ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৫-২৬ কেন্দ্রীয় বাজেটে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে ট্যাক্স কমাক কেন্দ্রীয় সরকার। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের কাছে এমনই আর্জি জানাল দেশের ব্যাঙ্কগুলি। উদ্দেশ্য অত্যন্ত স্পষ্ট, শেয়ারবাজার ও মিউচুয়াল ফান্ডের পাশাপাশি গ্রাহকরা যাতে ব্যাঙ্কগুলিতে দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগে আগ্রহী হন সেটাই চাইছে ব্যাঙ্কগুলি।
চলতি বছরের কেন্দ্রীয় বাজেটকে মাথায় রেখে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এই উপলক্ষে বৃহস্পতিবার দেশের শীর্ষ অর্থনৈতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেখানেই ব্যাঙ্কের তরফে প্রস্তাব দেওয়া হয়, যাতে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট সুদের পরিমাণ কমিয়ে গ্রাহকদের বিনিয়োগে আগ্রহী করে তোলা হয়। আসলে সাম্প্রতিক সময়ে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের সুদের উপর ১০ শতাংশ টিডিএস কাটা হয়। সূত্রের খবর, সুদের উপর এত পরিমাণ টিডিএসের জেরে আগ্রহ হারাচ্ছেন গ্রাহকরা। বরং আগ্রহ বাড়ছে মিউচুয়াল ফান্ড ও শেয়ারে বিনিয়োগে।
রিপোর্ট বলছে, গত কয়েক বছরে ভারতীয়রা ব্যাপকভাবে শেয়ারবাজারে বিনিয়োগে আগ্রহী হয়েছেন। যার ফল বিনিয়োগে ব্যাঙ্কের গরিমা কমছে ক্রমশ। একে ব্যাঙ্কে সুদের পরিমাণ মিউচুয়াল ফান্ডের তুলনায় কম। তার উপর ১০ শতাংশ টিডিএস। এটাও ঠিক যে মিউচুয়াল ফান্ড বাজারগত ঝুঁকি সাপেক্ষ। তবে সেই সীমিত ঝুঁকি নিতে যে ভারতীয়দের খুব একটা অনীহা নেই তা রিপোর্টেই স্পষ্ট। পরিস্থিতি এই পর্যায়ে চললে গ্রাহকরা ব্যাঙ্কে দীর্ঘমেয়াদী বিনিয়োগে আগ্রহ হারাবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যা ব্যাঙ্ক তো বটেই দেশের অর্থনীতির জন্যও খুব এক সুখের হবে না। জটিল এই অবস্থা সামাল দিতে ঝুঁকিহীন বিনিয়োগ অর্থাৎ ফিক্সড ডিপোজিটে যাতে গ্রাহকরা বিনয়োগে আগ্রহী হন তার জন্য সুদের হার কমানোর আর্জি জানাল ব্যাঙ্কগুলি।
ব্যাঙ্কের পাশাপাশি এই বৈঠকে শেয়ারবাজার ও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে গ্রাহকদের উৎসাহিত করার পরামর্শ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রের সঙ্গে এই বৈঠক সারার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন এডেলউইস মিউচুয়াল ফান্ডের ম্যানেজিং ডিরেক্টর ওসিইও রাধিকা গুপ্তা। কেন্দ্রকে তিনি বলেন, অর্থমন্ত্রীর সঙ্গে প্রাক-বাজেট বৈঠকে তিনি শেয়ারবাজারের দক্ষতা বৃদ্ধি এবং এখানে যাতে মানুষ বিনিয়োগে আগ্রহী হন সে বিষয়ে পরামর্শ দিয়েছেন। কেন্দ্রের কাছে সুপারিশ করা হয়, মানুষ যাতে দীর্ঘমেয়াদী সঞ্চয় যেমন বন্ড এবং ইক্যুইটি শেয়ারে বিনিয়োগে আগ্রহী হন সে বিষয়ে গ্রাহককে উৎসাহিত করার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.