প্রতীকী ছবি
কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্টধারী কাস্টমারদের জন্য নতুন পেমেন্ট সলিউশন আনল বন্ধন ব্যাঙ্ক। এবার থেকে ভারত কিউআর কোড দিয়ে পেমেন্ট করা যাবে। যে কোনও মার্চেন্ট আউটলেটে এই পরিষেবার সুবিধা মিলবে। পেমেন্ট হওয়ামাত্রই পাওয়া যাবে ইন্সট্যান্ট নোটিফিকেশনও।
ডেবিট বা ক্রেডিট কার্ড ছাড়াই কাস্টমাররা যে কোনও ব্যাঙ্কিং অ্যাপের মাধ্যমে বা ইউপিআই অ্যাপের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন ভারত কিউআর কোড ব্যবহার করে। এটি অত্যন্ত নিরাপদ এবং দ্রুত পদ্ধতি। ছোট ভেন্ডর থেকে বড় ব্যবসায়ী, প্রত্যেকেই এর দ্বারা উপকৃত হবেন। অত্যাধুনিক ডিজিটাল প্রযুক্তিকে সম্বল করে বন্ধন ব্যাঙ্ক এগিয়ে চলেছে। এই অগ্রগতি এতটাই নজরকাড়া যে, আগামিদিনে ব্যাঙ্কিং পরিষেবাতেই বড়সড় পরিবর্তন আসতে বাধ্য বন্ধন ব্যাঙ্কের হাত ধরে। তারই অঙ্গ হিসাবে বাজারে এসেছে ভারত কিউআর কোড, যা বিবিধ মাধ্যমে ‘পেমেন্ট ফেসিলিটি’ প্রদান করে। ফলে নতুন-পুরনো, সব ধরনের গ্রাহকরাই এর থেকে লাভবান হবেন।
বন্ধন ব্যাঙ্কের ইডি তথা চিফ বিজনেস অফিসার রাজিন্দর বব্বরের কথায়, ‘‘আমাদের কাছে আমাদের কাস্টমারদের সুবিধার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা তাঁদের প্রয়োজনীয়তার কথা ভেবেই নানা ধরনের উদ্যোগ নিই। বিকিউআর অর্থাৎ ভারত কিউআর কোডের আগমনও সেই সূত্রে। এর মাধ্যমে পেমেন্ট প্রক্রিয়া অত্যন্ত সুবিধাজনক এবং দ্রুত হবে, ফলে উপকৃত হবেন গ্রাহকরা। আমরা চাই, আমাদের প্রতিটি গ্রাহক সর্বাধুনিক প্রযুক্তির সুফল পান। ব্যাঙ্কিং পরিষেবা যেন তাঁদের কাছে সহজ এবং সুবিধাজনক হয়। সেই উদ্দেশ্যেই বিকিউআর কোড কাজ করবে।’’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.