Advertisement
Advertisement
WB Panchayat Poll

WB Panchayat Poll: পেশাদার শিল্পী নয়, গ্রামের ‘বউদি’কে জেতাতে রং-তুলি হাতে দেওয়াল আঁকছে দুই তরুণী

আঁকতে ভালবাসে বলেই এত উৎসাহ দুই কন্যার।

WB Panchayat Poll: Two girls involved in wall painting for the support of TMC candidate of their village in Purulia | Sangbad Pratidin

ছবি: অমিতলাল সিং দেও।

Published by: Sucheta Sengupta
  • Posted:July 1, 2023 11:58 pm
  • Updated:July 2, 2023 12:03 am

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: কোনও পেশাদার শিল্পী নন, নয় দলের তরফে দেওয়াল লিখনে পটু কেউ। গ্রামের ‘বউদি’কে জেতাতে রং-তুলি ধরেছেন গ্রামেরই দুই তরুণী। ঘাসফুল এঁকে দেওয়াল লিখছে তারাই। পুরুলিয়ার (Purulia) বলরামপুর ব্লকের ঘাটবেড়া-কেরোয়া গ্রাম পঞ্চায়েতের ৮ নম্বর আসনের তৃণমূল প্রার্থী তনুজা কুমার। তাঁর সমর্থনে দেওয়াল লিখনে কোনও পেশাদার শিল্পী নেই। গ্রামের ‘বউদি’কে জেতাতে ওই এলাকার দুই তরুণী প্রতিমা কুমার ও সুশান্তি মান্ডি নিজেরাই এগিয়ে এসে দেওয়াল লিখে যাচ্ছে।

পঞ্চায়েত ভোট (Panchayat Vote) ঘোষণা হওয়ার সময় এই জেলায় ছিল তাপপ্রবাহের চোখরাঙানি। তারপর বর্ষার মেঘে টানা বৃষ্টি। এই পরিস্থিতিতে এই এলাকায় এখনও দেওয়াল লিখনের কাজ শেষ হয়নি। তাই কাজ দ্রুত শেষ করতে মাঝেমধ্যেই ওই দুই তরুনীর সঙ্গী হচ্ছেন তৃণমূল প্রার্থী (TMC) তনুজা কুমার। বিভিন্ন ভোট প্রার্থীদের সমর্থনে দলের কর্মী-সমর্থক এমনকি ভীষণ প্রয়োজনে নেতারাও রঙ-তুলি ধরেন। দেওয়াল লেখাতে পেশাদার শিল্পীদের (Painter) কাজে লাগাতে হয়। কিন্তু এই ঘাটবেরা-কেরোয়া গ্রাম পঞ্চায়েতের ৮ নম্বর আসন ব্যতিক্রম। তনুজা ‘বউদি’কে জেতাতে রং-তুলি নিয়ে এগিয়ে এসেছেন ওই দুই তরুণী।

Advertisement

[আরও পড়ুন: অনবদ্য গুরপ্রীত, পেনাল্টিতে লেবাননকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত]

প্রতিমা কুমারের বাড়ি ৮ নম্বর সংসদে কুমারডিতে। ওই এলাকার জুনিয়ার হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। অন্যদিকে সুশান্তি মান্ডি ওই এলাকার রাঙ্কুরডির বাসিন্দা। বেশ কিছু দিন আগে ঘাটবেড়া-কেরোয়া হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেছেন। তবে প্রতিমা ও সুশান্তি শুধু একে অপরের পরিচিত নন, তারা দু’জনই ছোটবেলা থেকে আঁকতে (Drawing)ভালবাসে। আর সুশান্তি ঘরের দেওয়াল নানান কারুকাজে সাজিয়ে তুলতে পারেন। তাদের সহরায় উৎসবে সুশান্তির তুলির টানে দেওয়াল জুড়ে যে শিল্পকর্ম ফুটে ওঠে, তা চোখ টানে সকলের।

[আরও পড়ুন: খেলনার আড়ালে ‘বিলিতি মদ’ পাচার, বিহারগামী বাস থেকে গ্রেপ্তার পাচারকারী]

ফলে ভোটের দেওয়াল লিখনে সুশান্তির এভাবে এগিয়ে আসাকে সকলেই বাহবা জানিয়েছেন। তার হাতে রঙ-তুলিতে দেওয়াল লিখন চোখ টানছে। তৃণমূল প্রার্থী তনুজা কুমার বলেন, “আমি এই প্রথম ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছি, এটা ঠিক। কিন্তু এই ক’দিনে বুঝতে পেরেছি, ভোটে প্রার্থী হওয়া মানে অনেক কাজ। তার মধ্যে দেওয়াল লিখন একটা বড় বিষয়। আর সেই গুরুত্বপূর্ণ কাজটাই আমার পরিচিত দু’জন তরুণী দায়িত্ব নেওয়ায় আমার পক্ষে খুব সুবিধা হয়েছে। দলীয় নেতৃত্বকেও এ বিষয়ে মাথা ঘামাতে হচ্ছে না। তারা বরং অন্য প্রচারের কাজ করছেন ।” 

সুশান্তি ও প্রতিমার বক্তব্য, “গ্রামের বউদি আমাদের প্রার্থী হয়েছেন। তাই বউদিকে জেতাতে আমরাই দু’জন দেওয়াল লিখনের দায়িত্ব নিয়েছি। ভোট ঘোষণা হওয়ার পর তাপপ্রবাহ ছিল আর তারপর টানা বৃষ্টি। তাই দেওয়াল লিখতে দেরি হচ্ছে। আর এক দু’-দিনের মধ্যে এই কাজ সব শেষ হয়ে যাবে।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement