Advertisement
Advertisement
Personal Finance

এইউ স্মল ফিনান্স ব্যাঙ্কের জয়যাত্রা, কীভাবে এই উত্থান? রইল বিস্তারিত

মার্কেট ক‌্যাপিটালাইজেশনের নিরিখে দেশের অষ্টম বৃহত্তম প্রাইভেট সেক্টর ব‌্যাঙ্ক।

Here are some information about AU Small Finance Bank

ছবি- সংগৃহীত

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:December 27, 2024 6:35 pm
  • Updated:December 27, 2024 6:35 pm  

অল্প সময়ের মধ্যেই ব‌্যাঙ্কিং সেক্টরে নিজেদের জায়গা করে নিয়েছে এইউ স্মল ফিনান্স ব‌্যাঙ্ক। কীভাবে সম্ভব হল এই দ্রুত উত্থান? জানাচ্ছেন এইউ স্মল ফিনান্স ব‌্যাঙ্কের ডেপুটি সিইও রাজীব যাদব

এইউ স্মল ফিনান্স ব‌্যাঙ্ক মার্কেট ক‌্যাপিটালাইজেশনের নিরিখে দেশের অষ্টম বৃহত্তম প্রাইভেট সেক্টর ব‌্যাঙ্ক। প্রফিট আফটার ট‌্যাক্স-এর (পিএটি) নিরিখে ধরলে এই ব‌্যাঙ্কের স্থান দেশের মধ্যে দশম। আর টোটাল অ‌্যাসেটস-এর বিচারে ত্রয়োদশ-তম। দেশের স্মল ফিনান্স ব‌্যাঙ্ক (এসএফবি) গুলোর মধ্যে আমাদের ব‌্যাঙ্কের কাছে টোটাল ডিপোজিট এবং অ‌্যাডভান্সের নিরিখে ৪০ শতাংশ শেয়ার রয়েছে এবং আমরাই হলাম এ দেশের একমাত্র এসএফবি, যাদের অ‌্যাসেটের অঙ্ক ১ লক্ষ কোটি ছাড়িয়ে গিয়েছে।

Advertisement

ফিনকেয়ার স্মল ফিনান্স ব‌্যাঙ্কের সঙ্গে গাঁটছড়া: ফিনকেয়ার স্মল ফিনান্স ব‌্যাঙ্কের সঙ্গে আমরা গাঁটছড়া বেধেছি। এর ফলে আমাদের কাস্টমার বেস, জিওগ্রাফিক‌্যাল রিচ (ভৌগোলিক প্রসার) এবং মার্কেট পজিশন আগের তুলনায় সমৃদ্ধ হয়েছে। এর সুফল আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি ডিপোজিট গ্রোথ এবং কস্ট অপটিমাইজেশনের ক্ষেত্রে।

বিশ্বসেরা প্রযুক্তিসম্পন্ন প্ল‌্যাটফর্ম: বিশ্বপ্রসিদ্ধ সংস্থা যেমন আমাজন, সেলসফোর্স, ওর‌্যাকল, অ‌্যাসেনচার এবং অ‌্যাডোবের (স্থায়ী লগ্নি-ওভারঅল ব‌্যাঙ্ক ওপেক্স-এর ৮ থেকে ১০ শতাংশ) সঙ্গে আমরা যুক্ত। ভিডিও ব‌্যাঙ্কিং এবং AU0101 (দেড়শোরও বেশি ব‌্যাঙ্কিং পরিষেবা সিঙ্গল প্ল‌্যাটফর্মে যেমন এএসবিএ, টিকিট বুকিং) ছাড়াও রয়েছে AU 0101 মার্চেন্ট অ‌্যাপ, হোয়াটসঅ‌্যাপ ব‌্যাঙ্কিং প্রভৃতি। আমাদের দিনপ্রতি প্রায় পাঁচ মিলিয়নেরও বেশি ইউপিআই লেনদেন হয়।

ডিপোজিট এবং সিএএসএ (CASA) গ্রোথ: এইউ ব‌্যাঙ্কের ডিপোজিট গ্রোথ স্থিতিশীল। আমরা বাল্ক টার্ম ডিপোজিটের উচ্চ মূল‌্য হ্রাস করার দিকে যেমন নজর রাখি তেমনই গুরুত্ব দিই রিটেল ডিপোজিটের উপরও। আমাদের CASA অনুপাত ৩২ শতাংশ এবং CASA + রিটেল টিডি +বাল্ক নন-কলেবল টিডি হল টোটাল ডিপোজিটের ৮১ শতাংশ। আমাদের ব‌্যাঙ্কের ডিপোজিট বেস অত‌্যন্ত মজবুত এবং সাশ্রয়ী।

সুদক্ষ ফিনান্সিয়াল ইনক্লুসন: আর্বান এবং স্বদেশ ব‌্যাঙ্কিংয়ের মতো অনন‌্য উদ্যোগ আমরা নিয়েছি। আমাদের ঝুঁকি নিয়ন্ত্রণের ক্ষমতা যেমন নির্ভরযোগ‌্য তেমনই পরিচালনা শক্তিও সুদক্ষ।

নেতৃত্ব দেওয়ার ক্ষমতা: এইউ স্মল ফিনান্স ব‌্যাঙ্কের নেতৃত্বদানের ক্ষমতা জুড়িহীন। বোর্ডে রয়েছেন আরবিআই-এর প্রাক্তন ডেপুটি গভর্নর শ্রী এইচ আর খান। এছাড়াও বোর্ডে আছেন ৯ জন ডিরেক্টর, যার মধ্যে সাত জন স্বাধীন ক্ষমতা সম্পন্ন। 

ক্রেডিট রেটিং এবং রেগুলেটরি অ‌্যাপ্রুভ‌্যাল: আমাদের ব‌্যাঙ্কের ক্রেডিট রেটিং হল নামী সংস্থার তরফে AA/Stable। এর থেকেই বিবেচ‌্য আমাদের সুসংহত ফিনান্সিয়াল পজিশন ঠিক কেমন। তাছাড়াও আমাদের এমডি ও সিইও-র তৃতীয় দফার কার্যকালের জন‌্য নিয়ন্ত্রক সংগঠনের তরফে অনুমোদন এবং ফিনকেয়ার স্মল ফিনান্স ব‌্যাঙ্কের সঙ্গে গাঁটছড়া বাঁধা আমাদের বৃদ্ধিকে আরও নিশ্চিত করেছে।

Q2FY’25-এ আমাদের টাচপয়েন্ট–
১- দেশের ২১ রাজ‌্য ও ৪টি কেন্দ্রশাসিত এলাকা মিলিয়ে ২,৪০৮টি।
২- গ্রাহকসংখ‌্যা–১.০৯ কোটি।
৩- টোটাল লোন পোর্টফোলিও–১.০৫ কোটি টাকা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement