Advertisement
Advertisement
Panchayat Vote

Panchayat Election: ভোটপ্রচারে গিয়ে নবগ্রামে গুলিতে ‘খুন’ তৃণমূলের অঞ্চল সভাপতি, গুলিবিদ্ধ এক কংগ্রস কর্মীও

এই ঘটনায় একে অপরকে দুষছে তৃণমূল ও কংগ্রেস।

West Bengal Panchayat Election 2023: TMC leader shot to death in Nabagram | Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Tiyasha Sarkar
  • Posted:June 16, 2023 10:10 am
  • Updated:June 16, 2023 10:17 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে যেন বোমা-বারুদের স্তূপে পরিণত হয়েছে রাজ্য। অশান্তি, আক্রমণ-পালটা আক্রমণ, প্রাণহানি লেগেই রয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ভোট প্রচারে গিয়ে গুলিতে মৃত্যু হল তৃণমূলের অঞ্চল সভাপতির। গুলিবিদ্ধ হয়েছেন এক কংগ্রেস কর্মী। ঘটনায় জন্য একে অপরকে দুষছে তৃণমূল ও কংগ্রেস। খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত মুর্শিদাবাদের নবগ্রাম। ঘটনাস্থলে প্রচুর পুলিশ।

বৃহস্পতিবার মনোনয়ন পর্ব শেষ করে বাড়ি ফিরেছিলেন সাহেবনগরের তৃণমূলের অঞ্চল সভাপতি মোজাম্মেল হক। তারপর সন্ধেয় প্রচারের কাজে বের হন তিনি। অভিযোগ, হজবিবি ডাঙা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। মারধর করা হয় মোজাম্মেল হককে। অভিযোগ, সেই সময় তাঁকে লক্ষ্য করে দু রাউন্ড গুলি চালানো হয়। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পরেন তিনি। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তৃণমূল বিধায়ক কানাইলাল মণ্ডলের অভিযোগ, এই ঘটনার নেপথ্যে কংগ্রেস। খুনের প্রতিবাদে শুক্রবার নবগ্রামে ১২ ঘণ্টার বনধের ডাকও দিয়েছেন বিধায়ক। তবে পুলিশের দাবি, গুলি চলেনি।

Advertisement

[আরও পড়ুন: কেশপুর আছে কেশপুরেই! বিনা প্রতিদ্বন্দিতায় গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে জয়ী TMC]

এদিকে বৃহস্পতিবারই ভোট প্রচারে গিয়ে গুলিবিদ্ধ হয়েছে কংগ্রেস কর্মী মাহরুল্লাহ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে ভরতি করা হয়েছে হাসপাতালে। কংগ্রেসের অভিযোগ, তৃণমূল ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। তাই জন্য গুলি চালিয়েছে। এদিন নবগ্রাম যেতে পারেন অধীররঞ্জন চৌধুরী।

[আরও পড়ুন: খুন হয়েছেন স্বামী, অর্ধসমাপ্ত কাজ শেষ করতে রাজনীতির ময়দানে নিহত পঞ্চায়েত সদস্যর স্ত্রী]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement