ছবি: প্রতীকী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে যেন বোমা-বারুদের স্তূপে পরিণত হয়েছে রাজ্য। অশান্তি, আক্রমণ-পালটা আক্রমণ, প্রাণহানি লেগেই রয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ভোট প্রচারে গিয়ে গুলিতে মৃত্যু হল তৃণমূলের অঞ্চল সভাপতির। গুলিবিদ্ধ হয়েছেন এক কংগ্রেস কর্মী। ঘটনায় জন্য একে অপরকে দুষছে তৃণমূল ও কংগ্রেস। খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত মুর্শিদাবাদের নবগ্রাম। ঘটনাস্থলে প্রচুর পুলিশ।
বৃহস্পতিবার মনোনয়ন পর্ব শেষ করে বাড়ি ফিরেছিলেন সাহেবনগরের তৃণমূলের অঞ্চল সভাপতি মোজাম্মেল হক। তারপর সন্ধেয় প্রচারের কাজে বের হন তিনি। অভিযোগ, হজবিবি ডাঙা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। মারধর করা হয় মোজাম্মেল হককে। অভিযোগ, সেই সময় তাঁকে লক্ষ্য করে দু রাউন্ড গুলি চালানো হয়। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পরেন তিনি। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তৃণমূল বিধায়ক কানাইলাল মণ্ডলের অভিযোগ, এই ঘটনার নেপথ্যে কংগ্রেস। খুনের প্রতিবাদে শুক্রবার নবগ্রামে ১২ ঘণ্টার বনধের ডাকও দিয়েছেন বিধায়ক। তবে পুলিশের দাবি, গুলি চলেনি।
এদিকে বৃহস্পতিবারই ভোট প্রচারে গিয়ে গুলিবিদ্ধ হয়েছে কংগ্রেস কর্মী মাহরুল্লাহ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে ভরতি করা হয়েছে হাসপাতালে। কংগ্রেসের অভিযোগ, তৃণমূল ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। তাই জন্য গুলি চালিয়েছে। এদিন নবগ্রাম যেতে পারেন অধীররঞ্জন চৌধুরী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.