রমণী বিশ্বাস ও সঞ্জিত ঘোষ: তৃণমূল-বিজেপির ব্যাপক বোমাবাজি। পরিস্থিতিত আয়ত্তে আনতে ভোট চলাকালীন গুলি চালাল কেন্দ্রীয় বাহিনী। ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার (Nadia) হাতিশালায়। তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
পঞ্চায়েত ভোটে(WB Panchayat Election) ফিরল শীতলকুচির স্মৃতি। এবার ঘটনাস্থল তেহট্টের হাতিশালা। শনিবার সকাল থেকেই ভোটকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছে গোটা বাংলা। তার মাঝেই চলছে ভোটগ্রহণ। এদিন হাতিশালা ১ নম্বর নম্বর পঞ্চায়েত কার্যালয় ও রায়পাড়া প্রাথমিক বিদ্যালয়ে চলছিল ভোটগ্রহণ। অভিযোগ, আচমকা বুথের বাইরে বোমাবাজি শুরু করে তৃণমূল ও বিজেপি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই সময়ই পরিস্থিতি আয়ত্তে আনতে কেন্দ্রীয় বাহিনী শূন্যে গুলি ছোঁড়ে বলে অভিযোগ। ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চলেছে বলে খবর।
গুলির ঘটনার পর ধীরে ধীরে আয়ত্তে আসে পরিস্থিতি। তবে এখনও থমথমে এলাকা। তারই মাঝে চলছে ভোটগ্রহণ। প্রসঙ্গত, ভোটকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই অন্যান্য জেলার মতোই নদিয়াতেও চলছে অশান্তি। ঝরেছে রক্ত। প্রাণহানিও হয়েছে। এরই মাঝে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোয় স্থানীয়দের আতঙ্ক এক ধাক্কায় কয়েকগুণ বেড়ে গিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.