প্রতীকী ছবি
রিজার্ভ ব্যাঙ্ক বেশ কয়েক বছর পর রেপো রেটের হার কমিয়েছেন, আমরা কয়েকদিন আগেই দেখতে পেয়েছি। এর ফলে সাধারণ লগ্নিকারী হিসাবে আমরা কী আশা করতে পারি? আমাদের বিনিয়োগের জন্য কি রেট-কাট অ্যাক্টে কোনও বিশেষ বার্তা বহন করছে? এই আলোচনায় রইল সেই সংক্রান্ত ব্যাখ্যাই। লিখছেন নীলাঞ্জন দে
ব্যাঙ্কে ডিপোজিটর হিসাবে আমরা অনেকেই ফিক্স ডিপোজিটের সুদের উপর নির্ভর করে চলি। সংসার চালানোর খরচের সূত্র হিসাবে আমানতই আমাদের জীবনে বড় ভূমিকা পালন করে। ব্যাঙ্কগুলো কি এইবার সুদ কমানোর পথে হাঁটবে? হ্যাঁ, তা হবে – তবে হয়তো সব ব্যাঙ্ক এখনই এমন পদক্ষেপ নেবে না। হয়তো সামান্য দেরি হতে পারে। খেয়াল করবেন, সুদের হার কমালে সুদ-নির্ভর গ্রাহকদের অসুবিধা হবে। বিশেষ করে ইনফ্লেশনের বাতাবরণে। তাঁরা এমনও ভাবতে পারেন, সুদ তো কমানো হল, এবার আর আমানতে টাকা সঞ্চয় করি কেন? মার্কেটে, অনিশ্চিত রিটার্ন থাকা সত্ত্বেও, বেশি লগ্নি করব তার বদলে।
আগামিদিনে (পরিস্থিতি বুঝে) ব্যাঙ্ক নিয়ন্ত্রক যে আরও রেট কমাবেন না, তা তো নয়। তখন তো ব্যাঙ্কগুলির উপর রেট বদলের চাপ আরও বাড়বে। কীসের ভরসায় তখন ডিপোজিটররা ব্যাঙ্কের দরজায় দাঁড়াবেন, কেনই বা তাঁরা আমানত কিনতে রাজি থাকবেন? এমনিতেই বোঝা যাচ্ছে গত পাঁচ-দশ বছরে বাজারে (স্টক মার্কেটে বিশেষ করে) লগ্নি বাড়ছে। আর গত বছর তিনেক ধরে রিটার্ন তো মোটা রকম পেয়েছেন সাধারণ লগ্নিকারীরা। তাই উপর্যুপরি সুদ কমানোর পরিস্থিতিতে, মার্কেটের দিকে নজর দেবেন আরও অনেকে, এমনও বলা চলে।
RBI: রেপো রেট কাট: ২৫ বেসিস পয়েন্ট
প্রায় পাঁচ বছর বাদে রেটে পরিবর্তন এল।
যাঁরা ধার নিয়েছেন/নেবেন বলে ভাবছেন:
১। ব্যাঙ্ক কি রেট কমাবে বলে ইঙ্গিত দিয়েছে?
২। নতুন লোন নেওয়ার আগে জেনে নিন কোন নতুন রেট চালু হয়েছে কি না। এবং যদি কিছু কাল অপেক্ষা করতে পারেন, তাহলে লোন নেওয়ার বন্দোবস্ত পরে করুন, এখনই এগিয়ে যাবেন না।
৩। যাঁরা ইতিমধ্যে লোন শোধ করছেন, তাঁরা কি ফ্লোটিং রেটে লোন নিয়েছেন? তাই যদি হয়, তাহলে “রিসেট” সংক্রান্ত শর্ত জেনে নিন আরও একবার।
৪। ইএমআই কমে আসার কথা, বুঝে নিন ঠিক কতখানি পরিবর্তন হবে, আর আপনার তাতে কত টাকা সাশ্রয় হবে।
যাঁরা ডিপোজিটর: এখনই নতুন আমানত করে নিতে পারেন, কারণ ইন্টারেস্ট রেটে পরিবর্তন আসার সম্ভাবনা আছে। উচ্চতর হারে “লক ইন” করলে সুবিধা, পরে রেট কমে এলে নতুন গ্রাহকদের তুলনায় আপনি বেশি সুদ পাবেন। ডিপোজিটর হিসাবে ব্যাঙ্ক আপনার কাছ থেকে ধার নিয়েছে, মনে রাখুন, তাই “অ্যাডভানটেজ” গ্রাহকের হতে পারবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.