Advertisement
Advertisement
Personal Finance

ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল বাজাজ ফিনান্স, কোন স্কিমের ফায়দা নিতে পারেন আপনি?

কোম্পানির এই পদক্ষেপ সঞ্চয়কারীদের স্থিতিশীল ও ভালো রিটার্ন নিশ্চিত করার সুযোগ দিচ্ছে।

Bajaj Finance has increased interest rates on fixed deposits

প্রতীকী ছবি

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:April 19, 2024 5:49 pm
  • Updated:April 19, 2024 5:49 pm  

বেশ কিছু মেয়াদে সুদের হার বৃদ্ধি করল বাজাজ ফিনান্স। গত ৩ এপ্রিল থেকেই চালু হয়ে গিয়েছে এই পরিষেবা। কোন স্কিমের ফায়দা আপনি নিতে পারেন, জানতে পড়ে ফেলুন এই লেখা। তথ‌্য সংকলনে টিম সঞ্চয়

দেশের সবচেয়ে বড় আর্থিক পরিষেবা গ্রুপগুলোর মধ্যে অন্যতম বাজাজ ফিনসার্ভ লিমিটেডের অংশ বাজাজ ফিনান্স লিমিটেড তাদের বেশিরভাগ মেয়াদের ফিক্সড ডিপোজিটে হার বৃদ্ধি করার কথা সম্প্রতি ঘোষণা করেছে। ৩ এপ্রিল থেকে কোম্পানি প্রবীণ নাগরিকদের জন্য ২৫ থেকে ৩৫ মাসের মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬০ বেসিস পয়েন্ট পর্যন্ত এবং ১৮ থেকে ২৪ মাসের মেয়াদের স্থায়ী আমানতে ৪০ বেসিস পয়েন্ট পর্যন্ত বৃদ্ধি করেছে।

Advertisement

ষাট বছরের কম বয়সের নাগরিকদের জন্যে ২৫ থেকে ৩৫ মাসের মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়ানো হয়েছে ৪৫ বেসিস পয়েন্ট পর্যন্ত। এছাড়াও, ফিক্সড ডিপোজিটের ১৮ থেকে ২২ মাসের মেয়াদে ৪০ বেসিস পয়েন্ট পর্যন্ত এবং ৩০ থেকে ৩৩ মাসের মেয়াদে ৩৫ বেসিস পয়েন্ট পর্যন্ত সুদের হার বাড়ানো হয়েছে। কোম্পানির এই পদক্ষেপ সঞ্চয়কারীদের বাজারের বর্তমান অবস্থার মধ্যে স্থিতিশীল ও ভালো রিটার্ন নিশ্চিত করার সুযোগ দিচ্ছে। ৪২ মাসের মেয়াদর ফিক্সড ডিপোজিট ডিজিটালি বুক করে, প্রবীণ নাগরিকরা ৮.৮৫% পর্যন্ত সুদের হারের সুবিধা পেতে পারেন এবং ষাটের কম বয়সী স্থায়ী আমানতকারীরা ৮.৬০% পর্যন্ত সুদের হারের সুবিধা নিতে পারেন।

[আরও পড়ুন: ইটিএফে লগ্নি মানে সুযোগ অফুরান, জেনে নিন বিশেষজ্ঞের পরামর্শ]

শচীন সিক্কা, সংস্থার ফিক্সড ডিপোজিটস অ্যান্ড ইনভেস্টমেন্টস প্রধান জানিয়েছেন, “আমাদের সমস্ত লগ্নি বাকেটে বর্ধিত সুদের হার লগ্নিকারীদের এক আকর্ষণীয় সুযোগ দেয়। বহু বছর ধরে লক্ষ লক্ষ লগ্নিকারী বাজাজ ব্র্যান্ডের উপর তাঁদের আস্থা বজায় রেখেছেন। আমরা তাঁদের আরও ভালো অভিজ্ঞতা, বেশি মূল্য এবং সুরক্ষিত বিকল্প যোগানের দিকে নজর রেখেছি।”

প্রসঙ্গত, বাজাজ ফিনান্সের কাস্টমার ফ্র্যাঞ্চাইজি মার্চ ৩১, ২০২৪ তারিখ পর্যন্ত ছিল প্রায় ৮৩.৬৪ মিলিয়ন। এই কোম্পানি দেশের সবচেয়ে বড় আমানত গ্রহণকারী এনবিএফসি হয়ে উঠেছে, যার আমানতের অঙ্ক মার্চ ৩১, ২০২৪ তারিখে ৬০,০০০ কোটি টাকার বেশি ছিল। আবার ডিসেম্বর ৩১, ২০২৩ তারিখ পর্যন্ত কোম্পানির অ্যাপ প্ল্যাটফর্মের মোট ব্যবহারকারী ছিল ৪৯.১৯ মিলিয়ন। data.io রিপোর্ট অনুযায়ী, বাজাজ ফিনসার্ভ অ্যাপ দেশের প্লেস্টোরে আর্থিক ডোমেনে চতুর্থ সর্বাধিক ডাউনলোড করা অ্যাপ। বাজাজ ফাইন্যান্স ফিক্সড ডিপোজিট প্রোগ্রামের স্টেবিলিটি রেটিংও সর্বোচ্চ – CRISIL-এর AAA/Stable আর ICRA-র AAA (Stable)। ফলে এটি লগ্নিকারীদের জন্যে সবচেয়ে সুরক্ষিত লগ্নির অন্যতম বিকল্প।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement