Advertisement
Advertisement

Breaking News

NPS

ন্যাশনাল পেনশন সিস্টেম সঞ্চয়ে কতটা কার্যকরী?

১৮ বছরে চালু করার কথা ভাবুন।

Here is about National Pension System (NPS)
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:May 16, 2025 2:30 pm
  • Updated:May 16, 2025 4:27 pm  

এনপিএস তথা ন‌্যাশনাল পেনশন সিস্টেম সম্পর্কে জানেন না, এমন ইনভেস্টর বিরল। তবে ইনভেস্টরদের অনেকেই আবার এর সঠিক কার্যকারিতা সম্বন্ধে ওয়াকিবহাল নন। সেই তথ‌্যই তুলে ধরল টিম সঞ্চয়

ন‌্যাশনাল পেনশন সিস্টেম বা এনপিএস। এখানে সঞ্চয় করে কতটা লাভবান হতে পারি আমরা? এই বিষয়ে আলোচনা করতে এবং এই ধরনের প্রশ্নের উত্তর খুঁজতে আমরা বেছে নিয়েছি একটি ক‌্যালকুলেটর। সাবসক্রাইবারের রিটার্ন কেমন হবে, তা বুঝতে হলে সঙ্গের গ্রাফিক্স দেখুন।

আমরা কয়েকটি “সিনারিও” বেছে নিয়েছি। বয়স ধরেছি ১৮, ২৫, ৩৫ এবং ৪০ বছর। প্রতিবারই মাসে ৫,০০০ টাকা সেভিংস হবে, ধরে নিয়েছি। রিটায়ারমেন্টের ৬০ বছর। ফল কেমন হবে? সঙ্গের চার্ট দেখুন।


NPS নিয়ে জরুরি কিছু কথা

১। একটি “অর্গানাইজড” সেভিংসের পদ্ধতি। সুযোগ থাকলে যত শীঘ্র পারেন, সাবস্ক্রাইবার হয়ে যান। তুলনায় স্বল্প বয়স থেকে শুরু করে লগ্নি চালিয়ে গেলে ভালো করবেন। তাই ১৮ বছরে চালু করার কথা ভাবুন।
২। ষাটে অবসর নিয়ে অ‌্যানুইটির মাধ‌্যমে সংসার খরচ চালাতে পারবেন। তবে তখনই একটি লাম্পসাম উইথড্রয়াল করার প্রয়োজন পড়তে পারে – যদি যথেষ্ট সঞ্চয় হয়ে থাকে।
৩। স্বল্প খরচ, তুলনায় দীর্ঘ মেয়াদ, দুই-ই কাজে লাগবে– অবসর নিয়ে “স্টেডি” রোজগার যাঁরা চান তাঁরা ভেবে দেখুন।
৪। সব খুঁটিনাটি বুঝে নিন। Tier 1 এবং Tier 2, দুই ধরনের অ‌্যাকাউন্ট হয়। দ্বিতীয়টি “ভলান্টেরি”। সেখানে নিয়ম আলাদা। অনেক বেশি স্বাধীনতাও আছে গ্রাহকদের।
৫। নিজের জন‌্য ফান্ড ম‌্যানেজার বেছে নিন। বেশ কিছু বিকল্পের সন্ধান পাবেন। কোন ধরনের বিনিয়োগ হবে, তাও বুঝতে হবে আপনাকে।
৬। বিশেষভাবে ট‌্যাক্স সংক্রান্ত সুবিধাটি নিয়ে জানতে হবে। এছাড়াও উইথড্রয়াল ইত‌্যাদি নিয়ে নিয়মকানুন, যাতে কিছু পরিবর্তন এসেছে সম্প্রতি, জেনে নেবেন। প্রয়োজনে নিজের এনপিএস ডিস্ট্রিবিউটরের সঙ্গে আলোচনা করবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement