ন্যূনতম কন্ট্রিবিউশন।
মোড অফ রেমিট্যান্স RTGS, NEFT বা IMPS।
অনলাইনেই যাবতীয় সুবিধা পাবেন, তুলনায় ‘সস্তা’, তবে এনপিএস-এর চার্জেস নিয়ে আপনাকে জেনে নিতে হবে।
(লেখক লগ্নি পরামর্শদাতা)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.