গোবিন্দ রায়: নির্বাচনী বিধি লঙ্ঘন করে ভোটে (West Bengal Panchayat Election 2023) সিভিক ভলান্টিয়ারের অংশগ্রহণের অভিযোগ। কলকাতা হাই কোর্টে গড়াল জল। মামলার ভিত্তিতে রিপোর্ট তলব বিচারপতি অমৃতা সিনহার। আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানি।
মহম্মদ দুলাল শেখ নামে জনৈক এক ব্যক্তি কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেন। তিনি জানান, রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে সিভিক ভলান্টিয়াররা কোনওভাবেই পঞ্চায়েত ভোটে প্রার্থী হতে পারবেন না। তা সত্ত্বেও মালদহের মোথাবাড়ি থানার সিভিক ভলান্টিয়ার গোলাম গোসল নির্বাচনে অংশ নিয়েছেন। কীভাবে অংশ নিলেন তিনি ভোটে, এই প্রশ্ন তুলে হাই কোর্টে মামলা দায়ের হয়েছে। মামলা দায়েরের পরই রিপোর্ট তলব করেন বিচারপতি অমৃতা সিনহা।
রাজ্যের তরফে আদালতে জানান হয়, ওই প্রার্থী সিভিক ভলান্টিয়ারের চাকরি ছেড়ে দিয়েছেন। তারপরই তিনি ভোটে মনোনয়ন জমা দিয়েছেন। যদিও আইনজীবী কৌস্তভ বাগচি সে দাবি প্রত্যাহার করেন। তিনি পালটা জানান, মনোনয়নের আগে পর্যন্ত পদত্যাগ করেননি গোলাম গোসল। মামলা দায়েরের শেষ দিন পর্যন্ত কাজ করেছেন। আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.